Ajker Patrika

দরপত্র জমায় বাধা দেওয়া সেই যুবদল নেতাকে বহিষ্কার, কমিটি বিলুপ্ত

লালমনিরহাট প্রতিনিধি 
আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ২২: ১৪
Thumbnail image
যুবদল নেতা জাহাঙ্গীর আলম জুলহাসকে দুপুরে আটক করা হয়। ছবি: সংগৃহীত

দরপত্র (টেন্ডার) জমাদানে বাধা প্রদানের অভিযোগে আটক লালমনিরহাটের সেই যুবদল নেতা জাহাঙ্গীর আলম জুলহাসসহ (৪০) তিনজনকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে লালমনিরহাট জেলা যুবদল কমিটি বিলুপ্ত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জাহাঙ্গীর আলম জুলহাস লালমনিরহাট পৌর যুবদলের আহ্বায়ক ও জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি। অপর দুজন হলেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোমিনুল ইসলাম ও ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া।

যুবদলের প্রেস বিজ্ঞাপ্তি।
যুবদলের প্রেস বিজ্ঞাপ্তি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দখল, টেন্ডার-সন্ত্রাস এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ, সংহতিসহ নানা অনাচারের কারণে লালমনিরহাট জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই অপরাধে লালমনিরহাট পৌর যুবদলের আহ্বায়ক ও জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম জুলহাস, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোমিনুল ইসলাম, পৌর ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক সুমন মিয়াকে প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, গতকাল বুধবার দুপুরে লালমনিরহাট সদর হাসপাতাল চত্বর থেকে যুবদল নেতা জুলহাসকে দরপত্র জমাদানে বাধা প্রদানের অভিযোগে আটক করে সদর থানায় সোপর্দ করেন সেনাসদস্যরা।

পরে তাঁর বিরুদ্ধে থানায় লিখিত কোনো অভিযোগ না থাকায় ওই দিন সন্ধ্যায় তাঁকে ছেড়ে দেয় পুলিশ। যুবদল নেতাকে আটক ও পরে ছেড়ে দেওয়ার ঘটনায় দেশজুড়ে নানান সমালোচনার মুখে পড়ে পুলিশসহ খোদ যুবদল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত