Ajker Patrika

অটোর ধাক্কায় মায়ের কোল থেকে সড়কে শিশু, পিষে মারল কাভার্ড ভ্যান

পলাশবাড়ী (গাইবান্ধা)  প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ীতে আজ সোমবার দুপুরে দুই অটো ভ্যানের ধাক্কায় কোল থেকে সড়কে ছিটকে পড়ে মারা যাওয়া শিশুর মায়ের আহাজারি। ছবি: আজকের পত্রিকা
গাইবান্ধার পলাশবাড়ীতে আজ সোমবার দুপুরে দুই অটো ভ্যানের ধাক্কায় কোল থেকে সড়কে ছিটকে পড়ে মারা যাওয়া শিশুর মায়ের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার পলাশবাড়ীতে দুই অটো ভ্যানের ধাক্কায় মায়ের কোল থেকে সড়কে ছিটকে পড়ে আড়াই বছরের শিশু আলেয়া। শিশুটিকে তার মা তুলে যাওয়ার আগেই একটি কাভার্ড ভ্যান এসে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি প্রাণ হারায়।

আজ সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার ঢোলভাঙ্গা বাজার এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, আলেয়া উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্ব গোপীনাথপুর গ্রামের মাহামুদ মিয়ার মেয়ে। মাহমুদ সেনাবাহিনীতে চাকরি করেন।

শিশুটির দাদা শাহজাহান মিয়া বলেন, মাহমুদ মিয়ার স্ত্রী দুপুরে ব্যাটারিচালিত ভ্যানে করে পলাশবাড়ীর আলহামরায় বাস কাউন্টারে যাচ্ছিলেন। এ সময় শিশু আলেয়া তার মায়ের কোলে ছিল। বাস কাউন্টার থেকে আলেয়ার বাবা কর্মস্থল সিরাজগঞ্জে যাওয়ার কথা ছিল। পথে ঢোলভাঙ্গা বাজার এলাকায় বেপরোয়া গতির অপর একটি অটো ভ্যান আলেয়া ও তার মাকে বহনকারী ভ্যানে সামনে থেকে ধাক্কা দেয়। এতে কোল থেকে সড়কে ছিটকে পড়ে আলেয়া। এ সময় গাইবান্ধাগামী একটি কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়।

পলাশবাড়ী থানার উপরিদর্শক (এসআই) মো. জুলিয়াস বলেন, ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। এ ব্যাপারে লিখিত অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত