রংপুর প্রতিনিধি
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ও উত্তরাঞ্চলের প্রতি সরকারের বাজেট বৈষম্য নিরসনের দাবিতে আন্দোলনে নেমেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন করেন তাঁরা।
ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল করে মহাসড়কে অবস্থান নেন বেরোবির শিক্ষার্থীরা। দুপুর সাড়ে ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখেন তাঁরা। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় প্রচণ্ড ভোগান্তির। শিক্ষার্থীরা আলটিমেটাম দেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। পাশাপাশি তাঁরা ঘোষণা দেন, ৪৮ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে উত্তরাঞ্চলজুড়ে অবরোধ ও অসহযোগ আন্দোলনে যাবেন।
শিক্ষার্থীদের দুই দফা দাবি হচ্ছে, উত্তরাঞ্চলে বাজেট বৈষম্য নিরসন উন্নয়ন নিশ্চিতে একটি স্বতন্ত্র ও উত্তরবঙ্গের সার্বিক (শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত) আঞ্চলিক কমিশন গঠন করতে হবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে একটি স্বায়ত্তশাসিত পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করতে হবে।
বেরোবির শিক্ষার্থী মীম সরকার বলেন, ‘প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছিলেন, কিন্তু তিনি তাঁর কথা রাখছেন না। আমরা চাই, রংপুর বিভাগ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য যেন একটি পূর্ণাঙ্গ বাজেট নির্ধারণ করা হয়। রংপুর যেন এগিয়ে যায় এবং বেরোবি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ নেয়।’
আরেক শিক্ষার্থী শাহরিয়ার বলেন, ‘রংপুর ১ নম্বর জেলা হবে ড. মুহাম্মদ ইউনূস বলেছিলেন। কিন্তু আমরা ৩০ নম্বর জেলায় আছি কি না, ঠিক নেই। রংপুর সিটি করপোরেশন এত অবহেলিত যে অন্য জেলা শহরের থেকেও অনেক পিছিয়ে। সিটি করপোরেশন হিসেবে যে বাজেট থাকা দরকার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হিসেবে যে বাজেট থাকা দরকার, রংপুরে তা নেই। আন্দোলনে জীবন দেওয়ার ক্ষেত্রে হিরো হলেও প্রকৃতপক্ষে বাজেটের ক্ষেত্রে আমরা জিরো।’
বেরোবির শিক্ষার্থী রহমত মণ্ডল বলেন, ‘উপদেষ্টারা রংপুর আসেন শুধু আশ্বাস নিয়ে। যমুনা সেতু পার হলে তা ভুলে যান। বাজেটের ক্ষেত্রে বড় ধরনের সিন্ডিকেট রয়েছে। আমরা চাই ঢাকা, ঢাবির সিন্ডিকেট ভেঙে, রংপুর সিটি করোপরেশন, বেরোবিসহ উত্তরাঞ্চলের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলোর জন্য যেন বাজেট প্রণয়ন করা হয়। উত্তরাঞ্চলকে বাজেট বৈষম্যমুক্ত করার যে প্রধান পদক্ষেপ, সেটা অন্তর্বর্তী সরকারকে এখনই নিতে হবে। তা না হলে রংপুরের মানুষ আন্দোলন করে যেভাবে বাংলাদেশকে স্বাধীন করেছে, এবার বাজেট বৈষম্যমুক্ত করার জন্যও লড়বে।’
শিক্ষার্থীরা ঘোষণা দেন, রংপুরের সাধারণ জনতাকে নিয়ে আগামীকাল মঙ্গলবার শহীদ আবু সাঈদ চত্বরে সমাবেত হয়ে জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেবেন তাঁরা।
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ও উত্তরাঞ্চলের প্রতি সরকারের বাজেট বৈষম্য নিরসনের দাবিতে আন্দোলনে নেমেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন করেন তাঁরা।
ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল করে মহাসড়কে অবস্থান নেন বেরোবির শিক্ষার্থীরা। দুপুর সাড়ে ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখেন তাঁরা। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় প্রচণ্ড ভোগান্তির। শিক্ষার্থীরা আলটিমেটাম দেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। পাশাপাশি তাঁরা ঘোষণা দেন, ৪৮ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে উত্তরাঞ্চলজুড়ে অবরোধ ও অসহযোগ আন্দোলনে যাবেন।
শিক্ষার্থীদের দুই দফা দাবি হচ্ছে, উত্তরাঞ্চলে বাজেট বৈষম্য নিরসন উন্নয়ন নিশ্চিতে একটি স্বতন্ত্র ও উত্তরবঙ্গের সার্বিক (শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত) আঞ্চলিক কমিশন গঠন করতে হবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে একটি স্বায়ত্তশাসিত পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করতে হবে।
বেরোবির শিক্ষার্থী মীম সরকার বলেন, ‘প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছিলেন, কিন্তু তিনি তাঁর কথা রাখছেন না। আমরা চাই, রংপুর বিভাগ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য যেন একটি পূর্ণাঙ্গ বাজেট নির্ধারণ করা হয়। রংপুর যেন এগিয়ে যায় এবং বেরোবি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ নেয়।’
আরেক শিক্ষার্থী শাহরিয়ার বলেন, ‘রংপুর ১ নম্বর জেলা হবে ড. মুহাম্মদ ইউনূস বলেছিলেন। কিন্তু আমরা ৩০ নম্বর জেলায় আছি কি না, ঠিক নেই। রংপুর সিটি করপোরেশন এত অবহেলিত যে অন্য জেলা শহরের থেকেও অনেক পিছিয়ে। সিটি করপোরেশন হিসেবে যে বাজেট থাকা দরকার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হিসেবে যে বাজেট থাকা দরকার, রংপুরে তা নেই। আন্দোলনে জীবন দেওয়ার ক্ষেত্রে হিরো হলেও প্রকৃতপক্ষে বাজেটের ক্ষেত্রে আমরা জিরো।’
বেরোবির শিক্ষার্থী রহমত মণ্ডল বলেন, ‘উপদেষ্টারা রংপুর আসেন শুধু আশ্বাস নিয়ে। যমুনা সেতু পার হলে তা ভুলে যান। বাজেটের ক্ষেত্রে বড় ধরনের সিন্ডিকেট রয়েছে। আমরা চাই ঢাকা, ঢাবির সিন্ডিকেট ভেঙে, রংপুর সিটি করোপরেশন, বেরোবিসহ উত্তরাঞ্চলের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলোর জন্য যেন বাজেট প্রণয়ন করা হয়। উত্তরাঞ্চলকে বাজেট বৈষম্যমুক্ত করার যে প্রধান পদক্ষেপ, সেটা অন্তর্বর্তী সরকারকে এখনই নিতে হবে। তা না হলে রংপুরের মানুষ আন্দোলন করে যেভাবে বাংলাদেশকে স্বাধীন করেছে, এবার বাজেট বৈষম্যমুক্ত করার জন্যও লড়বে।’
শিক্ষার্থীরা ঘোষণা দেন, রংপুরের সাধারণ জনতাকে নিয়ে আগামীকাল মঙ্গলবার শহীদ আবু সাঈদ চত্বরে সমাবেত হয়ে জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেবেন তাঁরা।
চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে ৩৯০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) দুপুরে শহরের বড় স্টেশন মাছঘাটে অভিযান চালায় সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড।
২ মিনিট আগেকুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার পাথরডুবী ইউনিয়নের ফুলকুমার নারিকেল তলা এলাকায় স্থানীয় জনতা তাঁদের ধরে পুলিশের হাতে তুলে দেয়।
১৭ মিনিট আগেগণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘আমাদের সংবিধানে ক্ষমতার কোনো ভারসাম্য নেই। সব ক্ষমতা কেবল একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত। যে-ই প্রধানমন্ত্রী হোক, পুরো রাষ্ট্র তাঁর পকেটে। এ রকম ক্ষমতা আছে বলেই তাঁরা আমাদের ওপর ত্রাসের রাজত্ব কায়েম করতে পেরেছেন।’ তিনি বলেন, ‘ভবিষ্যতে বাংলাদে
৩১ মিনিট আগেনাটোরের লালপুরে পদ্মার শাখানদীতে স্পিডবোটে এসে এক পক্ষ আরেক পক্ষকে লক্ষ্য করে গুলি ছুড়েছে বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার বেলা ৩টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের পেছনে পদ্মার শাখানদীতে এ ঘটনা ঘটে। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে