Ajker Patrika

পরীক্ষার কেন্দ্র থেকে অপহৃত এসএসসি পরীক্ষার্থী উদ্ধার, আটক ২

গাইবান্ধা প্রতিনিধি
গোবিন্দগঞ্জ থানা। ছবি: আজকের পত্রিকা
গোবিন্দগঞ্জ থানা। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অপহরণের দুই ঘণ্টা পর মুরাদ হোসেন (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোড় থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে এ দিন বেলা ১টার দিকে এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর উপজেলার ফুলপুকুরিয়া কেন্দ্রে অপহৃত হয় পরীক্ষার্থী মুরাদ হোসেন। সে উপজেলার দরবস্ত ইউনিয়নের গোসাইপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। উপজেলার সাহেবগঞ্জ উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে সে।

মুরাদের বাবা আব্দুর রাজ্জাক জানান, তাঁর ছেলেকে অপহরণের ঘটনায় সন্দেহজনকভাবে কাইয়াগঞ্জ এলাকার রেজোয়ান প্রধানের ছেলে আপন (২০) ও একই গ্রামের শাহজাহানের ছেলে ছানোয়ার হোসেনকে (১৮) স্থানীয় লোকদের সহযোগিতায় আটক করে পুলিশে দেন তিনি।

গোবিন্দগঞ্জ থানার ওসি মো. বুলবুল ইসলাম বলেন, খবর পেয়ে আটক যুবকদের দেওয়া তথ্য অনুযায়ী অপহৃত মুরাদ হোসেনকে উপজেলার কাটামোড় থেকে উদ্ধার করা হয়। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত