Ajker Patrika

সৈয়দপুরে ৫৫টি ল্যাম্পপোস্টের বৈদ্যুতিক তার চুরি

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
সৈয়দপুরে ৫৫টি ল্যাম্পপোস্টের বৈদ্যুতিক তার চুরি

নীলফামারীর সৈয়দপুরে পৌরসভার ৫৫টি ল্যাম্পপোস্টের ভূগর্ভস্থ ৮ হাজার ৪০০ গজ বৈদ্যুতিক তার চুরি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন চুরি যাওয়া এসব তারের মূল্য প্রায় সাত লাখ টাকা। 

গতকাল শনিবার রাতে দুর্বৃত্তরা ওই তার চুরি করে। আজ রোববার বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবী।

মেয়র বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বেপরোয়া চোরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

সৈয়দপুর পৌরসভা সূত্রে জানা যায়, ওই রাতে পৌর কুন্দল এলাকায় অবস্থিত ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে রাবেয়া মোড় পর্যন্ত দিনাজপুর সড়কে ৩৫টি ও আদর্শ কলেজ থেকে ভাটিখানা পর্যন্ত ১০টি এবং হঠাৎপাড়া এলাকার ১০টি ল্যাম্পপোস্টর ভূ-গর্ভ থেকে ওই তার চুরি করে দুর্বৃত্তরা। ফলে রাতে সড়কে অন্ধকার নেমে আসে। 

তামিম রহমান নামের স্থানীয় এক যুবক বলেন, প্রতিদিনের মতো রোববার খুব সকাল ঘুম থেকে ওঠে হাঁটতে বের হয়ে দেখি প্রতিটি ল্যাম্পপোস্টের তার কাটা। কাটা তার পানিতে পড়েছিল। এখানে শিশু বৃদ্ধরা যাতায়াত করে থাকেন। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারত। 

সৈয়দপুর কুন্দল এলাকার বাসিন্দা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোমেন শাহরিয়ার টুটুল বলেন, ‘ভূ-গর্ভস্থ তার চুরি একটি ঝুঁকিপূর্ণ কাজ। এদিকে প্রায় এ রকম চুরির ঘটনা ঘটছে। আমি ওই দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’ 

নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার এক বিদ্যুৎ কর্মী বলেন, ‘সব মিলে ৮ হাজার ৪০০ গজ তার চুরি হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৭ লাখ টাকা। চুরি যাওয়ার ফলে ওই এলাকায় অন্ধকার ছিল। সকাল থেকে আমরা তা সচল করার চেষ্টা করছি।’ 

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি শুনেছি। পৌর কর্তৃপক্ষ এখনো মামলা করেনি। তবে পুলিশ মাঠে নেমেছে। দ্রুত ওই চোরদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত