Ajker Patrika

পলাশবাড়ীতে দেয়ালচাপায় প্রাণ গেল নির্মাণশ্রমিকের

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি 
ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি: আজকের পত্রিকা
ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার পলাশবাড়ীতে দেয়ালচাপায় রফিকুল ইসলাম (৫৫) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গৃধারীপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রফিকুল ইসলাম গৃধারীপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, রোববার সকালে প্রতিবেশী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মঞ্জু তালুকদারের বাসায় পুরোনো দেয়াল ভেঙে নতুন দেয়াল মেরামত করছিলেন রফিকুল ইসলামসহ আরও দুজন শ্রমিক। হঠাৎ দেয়ালটি ভেঙে পড়লে এর নিচে চাপা পড়েন রফিকুল ইসলাম। এতে তিনি গুরুতর আহত হন। রফিকুলকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নির্মাণাধীন বাড়ির মালিক সাবেক কাউন্সিলর মঞ্জু তালুকদার বলেন, ‘আমার বাড়িতে দীর্ঘ ২০ বছর ধরে তিনি কাজ করে আসছেন। সম্প্রতি বাড়ির কিছু পুরোনো ওয়াল ভেঙে নতুন ওয়াল নির্মাণের কাজ শুরু করেছি, সে অনুযায়ী কাজ চলছে। প্রতিদিনই কাজ করতে আসেন রফিকুল ও তাঁর সহকারীরা। হঠাৎ এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় কারও কোনো গাফিলতি আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

পাকিস্তানে হামলায় ভারত কি ‘ব্রহ্মস’ ছুড়েছিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত