Ajker Patrika

ট্রেনে কাটা পড়ে পল্লিচিকিৎসকের মৃত্যু

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ১০ মে ২০২৪, ১৭: ৩৬
ট্রেনে কাটা পড়ে পল্লিচিকিৎসকের মৃত্যু

নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে সৈয়দপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণ দিকে গোলাহাট (রংপুর-দিনাজপুর মহাসড়কের রেলক্রসিং) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আরমান হোসেন (৩৭) শহরের সাহেবপাড়া এলাকার সেলিম হোসেনের ছেলে। তিনি পেশায় একজন পল্লিচিকিৎসক। একই এলাকায় মদিনা মেডিকেল স্টোর নামে তাঁর একটি ফার্মেসি রয়েছে। 

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

সৈয়দপুর রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ওই দিন উল্লেখিত সময়ে রংপুর-দিনাজপুর মহাসড়কের রেলক্রসিং এলাকায় মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন আরমান হোসেন। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেইল ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়। 

রেলওয়ে থানার ওসি এ কে এম নুরুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত