দিনাজপুর প্রতিনিধি
মাঘের শুরুতে ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় কাবু হয়ে পড়েছে দেশের উত্তরাঞ্চলের জেলা দিনাজপুরের মানুষ। গত কয়েক দিন ধরে এ জেলায় শীতের দাপট বেড়েছে। আজ মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুরে, ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয়রা বলেন, এত দিন রাতে কুয়াশাসহ শীতের তীব্রতা বেশি হলেও দিনের বেলায় সূর্যের দেখা মিলত। কিন্তু মাঘের শুরু থেকে হাড়কাঁপানো ঠান্ডা বইছে। শীতের তীব্রতা থেকে রেহাই পেতে গ্রামের নিম্ন আয়ের মানুষগুলো খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।
ঘন কুয়াশার কারণে সন্ধ্যার পর থেকে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। সড়ক-মহাসড়কে সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে।
অন্যদিকে আলু, রসুন ও বোরো ধানের বীজতলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে কৃষকেরা। আলুচাষি রফিক মিয়া বলেন, ‘দুঃখের কথা কী কহবো (বলব) ভাই, আজকে খুব শীত, শীতের কারণে মাঠে থাকা যায় না, আলুর গাছও কুঁকড়ে যাচ্ছে, পচনও ধরবার পারে।’
ইজিবাইকচালক সাগর বলেন, ঘন কুয়াশা আর শীতের কারণে মানুষ বাসা থেকে কম বের হচ্ছে। যার ফলে আয় কমে গেছে। সংসার পরিচালনা করতে কষ্ট হচ্ছে। তারপরও পেটের দায়ে শীতকে উপেক্ষা করে বের হতে হচ্ছে।
জেলা তথ্য অফিসের তথ্যমতে, আজ মঙ্গলবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫ কিলোমিটার।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন আজকের পত্রিকাকে বলেন, হিমালয়ের অগ্রভাগে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হচ্ছে। এর কারণে উত্তরে হিমেল হাওয়া বাধাগ্রস্ত হচ্ছে। ফলে আগামী ২ থেকে ৩ দিন আবহাওয়ার তাপমাত্রা কিছুটা বাড়বে। তারপর আবারও তাপমাত্রা কমতে পারে।
মাঘের শুরুতে ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় কাবু হয়ে পড়েছে দেশের উত্তরাঞ্চলের জেলা দিনাজপুরের মানুষ। গত কয়েক দিন ধরে এ জেলায় শীতের দাপট বেড়েছে। আজ মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুরে, ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয়রা বলেন, এত দিন রাতে কুয়াশাসহ শীতের তীব্রতা বেশি হলেও দিনের বেলায় সূর্যের দেখা মিলত। কিন্তু মাঘের শুরু থেকে হাড়কাঁপানো ঠান্ডা বইছে। শীতের তীব্রতা থেকে রেহাই পেতে গ্রামের নিম্ন আয়ের মানুষগুলো খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।
ঘন কুয়াশার কারণে সন্ধ্যার পর থেকে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। সড়ক-মহাসড়কে সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে।
অন্যদিকে আলু, রসুন ও বোরো ধানের বীজতলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে কৃষকেরা। আলুচাষি রফিক মিয়া বলেন, ‘দুঃখের কথা কী কহবো (বলব) ভাই, আজকে খুব শীত, শীতের কারণে মাঠে থাকা যায় না, আলুর গাছও কুঁকড়ে যাচ্ছে, পচনও ধরবার পারে।’
ইজিবাইকচালক সাগর বলেন, ঘন কুয়াশা আর শীতের কারণে মানুষ বাসা থেকে কম বের হচ্ছে। যার ফলে আয় কমে গেছে। সংসার পরিচালনা করতে কষ্ট হচ্ছে। তারপরও পেটের দায়ে শীতকে উপেক্ষা করে বের হতে হচ্ছে।
জেলা তথ্য অফিসের তথ্যমতে, আজ মঙ্গলবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫ কিলোমিটার।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন আজকের পত্রিকাকে বলেন, হিমালয়ের অগ্রভাগে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হচ্ছে। এর কারণে উত্তরে হিমেল হাওয়া বাধাগ্রস্ত হচ্ছে। ফলে আগামী ২ থেকে ৩ দিন আবহাওয়ার তাপমাত্রা কিছুটা বাড়বে। তারপর আবারও তাপমাত্রা কমতে পারে।
বরিশালের মুলাদীতে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে বাড়ির এক চাচাকে জুতাপেটা করেছে এক কলেজছাত্রী। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই কলেজছাত্রীকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছেন চাচাতো ভাইয়েরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চরকালেখান ইউনিয়নের কায়েতমারা গ্রামে এ ঘটনা ঘটে।
১১ মিনিট আগেনেত্রকোনার মোহনগঞ্জে মৃত দেখিয়ে দেড় বছর ধরে বয়স্ক ভাতাবঞ্চিত রাখা সেই সুরধ্বনী রানী করের (৭৮) অবশেষে টাকা পাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সুরধ্বনী চলতি মার্চ মাস থেকে ভাতা পাবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন।
২৯ মিনিট আগেরাজধানীর হাতিরঝিলে দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই দৃশ্যটি শুটিংয়ের (অভিনয়) দৃশ্য বলে ডিএমপি জানিয়েছে।
১ ঘণ্টা আগেবিয়ের প্রলোভনে এক কিশোরীকে (১৬) ধর্ষণ করে আসছিলেন এক যুবক। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই কিশোরী। এদিকে কথিত প্রেমিক মো. আবুল কালাম (২৬) গত বুধবার অন্যত্র বিয়ে করেন। এ ঘটনায় অভিযোগ পেয়ে গতকাল বৃহস্পতিবার রাতে বাসরঘর থেকে অভিযুক্ত কালামকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকারও করেন...
১ ঘণ্টা আগে