Ajker Patrika

জলঢাকা পৌরবাজারে অগ্নিকাণ্ড, কসমেটিকসের গোডাউনসহ ৩ মুদিদোকান পুড়ে ছাই 

নীলফামারী প্রতিনিধি
জলঢাকা পৌরবাজারে অগ্নিকাণ্ড, কসমেটিকসের গোডাউনসহ ৩ মুদিদোকান পুড়ে ছাই 

নীলফামারীর জলঢাকা পৌরবাজারে অগ্নিকাণ্ডে কসমেটিকস পণ্যের একটি গোডাউনসহ তিনটি মুদিদোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে। গতকাল শনিবার দিবাগত রাতে অগ্নিকাণ্ড ঘটলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। 

ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে ব্যবসায়ীদের দাবি, প্রায় ৩ কোটি টাকার মালামাল পুড়ে গেছে। 

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বলছে, বাজারের ব্যবসায়ী আজিজুল হকের পাইকারি মনোহারী দোকানের বৈদ্যুতিক মিটারে আগুনের সূত্রপাত ঘটে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিস আসার আগেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। প্রথমে জলঢাকা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলেও পরবর্তীতে নীলফামারী, ডোমার, ডিমলা, কিশোরগঞ্জের ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের সদস্যরা যোগ দেয়। পরে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আজিজুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘প্রত্যক্ষদর্শীরা বলছে আমার দোকানের বৈদ্যুতিক মিটার থেকে আগুন লেগেছে। আমি তো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় যাই। তাই আগুন কোথা থেকে সূত্রপাত তা জানি না। তবে আমার সব পণ্য আগুনে পুড়ে শেষ। পুঁজি হারিয়ে আমি এখন নিঃস্ব।’ 

রিফাত হোসেন নামের আরেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বলেন, ‘আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। আমার দোকান ও গোডাউনের মালামালসহ এক কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে আমার। এখন পথে বসে গেলাম।’ 

জলঢাকা ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রিফাত আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। তবে তদন্ত করে বিস্তারিত বলা যাবে।’ 

তিনি আরও বলেন, ‘আগুন নিয়ন্ত্রণের জেলার কয়েকটি উপজেলার ৫টি ইউনিট আমরা কাজ করি। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত