হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধায় ধান কাটতে গিয়ে নিখোঁজ নূর আলমের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার পূর্ব ফকির পাড়া গ্রামের ২ নম্বর ওয়ার্ডের ভারতীয় সীমান্তবর্তী খুঁটামারা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত বুধবার ওই এলাকায় ধান কাটতে গিয়ে নিখোঁজ হন নূর আলম।
নূর আলম (৩০) উপজেলার পূর্ব ফকির পাড়া গ্রামের ২ নম্বর ওয়ার্ডের নিজাম উদ্দিনের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার ভারতের শীতলকুচি থানার খোঁচাবাড়ি সীমান্তবর্তী বাংলাদেশ অংশে খুঁটামারা নদীতে পানিতে তলিয়ে যাওয়া ধান কাটতে যায় দুই ভাই নুর আলম (৩০) ও নুরুজ্জামান (৩৫)। এ সময় ছোট ভাই নুর আলম পানিতে নিখোঁজ হয়। পরিবারের লোকজন তিন দিন ধরে খুঁজেও পায় না। পরে শুক্রবার সকালে খুঁটামারা নদীতে তাঁর মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনা স্থলে এসে মরদেহ উদ্ধার করেন।
নিহতের বাবা নিজাম উদ্দিন বলেন, ‘দুই ছেলে ধান কাটতে গিয়ে এক ছেলে নিখোঁজ হয়। তিন দিন পর ছোট ছেলের লাশ পাই। আমার কোনো অভিযোগ নাই। আমার ছেলে দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিল।’
এ বিষয়ে ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খোকন বলেন, ‘ওই ছেলে দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিল। ধান কাটতে গিয়ে নদীর পানিতে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।’
লালমনিরহাটের হাতীবান্ধায় ধান কাটতে গিয়ে নিখোঁজ নূর আলমের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার পূর্ব ফকির পাড়া গ্রামের ২ নম্বর ওয়ার্ডের ভারতীয় সীমান্তবর্তী খুঁটামারা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত বুধবার ওই এলাকায় ধান কাটতে গিয়ে নিখোঁজ হন নূর আলম।
নূর আলম (৩০) উপজেলার পূর্ব ফকির পাড়া গ্রামের ২ নম্বর ওয়ার্ডের নিজাম উদ্দিনের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার ভারতের শীতলকুচি থানার খোঁচাবাড়ি সীমান্তবর্তী বাংলাদেশ অংশে খুঁটামারা নদীতে পানিতে তলিয়ে যাওয়া ধান কাটতে যায় দুই ভাই নুর আলম (৩০) ও নুরুজ্জামান (৩৫)। এ সময় ছোট ভাই নুর আলম পানিতে নিখোঁজ হয়। পরিবারের লোকজন তিন দিন ধরে খুঁজেও পায় না। পরে শুক্রবার সকালে খুঁটামারা নদীতে তাঁর মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনা স্থলে এসে মরদেহ উদ্ধার করেন।
নিহতের বাবা নিজাম উদ্দিন বলেন, ‘দুই ছেলে ধান কাটতে গিয়ে এক ছেলে নিখোঁজ হয়। তিন দিন পর ছোট ছেলের লাশ পাই। আমার কোনো অভিযোগ নাই। আমার ছেলে দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিল।’
এ বিষয়ে ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খোকন বলেন, ‘ওই ছেলে দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিল। ধান কাটতে গিয়ে নদীর পানিতে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা তিন দফা দাবিতে এবার কাঁথা–বালিশ নিয়ে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
১ মিনিট আগেপাবনার চাটমোহরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ বস্তা চালসহ আটক হওয়ার পর কৌশলে পালিয়ে গেছেন কৃষক দলের এক নেতা। আজ সোমবার দুপুরে পৌর শহরের জারদিস মোড়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সেলিম হোসেন ভাঙ্গুরা উপজেলার অষ্টমনীষা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক।
৪ মিনিট আগেফ্যাসিস্ট বিচারপতিদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আজ সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিট এই সমাবেশের আয়োজন করে।
১৩ মিনিট আগেবাংলাদেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজার এবার সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট সংযোগের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে। আগামী জুলাই থেকে কক্সবাজার বিমানবন্দর পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে। এটি হবে দেশের চতুর্থ আন্তর্জাতিক গেটওয়ে বা প্রবেশদ্বার। এই লক্ষ্য পূরণে বেসামরিক বিমান
২০ মিনিট আগে