Ajker Patrika

৯৯৯-এ কল পেয়ে গৃহবধূকে উদ্ধার করল পুলিশ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ২১: ৫৫
Thumbnail image

কুড়িগ্রামের চিলমারীতে নির্যাতনের শিকার গৃহবধূ স্বপ্না রানী জরুরি সেবা ৯৯৯-এ কল করার পর উদ্ধার করেছে পুলিশ। পরে থানায় অভিযোগ দিয়েছেন ওই গৃহবধূ। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার থানাহাট ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ওই গৃহবধূ স্বপ্না রানী তেলিপাড়া এলাকার মো. রফিয়েল হকের মেয়ে। 

জানা গেছে, সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে গৃহবধূ স্বপ্নাকে আটকে রেখে শারীরিক নির্যাতন করেন তাঁর স্বামী মো. হাফিজুর রহমান। এ সময় গৃহবধূর বাবার বাড়ির লোকজন খবর পেয়ে ছুটে আসেন। কিন্তু হাফিজুর তাঁদের বাড়িতে প্রবেশ করতে না দেওয়ায় স্বপ্না জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। 

এ বিষয়ে ওই গৃহবধূ বলেন, ‘গতকাল রাতে আমার স্বামী বাড়িতে ফিরলে মোবাইলে একটি কল আসে। একসময় মোবাইলে গালিগালাজ শুরু করে। পরে আমি বিছানা থেকে উঠে গিয়ে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে আমাকে মারতে থাকে। এমনকি আমাকে ঘরে আটকে রেখে শারীরিক নির্যাতন করে। পরে ৯৯৯-এ কল করলে পুলিশ এসে আমাকে উদ্ধার করে।’ 

গৃহবধূ আরও বলেন, ‘এর আগেও প্রায় সময় যৌতুকের জন্য আমার স্বামী নির্যাতন করেছে। সে নেশাও করে। এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েছি। এ ঘটনায় আমি আমার স্বামীর বিচার চাই।’ 

অভিযোগের বিষয়ে হাফিজুর রহমান বলেন, ‘গতকাল রাতে আমি বাড়িতে ফিরলে অজানা একটা মোবাইল নম্বর থেকে কল আসে। কিন্তু পরিচয় না দেওয়ায় গালিগালাজ করতে থাকি। এ ঘটনায় আমার স্ত্রী আমাকে মারতে থাকে। একপর্যায়ে আমিও মারি। তবে আমি তাকে আটকে রাখিনি।’

এ ব্যাপারে চিলমারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে মৌখিক অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পরে গৃহবধূকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে তাঁকে বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। 

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, ৯৯৯-এ কল পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠিয়ে গৃহবধূকে উদ্ধার করে থানায় আনা হয়। পরে বাবা-মায়ের জিম্মায় দেওয়া হয়েছে। এ ঘটনায় লিখিতভাবে অভিযোগ দিলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত