Ajker Patrika

স্বপ্নপুরীর কর্মচারীদের সঙ্গে জবি শিক্ষার্থীদের সংঘর্ষ, নারীসহ গ্রেপ্তার ৮ 

ফুলবাড়ী (দিনাজপুর) ও নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ১৩ মার্চ ২০২৩, ১৫: ১১
স্বপ্নপুরীর কর্মচারীদের সঙ্গে জবি শিক্ষার্থীদের সংঘর্ষ, নারীসহ গ্রেপ্তার ৮ 

দিনাজপুরের নবাবগঞ্জে বেসরকারি বিনোদনকেন্দ্র স্বপ্নপুরীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সঙ্গে স্বপ্নপুরীর কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে রাতেই নারীসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

গতকাল রোববার দিবাগত রাত দেড়টায় জবি শিক্ষার্থী অনামিকা আক্তার বাদী হয়ে নবাবগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন। এদিন সংঘর্ষের ঘটনায় ১০ শিক্ষার্থীসহ ১৩ জন আহত হন।

এসব তথ্য নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ।

গ্রেপ্তারকৃতরা হলেন সবুজ মিয়া (২৯), রেজওয়ান আহম্মেদ (১৮), আশরাফুল ইসলাম (১৭), প্রভাস কিস্কু (৩৬), আজিজুল হক (৩৯), জাহিদুল ইসলাম (৪৫), মানিকুল ইসলাম (৩২) ও সালমা আক্তার (২১)। তাঁদের মধ্যে পাঁচজন স্বপ্নপুরী বিনোদনকেন্দ্রের কর্মচারী এবং তিনজন বহিরাগত রয়েছেন।

মামলার সূত্রে জানা যায়, গতকাল রোববার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ১৪তম ব্যাচের ৭৩ জন শিক্ষার্থীসহ ১২ জন শিক্ষক-কর্মচারীর একটি দল ফিল্ড ওয়ার্কে বড়পুকুরিয়া কয়লাখনি পরিদর্শনে যায়। খনি পরিদর্শন শেষে বেলা সাড়ে ৩টায় জেলার নবাবগঞ্জ উপজেলার বেসরকারি বিনোদনকেন্দ্র স্বপ্নপুরীতে বেড়াতে যান তাঁরা। এ সময় কয়েকজন শিক্ষার্থী ঘোড়া রাইডে ওঠেন। পরে রাইড থেকে নামার সময় শিক্ষার্থী বিনয় চন্দ্র একটি ব্যাগ ভুলবশত ফেলে আসেন। পরে ওই ব্যাগ ফেরত নিতে গিয়ে এক নারী শিক্ষার্থীকে স্বপ্নপুরীর কর্মচারী উত্ত্যক্ত করলে শিক্ষার্থীরা প্রতিবাদ করেন। এতে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে স্বপ্নপুরীর কর্মচারীরা দেশি অস্ত্র (লাঠিসোঁটা, রড) দিয়ে শিক্ষার্থীদের বেদম মারধর করেন।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী আহতসহ কয়েকজন শিক্ষক লাঞ্ছনার শিকার হন। পরে পুলিশ আহত শিক্ষার্থীদের উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে পাঁচজনের অবস্থার অবনতি হলে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

মারধরে আহত জবি শিক্ষার্থীরাবিনোদনকেন্দ্র স্বপ্নপুরীর স্বত্বাধিকারী ও দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি মীমাংসার চেষ্টা করেছি, কিন্তু তারা তা না মেনে মামলা দায়ের করেছে। মামলায় যা হবে আমরা তা-ই মেনে নেব।’

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ আজকের পত্রিকাকে বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের মারধরের ঘটনাটি দুঃখজনক। এ ঘটনায় রোববার রাতেই আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক শিক্ষার্থী। মামলা পেয়ে এক নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক (ভূগোল) মাহি উদ্দিন মাহী আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ৭৩ জন শিক্ষার্থী ও ১০ জন শিক্ষক-কর্মচারীসহ মোট ৮৩ জনের একটি দল ফিল্ড ওয়ার্কে বড়পুকুরিয়া কয়লাখনি পরিদর্শনে যায়। সেখান থেকে বিনোদনকেন্দ্র স্বপ্নপুরীতে বেড়াতে গেলে শিক্ষার্থীরা রাইডসে ওঠার একপর্যায়ে এক নারী শিক্ষার্থীকে স্বপ্নপুরীর কর্মচারীরা উত্ত্যক্ত করেন। অন্য শিক্ষার্থীরা এর প্রতিবাদ করলে এই সংঘর্ষ ঘটে। এ সময় স্বপ্নপুরীর কর্মচারীরা দেশী অস্ত্র (লাঠিসোঁটা, রড) দিয়ে শিক্ষার্থীদের বেদম মারধর করেন। এতে ১০ শিক্ষার্থী আহতসহ কয়েকজন শিক্ষক লাঞ্ছিত হন। চিকিৎসার জন্য বের হতে চাইলে স্বপ্নপুরী কর্তৃপক্ষ আমাদের বের হতে দেয়নি। পরে পুলিশ এসে আমাদের উদ্ধার করে।’

অধ্যাপক মাহী উদ্দিন আরও বলেন, ‘এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনামিকা আক্তার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এ রকম নির্দয় ঘটনা আর কারও সঙ্গে যেন না ঘটে, সে জন্য আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত