Ajker Patrika

পুকুর খননে মিলল কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
পুকুর খননে মিলল কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি

দিনাজপুরের নবাবগঞ্জে পুকুর খননের সময় কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি পাওয়া গেছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার কুশদহ ইউনিয়নের দেবীপুর কচুয়া গ্রামের পূর্বপাশে ডুমুরের দাঙ্গায় পুকুর খননের সময় একটি কালো মূর্তি পাওয়া যায়। মূর্তিটি পেয়ে থানা-পুলিশ এর মাধ্যমে সরকারের কাছে হস্তান্তর করেছেন পুকুর মালিক রবিউল ইসলাম।

থানা সূত্রে জানা যায়, গতকাল বুধবার বিকেলে পুকুর খননের সময় একটি কালো মূর্তি পাওয়া যায়। এ সময় পুকুরের মালিক রবিউল ইসলাম বিষয়টি নবাবগঞ্জ থানা-পুলিশকে অবহিত করলে, নবাবগঞ্জ থানা-পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করেন। উদ্ধারকৃত মূর্তিটির ওজন প্রায় ৯ কেজি ৪০০ গ্রাম। যার বাজার মূল্য আনুমানিক ১ কোটি টাকা। এদিকে পুকুর খননের সময় কষ্টি পাথর পাওয়ার সংবাদে মুহূর্তের মধ্যে পুকুরের পাশে অসংখ্য মানুষ ভিড় জমায়। 

থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত কষ্টি পাথরের মূর্তিটি প্রত্নসম্পদ হওয়ায় এটি বিজ্ঞ কোর্টের অনুমতি ক্রমে প্রত্নতত্ত্ব বিভাগে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত