দিনাজপুর প্রতিনিধি
অবশেষে পাঁচ দিন পর দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি স্কুলছাত্র মিনারুল ইসলাম মিনারের (১৬) মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ। আজ সোমবার সকাল ১০টার দিকে দিনাজপুরের দাইনুর সীমান্তের ৩১৪ / ৪ এস পিলার এলাকায় পতাকা বৈঠকে মিলিত হন বিজিবির ২৯ ব্যাটালিয়নের দাইনুর বিওপির সংশ্লিষ্টরা। দীর্ঘ বৈঠকের পর বিকেল ৫টার দিকে ৩১৪ / ৭ এস পিলার এলাকায় বিএসএফ ও বিজিবির উপস্থিতিতে বাংলাদেশি পুলিশের নিকট মরদেহ হস্তান্তর করা হয়।
গত বুধবার রাত ১০টার দিকে দাইনুর সীমান্তের হরিপরপুরের তেলিয়াপাড়া এলাকায় বিএসএফের গুলিতে নিহত হয় মিনারুল ইসলাম মিনার। নানা জটিলতা দেখিয়ে গত ৪ দিন ধরে তাঁর মরদেহ ফেরত দেয়নি বিএসএফ।
মরদেহ প্রদানের সময় উপস্থিত ছিলেন বিজিবি খানপুর ক্যাম্পের কমান্ডার আনিসুর রহমান, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা, আস্করপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, নিহত মনিরুলের বাবা জাহাঙ্গীর আলম ও স্বজনেরা।
এ সময় প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে নিহত মিনারুলকে একনজর দেখতে এলাকাবাসী সীমান্তে ভিড় জমায়। এ দিকে মরদেহ পাওয়ার খবরে নিহত মিনারুলের বাড়িতে তার আত্মীয়-স্বজন ও এলাকাবাসী জড়ো হয়। মিনারুলের বাড়িতে এক হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয়। আজ রাত ৮টার দিকে খানপুর বুড়াপীর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার বিকেলে মাকে রঙের কাজ করতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় মিনারুল। তখন সে তার মাকে জানায়, রঙের কাজ শেষ করে আসতে দেরি হবে। এরপর রাত ১০টায় তাঁর মোবাইলে ফোন করা হলে মিনারুলের মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে মিনারুল আর বাড়িতে ফেরেনি। পরদিন বৃহস্পতিবার সকালে মিনারুলের পরিবার জানতে পারে, বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে দাইনুর সীমান্তে বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়েছে।
অবশেষে পাঁচ দিন পর দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি স্কুলছাত্র মিনারুল ইসলাম মিনারের (১৬) মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ। আজ সোমবার সকাল ১০টার দিকে দিনাজপুরের দাইনুর সীমান্তের ৩১৪ / ৪ এস পিলার এলাকায় পতাকা বৈঠকে মিলিত হন বিজিবির ২৯ ব্যাটালিয়নের দাইনুর বিওপির সংশ্লিষ্টরা। দীর্ঘ বৈঠকের পর বিকেল ৫টার দিকে ৩১৪ / ৭ এস পিলার এলাকায় বিএসএফ ও বিজিবির উপস্থিতিতে বাংলাদেশি পুলিশের নিকট মরদেহ হস্তান্তর করা হয়।
গত বুধবার রাত ১০টার দিকে দাইনুর সীমান্তের হরিপরপুরের তেলিয়াপাড়া এলাকায় বিএসএফের গুলিতে নিহত হয় মিনারুল ইসলাম মিনার। নানা জটিলতা দেখিয়ে গত ৪ দিন ধরে তাঁর মরদেহ ফেরত দেয়নি বিএসএফ।
মরদেহ প্রদানের সময় উপস্থিত ছিলেন বিজিবি খানপুর ক্যাম্পের কমান্ডার আনিসুর রহমান, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা, আস্করপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, নিহত মনিরুলের বাবা জাহাঙ্গীর আলম ও স্বজনেরা।
এ সময় প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে নিহত মিনারুলকে একনজর দেখতে এলাকাবাসী সীমান্তে ভিড় জমায়। এ দিকে মরদেহ পাওয়ার খবরে নিহত মিনারুলের বাড়িতে তার আত্মীয়-স্বজন ও এলাকাবাসী জড়ো হয়। মিনারুলের বাড়িতে এক হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয়। আজ রাত ৮টার দিকে খানপুর বুড়াপীর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার বিকেলে মাকে রঙের কাজ করতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় মিনারুল। তখন সে তার মাকে জানায়, রঙের কাজ শেষ করে আসতে দেরি হবে। এরপর রাত ১০টায় তাঁর মোবাইলে ফোন করা হলে মিনারুলের মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে মিনারুল আর বাড়িতে ফেরেনি। পরদিন বৃহস্পতিবার সকালে মিনারুলের পরিবার জানতে পারে, বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে দাইনুর সীমান্তে বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়েছে।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে বিএসএফের ঠেলে পাঠানো ১০ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বিজিবি। আজ সোমবার ভোরে উপজেলার লাতু বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার করমপুর নামক স্থান থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ১ জন পুরুষ, ৩ জন নারী ও ৬টি শিশু রয়েছে। বিজিবি জানিয়েছে...
১৫ মিনিট আগেমুন্সীগঞ্জের গজারিয়ায় নদীতে চাঁদাবাজিসহ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বিরোধের জের ধরে ‘প্রতিপক্ষের’ গুলিতে ‘শীর্ষ সন্ত্রাসী’ শ্যুটার মান্নান নিহত হয়েছেন। লালু-জুয়েল গ্রুপের লোকজন তাকে হত্যা করেছে বলে দাবি নিহতের স্বজনদের। এ সময় আহত হয়েছেন ছয়জন।
১৮ মিনিট আগেমানিকগঞ্জের সিংগাইর উপজেলায় খাসজমির একটি খাল দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামের বাসিন্দা বছর উদ্দিন খাঁ ওই খালের জায়গা দখল করে ভবনটি নির্মাণ করছেন।
২৭ মিনিট আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত আয়া মাসুমার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিমানবাহিনীর সদস্যরা। আজ সোমবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে মাসুমার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিমানবাহিনীর ৩০ সদস্যের এক
৩৫ মিনিট আগে