পীরগাছা (রংপুর) প্রতিনিধি
তীব্র শীতেও দফায় দফায় বিদ্যুতের অসহনীয় লোডশেডিং চলছে রংপুরের পীরগাছায়। শীতে বিদ্যুতের চাহিদা কম থাকলেও বেড়েছে লোডশেডিং। কয়েক দিন ধরে দিনে ৮-৯ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। এতে বোরো আবাদ বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবস্থা এমন হয়েছে যে, বিদ্যুৎ অফিসেও ডিজেলচালিত জেনারেটর ব্যবহার করা হচ্ছে।
পল্লী বিদ্যুতের পীরগাছা বিভাগীয় অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় বিদ্যুতের মোট গ্রাহক রয়েছেন ৮৮ হাজার ৯৭৭ জন। এর মধ্যে আবাসিক ৮০ হাজার ২৪৩, বাণিজ্যিক ৪ হাজার ৮২১ এবং সেচ গ্রাহক রয়েছেন ২ হাজার ১৩০ জন। আর ১ হাজার ৭৮৩ জন গ্রাহক রয়েছেন কল-কারখানা, স্কুল-কলেজ ও দাতব্য প্রতিষ্ঠানের।
প্রতিদিন এসব গ্রাহকের বিপরীতে দিনে বিদ্যুতের চাহিদা রয়েছে ১৯ মেগাওয়াট। কিন্তু বরাদ্দ পাওয়া যাচ্ছে ১৩ মেগাওয়াট। ফলে প্রতিদিন ৬ মেগাওয়াট বিদ্যুতের লোডশেডিং করছে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর পীরগাছা সাব-স্টেশন।
এদিকে পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর পীরগাছা বিভাগীয় অফিসে গিয়ে দেখা গেছে, লোডশেডিংয়ের কবলে পড়ে জেনারেটর চালানো হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ২০-২২ বার লোডশেডিং হয়েছে। বিদ্যুৎ আসা-যাওয়ার মধ্যেই ছিল।
স্থানীয় বাসিন্দা ফারুখ হোসেন ও আব্দুর রশিদ বলেন, ‘চলতি ইরি-বোরো মৌসুমের শুরুতেই যেভাবে লোডশেডিং হচ্ছে তা আগের রেকর্ড ছাড়িয়েছে। বিদ্যুৎ আসছে আর যাচ্ছে। একনাগাড়ে এক ঘণ্টাও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। আমরা সেচ পাম্প নিয়ে চরম দুশ্চিন্তায় আছি।’
উপজেলার কান্দি ইউনিয়নের বাসিন্দা মোরশেদ সরকার, লাবলু মিয়া বলেন, ‘লোডশেডিংয়ের মাত্রা শহরের চেয়ে গ্রামে বেশি। গত কয়েক দিন থেকে দিনে ও রাতে ঘন ঘন লোডশেডিং হচ্ছে। শীত মৌসুমে এমন লোডশেডিং আগে কখনো দেখিনি।’
উপজেলা সদরের সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, রাজু মিয়া বলেন, ‘গরমের সময়ে তীব্র লোডশেডিংয়ের কারণে ব্যবসায় একেবারে মন্দা ছিল। এখন শীত মৌসুমেও লোডশেডিং চলছে। দিনের বেশির ভাগ সময় বিদ্যুৎ থাকছে না। এ কারণে কোনো কাজ করতে পারছি না।’
এ বিষয়ে জানতে চাইলে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর পীরগাছা বিভাগীয় অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মোজাম্মেল হক বলেন, ‘চাহিদার চেয়ে বরাদ্দ কম থাকায় লোডশেডিং করতে হচ্ছে। উৎপাদন কম থাকায় বরাদ্দ কম বলে জানতে পেরেছি।’
তীব্র শীতেও দফায় দফায় বিদ্যুতের অসহনীয় লোডশেডিং চলছে রংপুরের পীরগাছায়। শীতে বিদ্যুতের চাহিদা কম থাকলেও বেড়েছে লোডশেডিং। কয়েক দিন ধরে দিনে ৮-৯ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। এতে বোরো আবাদ বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবস্থা এমন হয়েছে যে, বিদ্যুৎ অফিসেও ডিজেলচালিত জেনারেটর ব্যবহার করা হচ্ছে।
পল্লী বিদ্যুতের পীরগাছা বিভাগীয় অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় বিদ্যুতের মোট গ্রাহক রয়েছেন ৮৮ হাজার ৯৭৭ জন। এর মধ্যে আবাসিক ৮০ হাজার ২৪৩, বাণিজ্যিক ৪ হাজার ৮২১ এবং সেচ গ্রাহক রয়েছেন ২ হাজার ১৩০ জন। আর ১ হাজার ৭৮৩ জন গ্রাহক রয়েছেন কল-কারখানা, স্কুল-কলেজ ও দাতব্য প্রতিষ্ঠানের।
প্রতিদিন এসব গ্রাহকের বিপরীতে দিনে বিদ্যুতের চাহিদা রয়েছে ১৯ মেগাওয়াট। কিন্তু বরাদ্দ পাওয়া যাচ্ছে ১৩ মেগাওয়াট। ফলে প্রতিদিন ৬ মেগাওয়াট বিদ্যুতের লোডশেডিং করছে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর পীরগাছা সাব-স্টেশন।
এদিকে পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর পীরগাছা বিভাগীয় অফিসে গিয়ে দেখা গেছে, লোডশেডিংয়ের কবলে পড়ে জেনারেটর চালানো হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ২০-২২ বার লোডশেডিং হয়েছে। বিদ্যুৎ আসা-যাওয়ার মধ্যেই ছিল।
স্থানীয় বাসিন্দা ফারুখ হোসেন ও আব্দুর রশিদ বলেন, ‘চলতি ইরি-বোরো মৌসুমের শুরুতেই যেভাবে লোডশেডিং হচ্ছে তা আগের রেকর্ড ছাড়িয়েছে। বিদ্যুৎ আসছে আর যাচ্ছে। একনাগাড়ে এক ঘণ্টাও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। আমরা সেচ পাম্প নিয়ে চরম দুশ্চিন্তায় আছি।’
উপজেলার কান্দি ইউনিয়নের বাসিন্দা মোরশেদ সরকার, লাবলু মিয়া বলেন, ‘লোডশেডিংয়ের মাত্রা শহরের চেয়ে গ্রামে বেশি। গত কয়েক দিন থেকে দিনে ও রাতে ঘন ঘন লোডশেডিং হচ্ছে। শীত মৌসুমে এমন লোডশেডিং আগে কখনো দেখিনি।’
উপজেলা সদরের সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, রাজু মিয়া বলেন, ‘গরমের সময়ে তীব্র লোডশেডিংয়ের কারণে ব্যবসায় একেবারে মন্দা ছিল। এখন শীত মৌসুমেও লোডশেডিং চলছে। দিনের বেশির ভাগ সময় বিদ্যুৎ থাকছে না। এ কারণে কোনো কাজ করতে পারছি না।’
এ বিষয়ে জানতে চাইলে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর পীরগাছা বিভাগীয় অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মোজাম্মেল হক বলেন, ‘চাহিদার চেয়ে বরাদ্দ কম থাকায় লোডশেডিং করতে হচ্ছে। উৎপাদন কম থাকায় বরাদ্দ কম বলে জানতে পেরেছি।’
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং জহুরুল হক বিমান ঘাঁটিতে জ্বালানি তেল সরবরাহের জন্য পাইপলাইনে জেট ফুয়েল সরবরাহের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী আগস্ট মাসে এই পাইপলাইনের কমিশনিং হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এই প্রকল্পের প্রকল্প পরিচালক ও পদ্মা অয়েল কোম্পানির সহকারী...
৪০ মিনিট আগেসাতক্ষীরায় মরিচ্চাপ নদীর ওপর নির্মিত সাতটি সেতু ধসে পড়েছে। এতে সদর ও আশাশুনি উপজেলার অন্তত ২৫টি গ্রামের মানুষের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের অভিযোগ, সেতুর নিচ দিয়ে অপরিকল্পিতভাবে নদী খনন এবং নিম্নমানের সামগ্রী দিয়ে সেতু নির্মাণ করায় এমন বিপর্যয় ঘটেছে।
১ ঘণ্টা আগেপঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাসেবা চলছে পরিত্যক্তঘোষিত এক ভবনে। সেখানে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। জানা গেছে, ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি ভবনটি আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হলেও সেটিতে এখনো রোগী ভর্তি ও চিকিৎসা কার্যক্রম চলছে।
১ ঘণ্টা আগেময়মনসিংহের গৌরীপুর এবং কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার মোট ১৮৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। পাশাপাশি অনেক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদও শূন্য। অবসর, মৃত্যু ও মামলার কারণে এই পদগুলো শূন্য হয়েছে বলে শিক্ষা অফিস সূত্রে জানা গেছে। এতে জোড়াতালি দিয়ে কোনোরকমে...
১ ঘণ্টা আগে