Ajker Patrika

দিনাজপুরে নছিমনের চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ১৭: ১৪
দিনাজপুরে নছিমনের চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

দিনাজপুরের হাকিমপুরে নছিমনের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে উপজেলার ভেলুপাড়া বটতলীতে এ দুর্ঘটনা ঘটে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, হাকিমপুরে বিরামপুর-হাকিমপুর সড়কের রেলস্টেশন ডাঙ্গাপাড়া এলাকা অতিক্রম করে ভেলুপাড়া বটতলীতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই একটি নছিমন মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী নছিমনের নিচে চাপা পড়ে এবং ঘটনাস্থলেই দুজন মারা যান। 

নিহত একজন হলেন জেলার নবাবগঞ্জ উপজেলার কুমারপাড়া গ্রামের ধীরাজ কুমার ঘোষের ছেলে বিমান কুমার ঘোষ (৩০)। অপরজন তাঁর বন্ধু, তবে নাম-পরিচয় এখনো জানা যায়নি। মোটরসাইকেলে হাকিমপুর থেকে তাঁরা বিরামপুরের দিকে যাচ্ছিলেন।

পরে খবর পেয়ে হাকিমপুর থানা-পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নছিমনচালক পলাতক রয়েছেন। 

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, ‘ডাঙ্গাপাড়া এলাকায় গরুবোঝাই নছিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত