Ajker Patrika

দেশটা এখন দুর্নীতিবাজদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে: জিএম কাদের

লালমনিরহাট প্রতিনিধি
দেশটা এখন দুর্নীতিবাজদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে: জিএম কাদের

বাংলাদেশ দুর্নীতিবাজদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

আজ শনিবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার ঢাকনাই বিএম কলেজের চারতলা বিশিষ্ট ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে মন্তব্য করেন তিনি। 

জিএম কাদের বলেন, ‘দেশটা এখন দুর্নীতিবাজদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। দুর্নীতিবাজেরা এখানে সম্মান পাচ্ছে। দুর্নীতিবাজেরাই এখন সমাজে প্রতিপত্তিশালী এবং প্রভাবশালী। তাঁরাই দেশকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করছে, সরকারকেও তারাই নিয়ন্ত্রণ করছে। আর সব সেক্টরে এটা ঘটছে।’

জাপা চেয়ারম্যান আরও বলেন, ‘রমজানকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে। কিছু বিশেষ পণ্য রমজানের সময় বেশি ব্যবহৃত হয়। সেগুলোর দাম অনেকগুণ বেড়ে যাচ্ছে এবং থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। রমজানকে সামনে রেখে চাহিদামত বন্দোবস্ত করলে ম্যানেজ করা সম্ভব কিন্তু সরকার তা করছেন না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’

জাপা চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘আমার সময়, আমি যখন বাণিজ্যমন্ত্রী ছিলাম তখন কোনো রমজান বা উৎসবের আগে দ্রব্যমূল্য স্বাভাবিকভাবে বাড়ত। সেই সময়ে যারা বাজার সিন্ডিকেট করে পণ্য জমিয়ে রেখেছিল তখন তাঁরা পস্তিয়েছে। কেননা দাম পড়ে গিয়েছিল, আর পর্যাপ্ত পরিমাণ ছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত