রংপুর প্রতিনিধি
রংপুরে প্রথম আলোর সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। আজ সোমবার কুড়িগ্রামের রাজারহাট উপজেলা কৃষক লীগের সভাপতি মেজর (অব.) ইউনুস আলী সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেছেন।
মামলার আবেদনে অভিযোগ করা হয়েছে, রাজারহাট এলাকার চাকির পশার নামে একটি নালাকে ‘নদ’ উল্লেখ করে চলতি বছরের ১০, ১২ ও ১৮ জানুয়ারি প্রথম আলোতে তিনটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এ ছাড়া মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলীকে হেয়প্রতিপন্ন করে সংবাদ প্রকাশ করে এবং তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করা হয়। এসব ঘটনায় প্রথম আলোর সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে রংপুর সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করা হয়।
মামলায় আসামি করা হয়েছে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, বার্তা সম্পাদক (এজাহারে উল্লেখ) রাজিব হাসান, প্রতিবেদক জহির রায়হান ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ।
মামলার আবেদন গ্রহণ করে রংপুর সাইবার ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী সামছুল হুদা বলেন, ‘বিচারক মামলার আবেদন আমলে নিয়ে এর সত্যতা যাচাইয়ের জন্য পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আমরা আশাবাদী আদালতের কাছে ন্যায়বিচার পাব।’
বিষয়টি নিশ্চিত করে সাইবার ট্রাইব্যুনাল আদালতের পেশকার (বেঞ্চ সহকারী) ফয়সাল পলাশ বলেন, প্রথম আলোর সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে করা মামলা তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, প্রথম আলোতে গত ১০ জানুয়ারি ‘নদের জমি বেচছেন কৃষক লীগ নেতা’ শিরোনামে প্রতিবেদন, ১২ ‘জানুয়ারি কুড়িগ্রামে নদের জমি বিক্রি রাজনৈতিক নেতাদের কাছে প্রশাসনের হার’ শীর্ষক সম্পাদকীয় এবং ১৮ জানুয়ারি শিক্ষক তুহিন ওয়াদুদ লিখিত ‘নদ-নদী: কুড়িগ্রামে অর্ধশতাধিক নদীর একটিও ভালো নেই’ শীর্ষক উপসম্পাদকীয় প্রকাশিত হয়।
রংপুরে প্রথম আলোর সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। আজ সোমবার কুড়িগ্রামের রাজারহাট উপজেলা কৃষক লীগের সভাপতি মেজর (অব.) ইউনুস আলী সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেছেন।
মামলার আবেদনে অভিযোগ করা হয়েছে, রাজারহাট এলাকার চাকির পশার নামে একটি নালাকে ‘নদ’ উল্লেখ করে চলতি বছরের ১০, ১২ ও ১৮ জানুয়ারি প্রথম আলোতে তিনটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এ ছাড়া মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলীকে হেয়প্রতিপন্ন করে সংবাদ প্রকাশ করে এবং তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করা হয়। এসব ঘটনায় প্রথম আলোর সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে রংপুর সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করা হয়।
মামলায় আসামি করা হয়েছে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, বার্তা সম্পাদক (এজাহারে উল্লেখ) রাজিব হাসান, প্রতিবেদক জহির রায়হান ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ।
মামলার আবেদন গ্রহণ করে রংপুর সাইবার ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী সামছুল হুদা বলেন, ‘বিচারক মামলার আবেদন আমলে নিয়ে এর সত্যতা যাচাইয়ের জন্য পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আমরা আশাবাদী আদালতের কাছে ন্যায়বিচার পাব।’
বিষয়টি নিশ্চিত করে সাইবার ট্রাইব্যুনাল আদালতের পেশকার (বেঞ্চ সহকারী) ফয়সাল পলাশ বলেন, প্রথম আলোর সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে করা মামলা তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, প্রথম আলোতে গত ১০ জানুয়ারি ‘নদের জমি বেচছেন কৃষক লীগ নেতা’ শিরোনামে প্রতিবেদন, ১২ ‘জানুয়ারি কুড়িগ্রামে নদের জমি বিক্রি রাজনৈতিক নেতাদের কাছে প্রশাসনের হার’ শীর্ষক সম্পাদকীয় এবং ১৮ জানুয়ারি শিক্ষক তুহিন ওয়াদুদ লিখিত ‘নদ-নদী: কুড়িগ্রামে অর্ধশতাধিক নদীর একটিও ভালো নেই’ শীর্ষক উপসম্পাদকীয় প্রকাশিত হয়।
কুষ্টিয়ার ভেড়ামারায় একটি মাজারে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন। এ সময় তাঁর সঙ্গে থাকা থানা-পুলিশকে নীরব থাকতে দেখা গেছে।
১৮ মিনিট আগেসুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন নিয়োগ পাওয়া দুই বিচারপতিকে সংবর্ধনা দিয়েছে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আজ রোববার সকালে প্রধান বিচারপতির এজলাসে এ সংবর্ধনা দেওয়া হয়। প্রথা অনুসারে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি
২১ মিনিট আগেচট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে না দিয়ে বন্দর কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী। রোববার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি
২৬ মিনিট আগেরাজধানীর উত্তরায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পাঁচজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরার বিভিন্ন এলাকায় গতকাল শনিবার (১৯ এপ্রিল) রাত থেকে আজ রোববার (২০ এপ্রিল) দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
২৯ মিনিট আগে