বেরোবি প্রতিনিধি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অর্থনীতি বিভাগের প্রভাষক পদে আজ বৃহস্পতিবার শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে এই পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করলেও ডাক পাননি একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্বল্পনা রানী। তিনি ভালো ফলাফলের জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বর্ণপদক পেয়েছিলেন। অভিযোগ রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজেদের পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে তাঁকে পরীক্ষার সুযোগ না দিয়ে ঈদের ছুটিতে তড়িঘড়ি করে পরীক্ষা নিয়েছে।
এর আগে, গত বছর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রধানমন্ত্রীর স্বর্ণপদকপ্রাপ্ত আরেক প্রার্থী জোবেদা আক্তারকেও সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছিল।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় অর্থনীতি বিভাগের প্রভাষক পদে বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তবে এই পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করলেও ডাক পাননি একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্বল্পনা রানী। তিনি অর্থনীতি বিভাগের ২০০৮-০৯ সেশনের শিক্ষার্থী।
গত বছরও বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রধানমন্ত্রীর স্বর্ণপদকপ্রাপ্ত আরেক প্রার্থী জোবেদা আক্তারকেও সুযোগ না দেওয়ার ঘটনা ঘটেছিল। এ ঘটনায় জোবেদা আক্তার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ করেছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দেড় দশক হয়ে গেলেও এখন পর্যন্ত নিজ প্রতিষ্ঠানের মাত্র একজন শিক্ষার্থী শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ প্রকাশ করে নিয়োগে নিজেদের শিক্ষার্থীদের প্রাধান্য দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা।
৩ এপ্রিল থেকে ঈদের ছুটির কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অফিস আগামী ৭ এপ্রিল থেকে বন্ধ হওয়ার কথা থাকলেও কার্যত বুধবার (৩ এপ্রিল) ছিল প্রশাসনিক শেষ কর্ম দিবস। কেননা, দীর্ঘদিন ধরে সাপ্তাহিক দুদিন ছুটির পাশাপাশি বৃহস্পতিবারও বন্ধ থাকে বেরোবি।
স্বল্পনা রানী অর্থনীতি বিভাগ থেকে স্নাতকে ৩.৭৫ ও স্নাতকোত্তরে ৩.৭৮ সিজিপিএ অর্জন করেছিলেন। এ ছাড়া তিনি এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছিলেন। ২০২৩ সালের ১৪ আগস্ট বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগের প্রভাষক পদে বিজ্ঞপ্তি প্রকাশ করলে তিনি আবেদনপত্র জমা দিয়ে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। যদিও তাঁকে নিয়োগ পরীক্ষার জন্য চিঠি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ বিষয়ে জানতে চাইলে স্বল্পনা রানী বলেন, ‘আমি সব প্রক্রিয়া মেনে আবেদন করলেও বুধবার পর্যন্ত কোনো চিঠি বা ম্যাসেজ পাইনি। আমাকে কেন বা কী কারণে পরীক্ষার জন্য ডাকা হয়নি তা জানা নেই।’
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখার উপরেজিস্ট্রার মোস্তাফিজুর রহমান, এ বিষয় কথা বলতে চান না তিনি।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আলমগীর চৌধুরী জানান, তিনি দরকারি কাজে চট্টগ্রামে আছেন। এ বিষয়ে কিছু বলতে পারবেন না।
প্রসঙ্গত, এ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দীর্ঘদিনের অভিযোগ প্রধানমন্ত্রীর স্বর্ণপদক প্রাপ্ত, অনুষদ, বিভাগে ভালো ফলাফল করলেও নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষক হিসেবে চান না বিশ্ববিদ্যালয় নিজ বিভাগের শিক্ষক ও প্রশাসন। নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়োগ না দিতে বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকেন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৬ বছরে নিজ বিশ্ববিদ্যালয়ের ২ জন শিক্ষার্থী শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অর্থনীতি বিভাগের প্রভাষক পদে আজ বৃহস্পতিবার শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে এই পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করলেও ডাক পাননি একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্বল্পনা রানী। তিনি ভালো ফলাফলের জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বর্ণপদক পেয়েছিলেন। অভিযোগ রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজেদের পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে তাঁকে পরীক্ষার সুযোগ না দিয়ে ঈদের ছুটিতে তড়িঘড়ি করে পরীক্ষা নিয়েছে।
এর আগে, গত বছর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রধানমন্ত্রীর স্বর্ণপদকপ্রাপ্ত আরেক প্রার্থী জোবেদা আক্তারকেও সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছিল।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় অর্থনীতি বিভাগের প্রভাষক পদে বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তবে এই পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করলেও ডাক পাননি একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্বল্পনা রানী। তিনি অর্থনীতি বিভাগের ২০০৮-০৯ সেশনের শিক্ষার্থী।
গত বছরও বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রধানমন্ত্রীর স্বর্ণপদকপ্রাপ্ত আরেক প্রার্থী জোবেদা আক্তারকেও সুযোগ না দেওয়ার ঘটনা ঘটেছিল। এ ঘটনায় জোবেদা আক্তার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ করেছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দেড় দশক হয়ে গেলেও এখন পর্যন্ত নিজ প্রতিষ্ঠানের মাত্র একজন শিক্ষার্থী শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ প্রকাশ করে নিয়োগে নিজেদের শিক্ষার্থীদের প্রাধান্য দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা।
৩ এপ্রিল থেকে ঈদের ছুটির কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অফিস আগামী ৭ এপ্রিল থেকে বন্ধ হওয়ার কথা থাকলেও কার্যত বুধবার (৩ এপ্রিল) ছিল প্রশাসনিক শেষ কর্ম দিবস। কেননা, দীর্ঘদিন ধরে সাপ্তাহিক দুদিন ছুটির পাশাপাশি বৃহস্পতিবারও বন্ধ থাকে বেরোবি।
স্বল্পনা রানী অর্থনীতি বিভাগ থেকে স্নাতকে ৩.৭৫ ও স্নাতকোত্তরে ৩.৭৮ সিজিপিএ অর্জন করেছিলেন। এ ছাড়া তিনি এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছিলেন। ২০২৩ সালের ১৪ আগস্ট বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগের প্রভাষক পদে বিজ্ঞপ্তি প্রকাশ করলে তিনি আবেদনপত্র জমা দিয়ে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। যদিও তাঁকে নিয়োগ পরীক্ষার জন্য চিঠি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ বিষয়ে জানতে চাইলে স্বল্পনা রানী বলেন, ‘আমি সব প্রক্রিয়া মেনে আবেদন করলেও বুধবার পর্যন্ত কোনো চিঠি বা ম্যাসেজ পাইনি। আমাকে কেন বা কী কারণে পরীক্ষার জন্য ডাকা হয়নি তা জানা নেই।’
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখার উপরেজিস্ট্রার মোস্তাফিজুর রহমান, এ বিষয় কথা বলতে চান না তিনি।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আলমগীর চৌধুরী জানান, তিনি দরকারি কাজে চট্টগ্রামে আছেন। এ বিষয়ে কিছু বলতে পারবেন না।
প্রসঙ্গত, এ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দীর্ঘদিনের অভিযোগ প্রধানমন্ত্রীর স্বর্ণপদক প্রাপ্ত, অনুষদ, বিভাগে ভালো ফলাফল করলেও নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষক হিসেবে চান না বিশ্ববিদ্যালয় নিজ বিভাগের শিক্ষক ও প্রশাসন। নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়োগ না দিতে বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকেন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৬ বছরে নিজ বিশ্ববিদ্যালয়ের ২ জন শিক্ষার্থী শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন।
কক্সবাজারের টেকনাফে মোবাইল ফোন চুরির অভিযোগ এনে ছুরিকাঘাতে মো. নজিমুল্লাহ (২৫) নামে এক যুবক মারা গেছে। রোববার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কায়ুকখালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নজিমুল্লাহ ওই এলাকার রহিম উল্লাহর ছেলে...
৩ মিনিট আগেভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
৩১ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
৩৩ মিনিট আগেনেছারাবাদে আরামকাঠি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহর বিরুদ্ধে পাঁচ সহস্রাধিক গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার তাঁর বাড়িতে বিক্ষুব্ধ গ্রাহকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে সমিতির ম্যানেজার-মাঠকর্মীসহ সাতজনকে আটক করে পুলিশের হাতে
৪০ মিনিট আগে