সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে পৌরসভার ৫৫টি ল্যাম্পপোস্টের ভূগর্ভস্থ ৮ হাজার ৪০০ গজ বৈদ্যুতিক তার চুরি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন চুরি যাওয়া এসব তারের মূল্য প্রায় সাত লাখ টাকা।
গতকাল শনিবার রাতে দুর্বৃত্তরা ওই তার চুরি করে। আজ রোববার বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবী।
মেয়র বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বেপরোয়া চোরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সৈয়দপুর পৌরসভা সূত্রে জানা যায়, ওই রাতে পৌর কুন্দল এলাকায় অবস্থিত ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে রাবেয়া মোড় পর্যন্ত দিনাজপুর সড়কে ৩৫টি ও আদর্শ কলেজ থেকে ভাটিখানা পর্যন্ত ১০টি এবং হঠাৎপাড়া এলাকার ১০টি ল্যাম্পপোস্টর ভূ-গর্ভ থেকে ওই তার চুরি করে দুর্বৃত্তরা। ফলে রাতে সড়কে অন্ধকার নেমে আসে।
তামিম রহমান নামের স্থানীয় এক যুবক বলেন, প্রতিদিনের মতো রোববার খুব সকাল ঘুম থেকে ওঠে হাঁটতে বের হয়ে দেখি প্রতিটি ল্যাম্পপোস্টের তার কাটা। কাটা তার পানিতে পড়েছিল। এখানে শিশু বৃদ্ধরা যাতায়াত করে থাকেন। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারত।
সৈয়দপুর কুন্দল এলাকার বাসিন্দা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোমেন শাহরিয়ার টুটুল বলেন, ‘ভূ-গর্ভস্থ তার চুরি একটি ঝুঁকিপূর্ণ কাজ। এদিকে প্রায় এ রকম চুরির ঘটনা ঘটছে। আমি ওই দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার এক বিদ্যুৎ কর্মী বলেন, ‘সব মিলে ৮ হাজার ৪০০ গজ তার চুরি হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৭ লাখ টাকা। চুরি যাওয়ার ফলে ওই এলাকায় অন্ধকার ছিল। সকাল থেকে আমরা তা সচল করার চেষ্টা করছি।’
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি শুনেছি। পৌর কর্তৃপক্ষ এখনো মামলা করেনি। তবে পুলিশ মাঠে নেমেছে। দ্রুত ওই চোরদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নীলফামারীর সৈয়দপুরে পৌরসভার ৫৫টি ল্যাম্পপোস্টের ভূগর্ভস্থ ৮ হাজার ৪০০ গজ বৈদ্যুতিক তার চুরি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন চুরি যাওয়া এসব তারের মূল্য প্রায় সাত লাখ টাকা।
গতকাল শনিবার রাতে দুর্বৃত্তরা ওই তার চুরি করে। আজ রোববার বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবী।
মেয়র বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বেপরোয়া চোরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সৈয়দপুর পৌরসভা সূত্রে জানা যায়, ওই রাতে পৌর কুন্দল এলাকায় অবস্থিত ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে রাবেয়া মোড় পর্যন্ত দিনাজপুর সড়কে ৩৫টি ও আদর্শ কলেজ থেকে ভাটিখানা পর্যন্ত ১০টি এবং হঠাৎপাড়া এলাকার ১০টি ল্যাম্পপোস্টর ভূ-গর্ভ থেকে ওই তার চুরি করে দুর্বৃত্তরা। ফলে রাতে সড়কে অন্ধকার নেমে আসে।
তামিম রহমান নামের স্থানীয় এক যুবক বলেন, প্রতিদিনের মতো রোববার খুব সকাল ঘুম থেকে ওঠে হাঁটতে বের হয়ে দেখি প্রতিটি ল্যাম্পপোস্টের তার কাটা। কাটা তার পানিতে পড়েছিল। এখানে শিশু বৃদ্ধরা যাতায়াত করে থাকেন। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারত।
সৈয়দপুর কুন্দল এলাকার বাসিন্দা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোমেন শাহরিয়ার টুটুল বলেন, ‘ভূ-গর্ভস্থ তার চুরি একটি ঝুঁকিপূর্ণ কাজ। এদিকে প্রায় এ রকম চুরির ঘটনা ঘটছে। আমি ওই দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার এক বিদ্যুৎ কর্মী বলেন, ‘সব মিলে ৮ হাজার ৪০০ গজ তার চুরি হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৭ লাখ টাকা। চুরি যাওয়ার ফলে ওই এলাকায় অন্ধকার ছিল। সকাল থেকে আমরা তা সচল করার চেষ্টা করছি।’
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি শুনেছি। পৌর কর্তৃপক্ষ এখনো মামলা করেনি। তবে পুলিশ মাঠে নেমেছে। দ্রুত ওই চোরদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচ ঠাকুরি এলাকায় গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। রোববার (৩ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। মরদেহ দুটি শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
১৯ মিনিট আগেপটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবন নির্মাণে ২০১৪ সালে প্রকল্প অনুমোদন দিয়েছিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পটির এক দশকে অর্থ বরাদ্দ ৫৪৬ কোটি টাকা থেকে বেড়ে ৬৫১ কোটি টাকায় দাঁড়িয়েছে। শেষ হয়েছে বর্ধিত মেয়াদও। তবু কাজ শেষ হয়নি। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে জেলা
৫ ঘণ্টা আগেটানা বৃষ্টিপাত ও উজানের ঢলে উত্তরের নদ-নদীর পানি বেড়েছে; বিশেষ করে তিস্তা নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করায় রংপুর বিভাগের অন্তত চার জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীর নদীতীরবর্তী নিম্নাঞ্চল এরই মধ্যে প্লাবিত হতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড
৫ ঘণ্টা আগেরাজশাহী শহরের অর্ধেকের বেশি তরুণ মানসিকভাবে ভালো নেই। বিষণ্নতায় ভুগছেন তাঁরা। গবেষকেরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহারের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে