পীরগাছা (রংপুর) প্রতিনিধি
তীব্র শীতেও দফায় দফায় বিদ্যুতের অসহনীয় লোডশেডিং চলছে রংপুরের পীরগাছায়। শীতে বিদ্যুতের চাহিদা কম থাকলেও বেড়েছে লোডশেডিং। কয়েক দিন ধরে দিনে ৮-৯ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। এতে বোরো আবাদ বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবস্থা এমন হয়েছে যে, বিদ্যুৎ অফিসেও ডিজেলচালিত জেনারেটর ব্যবহার করা হচ্ছে।
পল্লী বিদ্যুতের পীরগাছা বিভাগীয় অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় বিদ্যুতের মোট গ্রাহক রয়েছেন ৮৮ হাজার ৯৭৭ জন। এর মধ্যে আবাসিক ৮০ হাজার ২৪৩, বাণিজ্যিক ৪ হাজার ৮২১ এবং সেচ গ্রাহক রয়েছেন ২ হাজার ১৩০ জন। আর ১ হাজার ৭৮৩ জন গ্রাহক রয়েছেন কল-কারখানা, স্কুল-কলেজ ও দাতব্য প্রতিষ্ঠানের।
প্রতিদিন এসব গ্রাহকের বিপরীতে দিনে বিদ্যুতের চাহিদা রয়েছে ১৯ মেগাওয়াট। কিন্তু বরাদ্দ পাওয়া যাচ্ছে ১৩ মেগাওয়াট। ফলে প্রতিদিন ৬ মেগাওয়াট বিদ্যুতের লোডশেডিং করছে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর পীরগাছা সাব-স্টেশন।
এদিকে পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর পীরগাছা বিভাগীয় অফিসে গিয়ে দেখা গেছে, লোডশেডিংয়ের কবলে পড়ে জেনারেটর চালানো হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ২০-২২ বার লোডশেডিং হয়েছে। বিদ্যুৎ আসা-যাওয়ার মধ্যেই ছিল।
স্থানীয় বাসিন্দা ফারুখ হোসেন ও আব্দুর রশিদ বলেন, ‘চলতি ইরি-বোরো মৌসুমের শুরুতেই যেভাবে লোডশেডিং হচ্ছে তা আগের রেকর্ড ছাড়িয়েছে। বিদ্যুৎ আসছে আর যাচ্ছে। একনাগাড়ে এক ঘণ্টাও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। আমরা সেচ পাম্প নিয়ে চরম দুশ্চিন্তায় আছি।’
উপজেলার কান্দি ইউনিয়নের বাসিন্দা মোরশেদ সরকার, লাবলু মিয়া বলেন, ‘লোডশেডিংয়ের মাত্রা শহরের চেয়ে গ্রামে বেশি। গত কয়েক দিন থেকে দিনে ও রাতে ঘন ঘন লোডশেডিং হচ্ছে। শীত মৌসুমে এমন লোডশেডিং আগে কখনো দেখিনি।’
উপজেলা সদরের সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, রাজু মিয়া বলেন, ‘গরমের সময়ে তীব্র লোডশেডিংয়ের কারণে ব্যবসায় একেবারে মন্দা ছিল। এখন শীত মৌসুমেও লোডশেডিং চলছে। দিনের বেশির ভাগ সময় বিদ্যুৎ থাকছে না। এ কারণে কোনো কাজ করতে পারছি না।’
এ বিষয়ে জানতে চাইলে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর পীরগাছা বিভাগীয় অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মোজাম্মেল হক বলেন, ‘চাহিদার চেয়ে বরাদ্দ কম থাকায় লোডশেডিং করতে হচ্ছে। উৎপাদন কম থাকায় বরাদ্দ কম বলে জানতে পেরেছি।’
তীব্র শীতেও দফায় দফায় বিদ্যুতের অসহনীয় লোডশেডিং চলছে রংপুরের পীরগাছায়। শীতে বিদ্যুতের চাহিদা কম থাকলেও বেড়েছে লোডশেডিং। কয়েক দিন ধরে দিনে ৮-৯ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। এতে বোরো আবাদ বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবস্থা এমন হয়েছে যে, বিদ্যুৎ অফিসেও ডিজেলচালিত জেনারেটর ব্যবহার করা হচ্ছে।
পল্লী বিদ্যুতের পীরগাছা বিভাগীয় অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় বিদ্যুতের মোট গ্রাহক রয়েছেন ৮৮ হাজার ৯৭৭ জন। এর মধ্যে আবাসিক ৮০ হাজার ২৪৩, বাণিজ্যিক ৪ হাজার ৮২১ এবং সেচ গ্রাহক রয়েছেন ২ হাজার ১৩০ জন। আর ১ হাজার ৭৮৩ জন গ্রাহক রয়েছেন কল-কারখানা, স্কুল-কলেজ ও দাতব্য প্রতিষ্ঠানের।
প্রতিদিন এসব গ্রাহকের বিপরীতে দিনে বিদ্যুতের চাহিদা রয়েছে ১৯ মেগাওয়াট। কিন্তু বরাদ্দ পাওয়া যাচ্ছে ১৩ মেগাওয়াট। ফলে প্রতিদিন ৬ মেগাওয়াট বিদ্যুতের লোডশেডিং করছে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর পীরগাছা সাব-স্টেশন।
এদিকে পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর পীরগাছা বিভাগীয় অফিসে গিয়ে দেখা গেছে, লোডশেডিংয়ের কবলে পড়ে জেনারেটর চালানো হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ২০-২২ বার লোডশেডিং হয়েছে। বিদ্যুৎ আসা-যাওয়ার মধ্যেই ছিল।
স্থানীয় বাসিন্দা ফারুখ হোসেন ও আব্দুর রশিদ বলেন, ‘চলতি ইরি-বোরো মৌসুমের শুরুতেই যেভাবে লোডশেডিং হচ্ছে তা আগের রেকর্ড ছাড়িয়েছে। বিদ্যুৎ আসছে আর যাচ্ছে। একনাগাড়ে এক ঘণ্টাও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। আমরা সেচ পাম্প নিয়ে চরম দুশ্চিন্তায় আছি।’
উপজেলার কান্দি ইউনিয়নের বাসিন্দা মোরশেদ সরকার, লাবলু মিয়া বলেন, ‘লোডশেডিংয়ের মাত্রা শহরের চেয়ে গ্রামে বেশি। গত কয়েক দিন থেকে দিনে ও রাতে ঘন ঘন লোডশেডিং হচ্ছে। শীত মৌসুমে এমন লোডশেডিং আগে কখনো দেখিনি।’
উপজেলা সদরের সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, রাজু মিয়া বলেন, ‘গরমের সময়ে তীব্র লোডশেডিংয়ের কারণে ব্যবসায় একেবারে মন্দা ছিল। এখন শীত মৌসুমেও লোডশেডিং চলছে। দিনের বেশির ভাগ সময় বিদ্যুৎ থাকছে না। এ কারণে কোনো কাজ করতে পারছি না।’
এ বিষয়ে জানতে চাইলে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর পীরগাছা বিভাগীয় অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মোজাম্মেল হক বলেন, ‘চাহিদার চেয়ে বরাদ্দ কম থাকায় লোডশেডিং করতে হচ্ছে। উৎপাদন কম থাকায় বরাদ্দ কম বলে জানতে পেরেছি।’
গাজীপুরের শ্রীপুরে বেতন-ভাতা পরিশোধ না করে বিনা নোটিশে কারখানা বন্ধের প্রতিবাদে, মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে খানটেক্স কম্পোজিট টেক্সটাইল নামক একটি কারখানার শ্রমিকেরা। কর্মস্থলে এসে কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে উত্তেজিত হয়ে ওঠে শ্রমিকেরা।
২ মিনিট আগেমেধার ভিত্তিতে সিট প্রদান, শিক্ষার্থীদের ফি কমানো, ক্যাম্পাস সিসিটিভির আওতায় আনাসহ নয় দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকে স্মারকলিপি দিয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
১৪ মিনিট আগেনাটোরের সিংড়ায় ফজরের নামাজ পড়তে মসজিদে প্রবেশের সময় এক ব্যক্তিকে গুলি করা হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম পারুহারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেপৃথক বিশ্ববিদ্যালয়সহ সাত দফা দাবিতে আমরণ অনশনে থাকা তিতুমীর কলেজের শিক্ষার্থীদের মধ্যে তিনজন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনশনরত ৯ শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছে। তাঁদের স্যালাইন দেওয়া হয়েছে। একজন চিকিৎসক ও দুজন নার্সকে শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখব
২৭ মিনিট আগে