Ajker Patrika

পাটগ্রামে ভারতীয় নাগরিকের মৃত্যু

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
পাটগ্রামে ভারতীয় নাগরিকের মৃত্যু

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় প্রবীর মণ্ডল (৪১) নামের এক ভারতীয় নাগরিক মারা গেছেন। আজ সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে প্রবীর মণ্ডল অসুস্থ বোধ করলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি। পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেন। 

প্রবীর মণ্ডলের সঙ্গে ভারতীয় পাসপোর্ট রয়েছে। তবে পাসপোর্টের ভিসার মেয়াদ প্রায় দুই বছর আগেই শেষ হয়ে গেছে। তিনি এত দিন অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছিলেন।

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘প্রবীর মণ্ডলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তবে তিনি হৃদ্‌রোগ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন নাকি অন্য কোনো কারণে মারা গেছেন তা ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব হবে না।’ 

পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক বলেন, কীভাবে মারা গেছেন তা ময়নাতদন্ত করলে জানা যাবে। থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। মৃত প্রবীরের ছোট ভাইয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত