ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
যানজট নিরসনসহ সড়কে শৃঙ্খলা ফেরাতে দীর্ঘ ২২ বছর পরে দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরে ট্রাফিক ব্যবস্থা চালু করা হয়েছে। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পৌর শহরের নিমতলা মোড়ে এই ট্রাফিক ব্যবস্থার উদ্বোধন করেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ও ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মাজেদুল ইসলাম।
২২ ফেব্রুয়ারি ফুলবাড়ী থানা-পুলিশ কর্তৃক আয়োজিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে দিনাজপুর জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) মো. মারুফাত হুসাইন ফুলবাড়ীতে ট্রাফিক ব্যবস্থা চালু করার প্রতিশ্রুতি দেন। সেই মোতাবেক এই ট্রাফিক ব্যবস্থা চালু করা হয়েছে। ট্রাফিক ব্যবস্থা চালু করায় স্থানীয়রা পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছেন।
জানা গেছে, এর আগে ২০০৩ সাল পর্যন্ত ফুলবাড়ী পৌর শহরে ঢাকা মোড় এবং নিমতলা মোড়ে ট্রাফিক ব্যবস্থা চালু ছিল। ওই সময় হঠাৎ করেই ফুলবাড়ী থেকে ট্রাফিক প্রত্যাহার করে নেওয়া হয়; যা আর পরে মোতায়েন করা হয়নি। এর পর থেকে বেপরোয়া নিয়ন্ত্রণহীন যানবাহন চলাচলের কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে চলেছে। এতে অনেকেই প্রাণ হারিয়েছে, আহত হয়েছেও অনেকে। দীর্ঘদিন পর আবারও ট্রাফিক ব্যবস্থা চালু হওয়ায় এই সমস্যার সমাধান হবে বলে মনে করছেন স্থানীয়রা।
ফুলবাড়ী থানা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ফুলবাড়ীতে ২০টি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ১৪ জন নিহত হয়, আহত হয় প্রায় শতাধিক। এ ছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ৫টি দুর্ঘটনা ঘটে, এতে ৫ জনই নিহত হয়।
নিরাপদ সড়ক চাই দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হারুন উর রশিদ বলেন, ‘ফুলবাড়ীবাসীর দীর্ঘদিনের চাওয়া ছিল ট্রাফিক ব্যবস্থা, আজ তা পূরণ হলো। এ বিষয়ে স্থানীয় সাংবাদিকদের ব্যাপক ভূমিকা ছিল। ট্রাফিক ব্যবস্থা চালু হওয়ায় শহরে যানজট নিরসনসহ সড়কে শৃঙ্খলা ফিরবে। এতে অনেকাংশে দুর্ঘটনা কমে আসবে বলে মনে করি।’
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল বলেন, ‘২২ ফেব্রুয়ারি ফুলবাড়ী থানা-পুলিশ কর্তৃক আয়োজিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে আপনাদের দাবির পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার মহোদয়ের প্রতিশ্রুতি মোতাবেক এই ট্রাফিক ব্যবস্থা চালু করা হল। ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মাজেদুল ইসলামের নেতৃত্বে ৫ জনের একটি টিম এখানে কাজ করবে। আশা করছি, ফুলবাড়ী শহরের দীর্ঘদিনের যে যানজটের সমস্যা ছিল, তা নিরসন হবে। এই ট্রাফিক ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সবার সহযোগিতা কামনা করছি, পাশাপাশি ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোসহ হেলমেট ব্যবহার করার আহ্বান জানাচ্ছি।’
যানজট নিরসনসহ সড়কে শৃঙ্খলা ফেরাতে দীর্ঘ ২২ বছর পরে দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরে ট্রাফিক ব্যবস্থা চালু করা হয়েছে। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পৌর শহরের নিমতলা মোড়ে এই ট্রাফিক ব্যবস্থার উদ্বোধন করেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ও ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মাজেদুল ইসলাম।
২২ ফেব্রুয়ারি ফুলবাড়ী থানা-পুলিশ কর্তৃক আয়োজিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে দিনাজপুর জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) মো. মারুফাত হুসাইন ফুলবাড়ীতে ট্রাফিক ব্যবস্থা চালু করার প্রতিশ্রুতি দেন। সেই মোতাবেক এই ট্রাফিক ব্যবস্থা চালু করা হয়েছে। ট্রাফিক ব্যবস্থা চালু করায় স্থানীয়রা পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছেন।
জানা গেছে, এর আগে ২০০৩ সাল পর্যন্ত ফুলবাড়ী পৌর শহরে ঢাকা মোড় এবং নিমতলা মোড়ে ট্রাফিক ব্যবস্থা চালু ছিল। ওই সময় হঠাৎ করেই ফুলবাড়ী থেকে ট্রাফিক প্রত্যাহার করে নেওয়া হয়; যা আর পরে মোতায়েন করা হয়নি। এর পর থেকে বেপরোয়া নিয়ন্ত্রণহীন যানবাহন চলাচলের কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে চলেছে। এতে অনেকেই প্রাণ হারিয়েছে, আহত হয়েছেও অনেকে। দীর্ঘদিন পর আবারও ট্রাফিক ব্যবস্থা চালু হওয়ায় এই সমস্যার সমাধান হবে বলে মনে করছেন স্থানীয়রা।
ফুলবাড়ী থানা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ফুলবাড়ীতে ২০টি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ১৪ জন নিহত হয়, আহত হয় প্রায় শতাধিক। এ ছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ৫টি দুর্ঘটনা ঘটে, এতে ৫ জনই নিহত হয়।
নিরাপদ সড়ক চাই দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হারুন উর রশিদ বলেন, ‘ফুলবাড়ীবাসীর দীর্ঘদিনের চাওয়া ছিল ট্রাফিক ব্যবস্থা, আজ তা পূরণ হলো। এ বিষয়ে স্থানীয় সাংবাদিকদের ব্যাপক ভূমিকা ছিল। ট্রাফিক ব্যবস্থা চালু হওয়ায় শহরে যানজট নিরসনসহ সড়কে শৃঙ্খলা ফিরবে। এতে অনেকাংশে দুর্ঘটনা কমে আসবে বলে মনে করি।’
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল বলেন, ‘২২ ফেব্রুয়ারি ফুলবাড়ী থানা-পুলিশ কর্তৃক আয়োজিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে আপনাদের দাবির পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার মহোদয়ের প্রতিশ্রুতি মোতাবেক এই ট্রাফিক ব্যবস্থা চালু করা হল। ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মাজেদুল ইসলামের নেতৃত্বে ৫ জনের একটি টিম এখানে কাজ করবে। আশা করছি, ফুলবাড়ী শহরের দীর্ঘদিনের যে যানজটের সমস্যা ছিল, তা নিরসন হবে। এই ট্রাফিক ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সবার সহযোগিতা কামনা করছি, পাশাপাশি ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোসহ হেলমেট ব্যবহার করার আহ্বান জানাচ্ছি।’
পার্বত্য খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ির বিভিন্ন এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়। এতে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে একটি চক্র এই পাহাড় কাটায় জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
৩ ঘণ্টা আগেমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার। তবে তীব্র জনবল-সংকটে এখানে চিকিৎসাসেবা পাওয়া দুরূহ। সাতজন চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন। ২৩ চিকিৎসকের জায়গায় রয়েছেন ১০ জন। চিকিৎসকের ঘাটতি মেটাতে সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসাররা
৩ ঘণ্টা আগেনানা সমস্যায় জর্জরিত দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা। দীর্ঘদিন ধরে পৌর এলাকার রাস্তা ও ড্রেনের নাজুক অবস্থা, নেই পর্যাপ্ত ডাস্টবিন। ফলে যত্রতত্র গড়ে উঠেছে ময়লা-আবর্জনার ভাগাড়। ফলে দুর্ভোগ বেড়েছে পৌরবাসীর। নাগরিকদের অভিযোগ, নামে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাড়েনি সেবার মান। তাই রাস্তা ও ড্রেনগুলো দ্রুত সংস্ক
৩ ঘণ্টা আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫ কোটির বেশি টাকায় নেওয়া শতাধিক প্রকল্পে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার ও উপজেলা প্রকৌশলী আয়েশা আখতার নিয়ম-বহির্ভূতভাবে প্রকল্প গ্রহণ ও ভুয়া প্রকল্প দেখিয়ে এই অনিয়ম করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি আড়াল করতে প্রকল্পের কাগজপত্র
৩ ঘণ্টা আগে