হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা থেকে দুই মাদ্রাসা ছাত্রকে ধরে নিয়ে গেছে বিএসএফ। এদিকে বিএসএফের নিকট ওই দুজনকে ফেরত চেয়েছে বিজিবি। রোববার দুপুর দেড়টার দিকে হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলার ১০ এস-এর বালুরচড় নামক এলাকার ভারত অংশ থেকে তাঁদের আটক করে নিয়ে যায় বিএসএফ।
আটককৃতরা হলো, রুহুল আমিন আনোয়ার হোসেনের ছেলে আরাফাত হোসেন শান্ত (১৫) ও আরাফাত হোসেন আরমান আলীর ছেলে রুহুল আমিন (১৩)। তারা দুজনেই আলিহাট গাজী আমেনিয়া দাখিল মাদ্রাসার দশম ও অষ্টম শ্রেণির ছাত্র এবং উপজেলার আলিহাট গ্রামের বাসিন্দা।
তাদের সহপাঠী ও প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘টিকা প্রদান শেষে আমরা হিলি বাজারে ঘুরতে আসি আর তারা দুজনে হিলি সীমান্ত এলাকায় ঘুরতে আসে। রেললাইন ধরে হাটতে হাটতে তারা দুজনে প্রস্রাব করতে রেললাইনের নিচে ভারতের দিকে নেমে যায়। এ সময় তাঁদের দুজনকে বিএসএফ ডাক দিয়ে কথা বলে তাদের আটক করে নিয়ে যায়।
আলিহাট গাজী আমেনিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আজ আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের করোনার টিকা প্রদানের দিন নির্ধারিত ছিল। সে মোতাবেক আমরা ছাত্র-ছাত্রীদের নিয়ে টিকা দেওয়ার জন্য হিলি স্থলবন্দরে টিকা কেন্দ্রে আসি। টিকা প্রদান শেষে ছাত্র-ছাত্রীদের নিজ নিজ বাড়ি ফিরে যাওয়ার জন্য বলা হয়। কিন্তু আরাফাত ও রুহুল নামের ওই দুজন ছাত্র তারা হিলি সীমান্তের চেকপোস্ট গেটের দিকে বেড়াতে আসে। বেড়ানোর একপর্যায়ে সীমান্ত এলাকা চিহ্নিত করতে না পেরে সীমান্ত পেরিয়ে ভারত অংশে ঢুকে পড়ে। এ সময় বিএসএফ তাদের আটক করে নিয়ে যায়।’
বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আলম হোসেন বলেন, ‘ওই দুজন স্কুলছাত্রকে ফেরত চেয়ে আমরা বিজিবির পক্ষ থেকে বিএসএফকে জানিয়েছি। তারা দুজনে যে বাংলাদেশি নাগরিক এমন প্রমাণ চাইছে। আমরা এ জন্য ওই দুই শিক্ষার্থীর অভিভাবককে তাঁদের দুজনের জন্মনিবন্ধন নিয়ে আসার জন্য বলেছি। জন্মনিবন্ধন নিয়ে আসলে আমরা তাঁদের দুজনকে ফেরত নিয়ে আসব।’
দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা থেকে দুই মাদ্রাসা ছাত্রকে ধরে নিয়ে গেছে বিএসএফ। এদিকে বিএসএফের নিকট ওই দুজনকে ফেরত চেয়েছে বিজিবি। রোববার দুপুর দেড়টার দিকে হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলার ১০ এস-এর বালুরচড় নামক এলাকার ভারত অংশ থেকে তাঁদের আটক করে নিয়ে যায় বিএসএফ।
আটককৃতরা হলো, রুহুল আমিন আনোয়ার হোসেনের ছেলে আরাফাত হোসেন শান্ত (১৫) ও আরাফাত হোসেন আরমান আলীর ছেলে রুহুল আমিন (১৩)। তারা দুজনেই আলিহাট গাজী আমেনিয়া দাখিল মাদ্রাসার দশম ও অষ্টম শ্রেণির ছাত্র এবং উপজেলার আলিহাট গ্রামের বাসিন্দা।
তাদের সহপাঠী ও প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘টিকা প্রদান শেষে আমরা হিলি বাজারে ঘুরতে আসি আর তারা দুজনে হিলি সীমান্ত এলাকায় ঘুরতে আসে। রেললাইন ধরে হাটতে হাটতে তারা দুজনে প্রস্রাব করতে রেললাইনের নিচে ভারতের দিকে নেমে যায়। এ সময় তাঁদের দুজনকে বিএসএফ ডাক দিয়ে কথা বলে তাদের আটক করে নিয়ে যায়।
আলিহাট গাজী আমেনিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আজ আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের করোনার টিকা প্রদানের দিন নির্ধারিত ছিল। সে মোতাবেক আমরা ছাত্র-ছাত্রীদের নিয়ে টিকা দেওয়ার জন্য হিলি স্থলবন্দরে টিকা কেন্দ্রে আসি। টিকা প্রদান শেষে ছাত্র-ছাত্রীদের নিজ নিজ বাড়ি ফিরে যাওয়ার জন্য বলা হয়। কিন্তু আরাফাত ও রুহুল নামের ওই দুজন ছাত্র তারা হিলি সীমান্তের চেকপোস্ট গেটের দিকে বেড়াতে আসে। বেড়ানোর একপর্যায়ে সীমান্ত এলাকা চিহ্নিত করতে না পেরে সীমান্ত পেরিয়ে ভারত অংশে ঢুকে পড়ে। এ সময় বিএসএফ তাদের আটক করে নিয়ে যায়।’
বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আলম হোসেন বলেন, ‘ওই দুজন স্কুলছাত্রকে ফেরত চেয়ে আমরা বিজিবির পক্ষ থেকে বিএসএফকে জানিয়েছি। তারা দুজনে যে বাংলাদেশি নাগরিক এমন প্রমাণ চাইছে। আমরা এ জন্য ওই দুই শিক্ষার্থীর অভিভাবককে তাঁদের দুজনের জন্মনিবন্ধন নিয়ে আসার জন্য বলেছি। জন্মনিবন্ধন নিয়ে আসলে আমরা তাঁদের দুজনকে ফেরত নিয়ে আসব।’
সিরাজগঞ্জে ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাই স্বপন শেখ ওরফে ডোবারকে (৩১) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
৬ মিনিট আগেরাজশাহীর বাঘায় বিদ্যুতের খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কায় সম্রাট আহম্মেদ (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার (২৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাঘা-ঈশ্বরদী মহাসড়কের হাবাসপুর এলাকায় এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগেগ্রেপ্তার এড়াতে নাম বদল করে ঝিনাইদহের কোটচাঁদপুরে আবাসিক হোটেলে পালিয়ে ছিলেন ধর্ষণ মামলায় অভিযুক্ত রুস্তম আলী কালা (৩৪)। তবে শেষ রক্ষা হয়নি তাঁর। গতকাল সোমবার রাতে তাঁকে আটক করেছে থানা-পুলিশ।
১৬ মিনিট আগেসাবেক সংস্কৃতিমন্ত্রী ও নীলফামারী-২ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর মিরপুরে সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেপ্তারের পর এখন কারাগারে আছেন তিনি।
১৯ মিনিট আগে