মেহেদী হাসান (দিনাজপুর) ফুলবাড়ী
স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে এক ফার্মেসির দোকানে বসে জরুরি বিভাগের ৩ টাকার টিকিটে (ব্যবস্থাপত্র) চিকিৎসকের পরিবর্তে ওষুধের নাম লিখছিলেন এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। এ সময় স্থানীয় এক যুবক ওই প্রতিনিধিকে এ বিষয়ে জিজ্ঞাসা করেন। তখন ওই প্রতিনিধি উত্তেজিত হয়ে পড়লে দুজনের মধ্য বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে।
গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে মা ফার্মেসিতে এ ঘটনা ঘটে। এরপর থেকেই এলাকার মানুষের মধ্য স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এ ঘটনায় থানা সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জানা গেছে, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো রোগী এলে প্রথমেই তিনি জরুরি বিভাগে গিয়ে কর্তব্যরত চিকিৎসকের কাছে পরামর্শ নেবেন। এ সময় ওই রোগী চিকিৎসার জন্য ৩ টাকার মূল্যমানের একটি টিকিট নেবেন, তাতে (ব্যবস্থাপত্র) ওষুধের নাম ও সেবনের নিয়ম লিখে দেবেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক।
কিন্তু সোমবার ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে মা ফার্মেসিতে দেখা গেছে ভিন্ন চিত্র। এই দোকানে বসে এসকেএফ ওষুধ কোম্পানির প্রতিনিধি আবু সাইদ জরুরি বিভাগের ৩ টাকা মূল্যমানের ওই টিকিটে লিখছিলেন ওষুধের নাম। এ সময় স্থানীয় যুবক শাহিনুল বাশার ফিজার বিষয়টি দেখতে পেয়ে ওই ওষুধ কোম্পানির প্রতিনিধিকে জিজ্ঞাসা করেন, আপনি কী ডাক্তার? আর এখানে বসে কেন সরকারি হাসপাতালের ব্যবস্থাপত্রে ওষুধ লিখছেন?
এ সময় ওষুধ কোম্পানির প্রতিনিধি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন ওই যুবক হাসপাতালের টিকিটগুলো নিয়ে নেন এবং বিষয়টি নিয়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে ঘটনা এলাকায় ছড়িয়ে পড়ে। পরদিন আজ মঙ্গলবার দুপুরে শাহিনুল একটি লিখিত অভিযোগের মাধ্যমে ওই ওষুধ কোম্পানির প্রতিনিধির কাছ থেকে পাওয়া জরুরি বিভাগের তিন টাকার ছয়টি টিকিট হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন এবং অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
এরপর স্থানীয় একজন সাংবাদিক স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করলেও তাঁরা ওই ওষুধ কোম্পানির প্রতিনিধির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপত্র বাইরে ওষুধ কোম্পানির প্রতিনিধির কাছে বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা চেয়েছে স্থানীয়রা।
এ বিষয়ে স্থানীয় যুবক শাহিনুল বাশার বলেন, ‘আমি ওষুধের দোকানে গিয়ে দেখতে পাই, একজন ব্যক্তি ওখানে বসে স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ টাকার টিকিটে ওষুধ লিখছেন। তখন তাকে জিজ্ঞাসা করি, তিনি কী ডাক্তার? এ সময় তিনি নিজেকে এসকেএফ ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবে পরিচয় দেন। এ সময় তার কাছে থাকা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকিটগুলোর বিষয়ে প্রশ্ন করি, ‘‘সরকারি হাসপাতালের এতগুলো টিকিট কী করে আপনার কাছে এল? চিকিৎসক না হয়েও কী করে তাতে ওষুধ লিখছেন?’ ’ কথা বলার একপর্যায়ে বিষয়টি কৌশলে এড়িয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়েন।’
এ বিষয়ে জানতে এসকেএফ ওষুধ কোম্পানির প্রতিনিধি আবু সাঈদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ব্যস্ত জানিয়ে বলেন, ‘আমি মিটিংয়ে আছি পরে কথা বলব।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমানের সঙ্গে কথা বলতে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। এ সময় তাঁর মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি কল রিসিভ করেননি। পরে জানা যায় তিনি বাইরে আছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মো. শাকিলুর রহমান জানান, এ ব্যাপারে সোমবার সন্ধ্যায় ফুলবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের টিকিট কীভাবে বাইরে গেল, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জরুরি বিভাগে অনেক লোকজন আসা যাওয়া করে; তা ছাড়া ওই টিকিট স্বাস্থ্য কমপ্লেক্সের কিনা তা খতিয়ে দেখা হবে। টিকিট কেউ ছাপিয়েও নিতে পারে, তবে স্থানীয়রা যাকে অভিযুক্ত করছেন তার বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।’
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি জিডি হয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে।
দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. বোরহানুল সিদ্দিক বলেন, ‘এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় যেই জড়িত থাক, আমার স্টাফ হলেও তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ছাড় দেওয়া হবে না।’
স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে এক ফার্মেসির দোকানে বসে জরুরি বিভাগের ৩ টাকার টিকিটে (ব্যবস্থাপত্র) চিকিৎসকের পরিবর্তে ওষুধের নাম লিখছিলেন এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। এ সময় স্থানীয় এক যুবক ওই প্রতিনিধিকে এ বিষয়ে জিজ্ঞাসা করেন। তখন ওই প্রতিনিধি উত্তেজিত হয়ে পড়লে দুজনের মধ্য বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে।
গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে মা ফার্মেসিতে এ ঘটনা ঘটে। এরপর থেকেই এলাকার মানুষের মধ্য স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এ ঘটনায় থানা সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জানা গেছে, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো রোগী এলে প্রথমেই তিনি জরুরি বিভাগে গিয়ে কর্তব্যরত চিকিৎসকের কাছে পরামর্শ নেবেন। এ সময় ওই রোগী চিকিৎসার জন্য ৩ টাকার মূল্যমানের একটি টিকিট নেবেন, তাতে (ব্যবস্থাপত্র) ওষুধের নাম ও সেবনের নিয়ম লিখে দেবেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক।
কিন্তু সোমবার ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে মা ফার্মেসিতে দেখা গেছে ভিন্ন চিত্র। এই দোকানে বসে এসকেএফ ওষুধ কোম্পানির প্রতিনিধি আবু সাইদ জরুরি বিভাগের ৩ টাকা মূল্যমানের ওই টিকিটে লিখছিলেন ওষুধের নাম। এ সময় স্থানীয় যুবক শাহিনুল বাশার ফিজার বিষয়টি দেখতে পেয়ে ওই ওষুধ কোম্পানির প্রতিনিধিকে জিজ্ঞাসা করেন, আপনি কী ডাক্তার? আর এখানে বসে কেন সরকারি হাসপাতালের ব্যবস্থাপত্রে ওষুধ লিখছেন?
এ সময় ওষুধ কোম্পানির প্রতিনিধি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন ওই যুবক হাসপাতালের টিকিটগুলো নিয়ে নেন এবং বিষয়টি নিয়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে ঘটনা এলাকায় ছড়িয়ে পড়ে। পরদিন আজ মঙ্গলবার দুপুরে শাহিনুল একটি লিখিত অভিযোগের মাধ্যমে ওই ওষুধ কোম্পানির প্রতিনিধির কাছ থেকে পাওয়া জরুরি বিভাগের তিন টাকার ছয়টি টিকিট হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন এবং অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
এরপর স্থানীয় একজন সাংবাদিক স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করলেও তাঁরা ওই ওষুধ কোম্পানির প্রতিনিধির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপত্র বাইরে ওষুধ কোম্পানির প্রতিনিধির কাছে বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা চেয়েছে স্থানীয়রা।
এ বিষয়ে স্থানীয় যুবক শাহিনুল বাশার বলেন, ‘আমি ওষুধের দোকানে গিয়ে দেখতে পাই, একজন ব্যক্তি ওখানে বসে স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ টাকার টিকিটে ওষুধ লিখছেন। তখন তাকে জিজ্ঞাসা করি, তিনি কী ডাক্তার? এ সময় তিনি নিজেকে এসকেএফ ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবে পরিচয় দেন। এ সময় তার কাছে থাকা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকিটগুলোর বিষয়ে প্রশ্ন করি, ‘‘সরকারি হাসপাতালের এতগুলো টিকিট কী করে আপনার কাছে এল? চিকিৎসক না হয়েও কী করে তাতে ওষুধ লিখছেন?’ ’ কথা বলার একপর্যায়ে বিষয়টি কৌশলে এড়িয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়েন।’
এ বিষয়ে জানতে এসকেএফ ওষুধ কোম্পানির প্রতিনিধি আবু সাঈদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ব্যস্ত জানিয়ে বলেন, ‘আমি মিটিংয়ে আছি পরে কথা বলব।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমানের সঙ্গে কথা বলতে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। এ সময় তাঁর মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি কল রিসিভ করেননি। পরে জানা যায় তিনি বাইরে আছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মো. শাকিলুর রহমান জানান, এ ব্যাপারে সোমবার সন্ধ্যায় ফুলবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের টিকিট কীভাবে বাইরে গেল, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জরুরি বিভাগে অনেক লোকজন আসা যাওয়া করে; তা ছাড়া ওই টিকিট স্বাস্থ্য কমপ্লেক্সের কিনা তা খতিয়ে দেখা হবে। টিকিট কেউ ছাপিয়েও নিতে পারে, তবে স্থানীয়রা যাকে অভিযুক্ত করছেন তার বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।’
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি জিডি হয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে।
দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. বোরহানুল সিদ্দিক বলেন, ‘এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় যেই জড়িত থাক, আমার স্টাফ হলেও তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ছাড় দেওয়া হবে না।’
রাজধানীর উত্তরায় দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে জনস্রোত সৃষ্টি হয়েছে। মহানগরীর বিভিন্ন এলাকার মানুষ ও রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ঘটনাস্থলে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ভিড় করছেন।
৫ মিনিট আগেঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় বিচার ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভে নেমেছে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে স্কুল সংলগ্ন গোলচত্বর এলাকায় তারা বিক্ষোভ শুরু করে।
৪০ মিনিট আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্ত হয়ে নিহত রজনী ইসলামের লাশ দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে সকাল ৯টায় জানাজা অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় কোস্ট গার্ডের একটি টহল টিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে কোস্টগার্ডের একজন সদস্য ও একজন মাঝি আহত হয়েছে। এ সময় ৩০ লাখ মিটার অবৈধ কারেন্টজালসহ ৩৩ জেলেকে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে