Ajker Patrika

চিরিরবন্দরে ট্রাকচাপায় কলেজছাত্রীর মৃত্যু

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ০৮ মার্চ ২০২৩, ১৫: ৫৪
চিরিরবন্দরে ট্রাকচাপায় কলেজছাত্রীর মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাকচাপায় এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে দিনাজপুর-রংপুর মহাসড়কের ভুষিরবন্দর আত্রাই নদীর ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রীর নাম প্রীতি রাণী (২২)। তিনি দিনাজপুর সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্রী এবং সদর উপজেলার নতুন ভুষিবন্দর এলাকার জেলেপাড়ার ছত্রমোহন রায়ের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রীতি রাণী বেলা সাড়ে ১১টার দিকে ভ্যানে করে তাঁর বাড়ি থেকে ভুষিরবন্দর বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন। পরে ভ্যানটি আত্রাই নদীর ব্রিজের সামনে এসে পৌঁছালে দিনাজপুরগামী একটি দ্রুতগতির মালবাহী ট্রাক ভ্যানটিকে সজোড়ে ধাক্কা দিলে চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রীতির মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দশমাইল হাইওয়ে থানার কর্তব্যরত ইনচার্জ মো. সাইফুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত