Ajker Patrika

জাল দলিলের মামলায় বাবাসহ ইউপি চেয়ারম্যান কারাগারে 

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ২২: ২১
জাল দলিলের মামলায় বাবাসহ ইউপি চেয়ারম্যান কারাগারে 

জাল দলিলের মামলায় দিনাজপুরের নবাবগঞ্জে ইউপি চেয়ারম্যান ও তাঁর বাবাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার দিনাজপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. গিয়াস উদ্দিন আহমেদ এ আদেশ দেন।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন নবাবগঞ্জ উপজেলার ৬ নম্বর ভাদুরিয়া ইউপি চেয়ারম্যান মো. বাবুল আহসানুল কবীর শামীম এবং তাঁর বাবা মো. মতিয়ার রহমান। শামীম গত ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।

মামলায় বাদীপক্ষের আইনজীবী মো. একরামুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, গতকাল রোববার বিবাদীর জামিনের জন্য আদালতে শুনানির দিন ধার্য ছিল, কিন্তু তাঁরা আজ (সোমবার) আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।

আদালতের বিজ্ঞ বিচারক দীর্ঘক্ষণ শুনানির শেষে তাঁদের জামিন নামঞ্জুর করে বিবাদী মো. বাবুল আহসানুল কবীর ও তাঁর বাবা মতিয়ার রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার শাল্টি মুরাদপুর মৌজার ১ একর ৩৭ শতক পুকুরে মালিকানা নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত হয়। পরে একাধিকবার থানায় সালিস বৈঠকে বিষয়টি সুরাহা না হওয়ায় মামলা দায়ের করেন বাদী মো. এমদাদুল হক। পরে আদালতের নির্দেশে গত বছরের ১১ জুন তদন্তের দায়িত্ব পায় জেলা সিবিআই। তদন্ত শেষে জাল দলিলের বিষয়ে নিশ্চিত হয়ে আদালতের কাছে তদন্ত রিপোর্ট জমা দেয় পিবিআই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত