Ajker Patrika

কুমিল্লায় ৮৪ কেজি গাঁজা ও ২১ হাজার আতশবাজি উদ্ধার, গ্রেপ্তার ১

 কুমিল্লা প্রতিনিধি 
উদ্ধারকৃত গাঁজা ও আতশবাজি। ছবি: সংগৃহীত
উদ্ধারকৃত গাঁজা ও আতশবাজি। ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় র‍্যাবের অভিযানে ৮৪ কেজি গাঁজা ও ২১ হাজার পিস আতশবাজিসহ মো. হৃদয় হাসান (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২১ জুলাই) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১, সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম। গ্রেপ্তারকৃত হৃদয় হাসান কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার দক্ষিণ শশীদল গ্রামের আলাউদ্দিনের ছেলে।

তিনি জানান, রোববার (২০ জুলাই) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালায় র‍্যাবের একটি বিশেষ আভিযানিক দল। এ সময় ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকায় মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে র‍্যাব সদস্যরা হৃদয় হাসানকে গ্রেপ্তার করে। পরে তাঁর হেফাজত থেকে এসব গাঁজা ও আতশবাজি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত হৃদয়ের বরাত দিয়ে র‍্যাব জানায়, হৃদয় দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ও ভারতীয় আতশবাজি সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছিলেন।

র‍্যাবের কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, মাদক ও চোরাচালানবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত