Ajker Patrika

ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরাঞ্চল 

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ১১: ১৮
ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরাঞ্চল 

আজ বৃহস্পতিবার সকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দেশের উত্তরাঞ্চলের জনপথ। মহাসড়কে সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে। সৈয়দপুর আবহাওয়া অফিসের দেওয়া তথ্যে জাানা গেছে, ঘন কুয়াশায় দৃষ্টিসীমা (ভিজিবিলিটি) কম থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে তাপমাত্রা কমে যাওয়ায় শীতে কাহিল হয়ে পড়েছে এই অঞ্চলের ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষজন। 

নীলফামারীর উত্তরা ইপিজেডের শ্রমিক দম্পতি আসাদুল ইসলাম ও কামরুন নাহার জানান, কুয়াশা ও তীব্র শীতের মধ্যে মোটরসাইকেল চালিয়ে আসতে খুব কষ্ট হয়েছে। কুয়াশায় ৫০ মিটার দূরে কোনো কিছু দেখা যাচ্ছে না। তাই দুর্ঘটনা এড়াতে ধীরগতিতে আসতে গিয়ে অফিসে সময়মতো আসা সম্ভব হচ্ছে না। এখন গায়ের পোশাক ভিজে যাওয়ায় ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। 

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন আজকের পত্রিকাকে বলেন, আজ বৃহস্পতিবার এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে নীলফামারী জেলার সর্বনিম্ন তাপমাত্রা। 

এদিকে, সকাল ৯টা পর্যন্ত বিমানবন্দর এলাকায় দৃষ্টিসীমা ছিল মাত্র ৫০ মিটার। সকাল ১০টায় তা বেড়ে দাঁড়ায় ১০০ মিটার। সাধারণত ২ হাজার মিটার দৃষ্টিসীমা থাকলে রানওয়েতে বিমান ওঠানামা করতে পারে। তাই দৃষ্টিসীমা কম থাকায় শীতকালীন সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে কোনো ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেনি। এর ফলে ঢাকাগামী শতাধিক যাত্রী বিমানবন্দরে আটকা পড়েছে। 

বিমানবন্দরের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ বলেন, ‘ঘন কুয়াশার কারণে বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে। শীতকালে বৈরী আবহাওয়ার কারণে প্রতিদিন উড়োজাহাজ চলাচলে বিঘ্ন ঘটে থাকে। তবে যাত্রীদের সাময়িক অসুবিধা হলেও কোনো ফ্লাইটের শিডিউল বাতিল করা হয় না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

৪ দাবি নিয়ে মার্কিন চাপ, বাংলাদেশের সায় ৩ শর্তে

রাজশাহী টেক্সটাইল মিলসে তৈরি হচ্ছে মানিব্যাগ, জুতা

পাকিস্তান সেনাবাহিনীর হাতে চীনের তৈরি অত্যাধুনিক মাল্টিরোল অ্যাটাক হেলিকপ্টার জেট-১০

রাবিতে শিক্ষক নিয়োগে জামায়াত নেতার সুপারিশ, উপ-উপাচার্যের ফেসবুক থেকে ভাইরাল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত