Ajker Patrika

স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশের পর সৈয়দপুরে আওয়ামী লীগের ৭ নেতা–কর্মী গ্রেপ্তার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশের পর নীলফামারীর সৈয়দপুর উপজেলার আওয়ামী লীগের সাত নেতা–কর্মীকে গ্রেপ্তার  করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক মো. ফয়েজ আহমেদ (৪৮), প্রচার সম্পাদক মো. আমিনুল ইসলাম (৪৮), রেলওয়ে শ্রমিক লীগের প্রচার সম্পাদক মো. মাহবুব আলম (৩৮), সৈয়দপুর রেলওয়ে শ্রমিক লীগের সদস্য আলতাফ হোসেন (৫৪), আওয়ামী লীগ সমর্থক মো. রশিদুল হক (৪৩), মো. সাজিদুর ইসলাম ওরফে সাজু মোল্লা (৩৩) ও মো. জুলফিকার আলী (৪৬)।  

জানা গেছে, গতকাল রাতে সৈয়দপুরের আওয়ামী লীগের নেতারা এখনো গ্রেপ্তার কেন হননি বলে প্রশ্ন তুলেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সৈয়দপুরের আওয়ামী লীগের নেতাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। নয়তো কোনো পুলিশ এখানে থাকতে পারবে না। স্বরাষ্ট্র উপদেষ্টার এমন নির্দেশের পর গতকাল রাত ১১টার পর থেকে আজ সকাল ১০ পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই সাতজনকে গ্রেপ্তার করেছে সৈয়দপুর থানা–পুলিশ।

সৈয়দপুর থানার ওসি ফইম উদ্দিন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের ওপর হামলা, বিএনপির সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার কার্যালয় ভাঙচুরসহ বিভিন্ন মামলায় তাঁদের আটক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্কর

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

গতকাল রাতে ৪৮টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

অহনার দাবি, নিজের দোষ ঢাকতে ডাবল টাইমিংয়ের কথা বলেছেন শামীম

পাকিস্তানে হামলায় ভারত এক দিনেই হারিয়েছে সাড়ে ৮ হাজার কোটি রুপির সামরিক সরঞ্জাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত