Ajker Patrika

গোবিন্দগঞ্জে ইপিজেড নির্মাণে মতবিনিময় সভা, সাঁওতালদের বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ০৯: ৫৯
গোবিন্দগঞ্জে ইপিজেড নির্মাণে মতবিনিময় সভা, সাঁওতালদের বিক্ষোভ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের মালিকানাধীন জায়গায় ইপিজেড নির্মাণে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার (১০ ডিসেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মতবিনিময় সভা হয়। এদিকে সভা বয়কট করে রাস্তা অবরুদ্ধ রেখে বিক্ষোভ করেছেন সাঁওতালরা। 

মতবিনিময় সভা বয়কট করে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির একাংশ উপজেলা কাটামোড় নামক স্থানে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়ক বেলা আড়াইটা থেকে ঘণ্টাব্যাপী অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করেন। এ সময় সড়কের দুপাশে সব যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বেপজার প্রকল্প পরিচালক আশরাফুল কবির। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ হোসেনের সভাপতিত্বে এই মতবিনিময় সভা হয়। এতে জানানো হয়, গত সপ্তাহে ঢাকায় চিনিকল কর্তৃপক্ষ, সাঁওতাল নেতৃবৃন্দ ও বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে একটি সফল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কর্মসংস্থান ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ বিভিন্ন বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। এরই ধারাবাহিকতায় এই মতবিনিময় সভা। 

উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথির বক্তব্যে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান বলেন, সবার স্বার্থ সমুন্নত রাখতে উন্নয়নমূলক এই প্রকল্প বাস্তবায়ন করে অবহেলিত এই অঞ্চলের উন্নয়নে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মাসুমা আখতার জাহানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরাও এই মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন। 

পরে সভাকক্ষ থেকে বেররিয়ে ইপিজেড নির্মাণকাজ বন্ধ করে সাঁওতাল হত্যার বিচার, তাদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, বসতবাড়িতে হামলা, ভাঙচুর, ক্ষতিপূরণ ও জমি ফেরতসহ সাত দফা বাস্তবায়নের দাবিতে উপজেলা চত্বরে বিক্ষোভ মিছিল করেন সাঁওতালরা। 

সভা বয়কট করে রাস্তা অবরুদ্ধ রেখে বিক্ষোভ করেছেন সাঁওতালরা। ছবি: আজকের পত্রিকাএরপর বেপজার প্রকল্প পরিচালক আশরাফুল কবীর সাংবাদিকদের বলেন, ‘কোনো সংঘাত নয়, শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে ইপিজেড নির্মাণকাজ বাস্তবায়ন করা হবে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই জমি শিল্প করপোরেশনের। এই ইপিজেড নির্মাণ করা হলে এলাকার উন্নয়নের পাশাপাশি লাখো মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে।’ 

রংপুর চিনিকলের ইনচার্জ মাসুমা আক্তার মালা বলেন, ‘এখানে সাড়ে ৪০০ একর জমি বেপজার কাছে হস্তান্তর করা হবে। আর বাকি জমি আইন মেনে অগ্রাধিকারের ভিত্তিতে সাঁওতাল-বাঙালিদের মধ্যে লিজ প্রদান করা হবে।’ 

সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাস্কে বলেন, ‘সাঁওতাল-বাঙালির মতামত উপেক্ষা করে বিরোধপূর্ণ জমিতে ইপিজেড নির্মাণের পাঁয়তারা চলছে। আমাদের সাত দফা বাস্তবায়নের চিন্তা না করে সাঁওতাল-বাঙালিদের বিপদে ফেলে তারা তাদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে।’ 

পুলিশ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। ছবি: আজকের পত্রিকাএদিকে সাত দফা বাস্তবায়নের চিন্তা না করে সাঁওতাল-বাঙালিদের বিপদে ফেলে একটি গোষ্ঠী স্বার্থ হাসিলের চেষ্টা করছে এমন অভিযোগে রাস্তা অবরোধ করেন বিক্ষোভকারীরা। সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির একাংশ এই দাবিতে বেলা আড়াইটা থেকে ঘণ্টাব্যাপী অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করেন। এ সময় সড়কের দুপাশে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির একাংশের সভাপতি বার্নাবাস টুডুর সভাপতিত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করা হয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন ঘটনাস্থলে গিয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ তুলে নেন। 

এ বিষয়ে জানতে চাইলে ওসি আজকের পত্রিকাকে বলেন, ‘উপরিউক্ত বিষয়ে অবরোধকারীদের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। এরপর রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত