ডিমলা (প্রতিনিধি) নীলফামারী
নীলফামারীর ডিমলা উপজেলা ঘিরে রেখেছে নাউতারা, কুমলাই, ধুম ও বুড়িতিস্তা নদ-নদী। তবে দখল-দূষণে অস্তিত্বের সংকটে পড়েছে এগুলো। তিন বছর আগে প্রাণ ফেরাতে নাউতারা ও ধুম খনন করা হলেও কাজে আসেনি। খননের পরও নিশ্চিত করা যায়নি পানির প্রবাহ। নাব্যতা হারিয়ে এগুলো শুকিয়ে জেগে উঠেছে চর। সেখানে ধানসহ সবজির চাষ হচ্ছে। এতে নদ-নদীগুলোর গতিপথ বদলে যাওয়ার পাশাপাশি প্রভাব পড়ছে পরিবেশের ভারসাম্যে। ব্যাহত হচ্ছে নদীকেন্দ্রিক জীবনযাত্রা।
স্থানীয় লোকজন বলছেন, অপরিকল্পিত খননের কারণে আগের অবস্থায় ফিরে গেছে নদ-নদীগুলো। খননকাজের মান নিয়ে প্রশ্নও তুলছেন বাসিন্দারা।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ডালিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, সারা দেশে ছোট নদ-নদী, খাল ও জলাশয় খনন করে পানি সংরক্ষণের ক্ষমতা বাড়াতে ২০১৮-১৯ অর্থবছরে একটি প্রকল্প নেয় সরকার। প্রকল্পের অধীনে ১২ কোটি টাকা ব্যয়ে ধুম ও নাউতারার ৪০ কিলোমিটার খনন করা হয়। খননকাজ শেষ হয় ২০২২ সালের জানুয়ারিতে।
স্থানীয় বাসিন্দারা জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান নাউতারা ও ধুম থেকে খনন করা বালুর স্তূপ করে এগুলোর পাড়েই রেখে দিত। বৃষ্টিতে সেসব বালু আবার ফিরে যায় নদীগর্ভে। ফলে খননের কাজ শেষ না হতেই তলদেশ ভরাট হয়ে যায়। এতে নদ-নদীগুলো নাব্যতা ফিরে পায়নি। এই সুযোগে সেখানে ধান চাষ শুরু করে স্থানীয়রা।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ধুম ও নাউতারা মাইলের পর মাইল পলিমাটি জমে ভরাট হয়ে গেছে। দুই তীরের বাসিন্দারা এগুলো দখল করে চাষাবাদ করছে। অনেকে আবার এগুলো থেকে বালু তুলে অবাধে বিক্রি করছে। দুই তীরে যাদের জমি রয়েছে, তাদের অনেকে দখলে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার পূর্ব ছাতনাই এলাকায় নাউতারা নদীতে দীর্ঘদিন ধরে মাছ শিকার করেন জমির আলী। তিনি বলেন, ‘তিন বছর আগেও সারা বছর মাছ পাওয়া যেত। এখন আর পাওয়া যায় না। খননের পর পানিই নেই।’
ধুম নদে বাঁধ দিয়ে কৃত্রিম চর সৃষ্টি করে ধান চাষ করা হয়েছে। সেখানে নদের পাড় কেটে ট্রাক্টরে ভরে বিক্রি করছে বালু ব্যবসায়ীরা।
স্থানীয় বাসিন্দা সোহাগ জানান, নদে যাদের জমি ভেঙে গেছে, তারাই বাঁধ দিয়ে চাষাবাদ করছে। আর নদের এক পাশে বাঁধ দিলে অন্য পাশে বালুর স্তর জমে চর জেগে ওঠে।
একই চিত্র দেখা গেছে উপজেলার বুড়িতিস্তা ও কুমলাইয়ের ক্ষেত্রেও। এই দুটিও এখন মৃতপ্রায়। স্থানীয়রা বলছেন, উৎসমুখে অপরিকল্পিত বাঁধ দিয়ে কুমলাইকে মেরে ফেলেছে পানি উন্নয়ন বোর্ড। একইভাবে তিস্তা নদীরও মরণ দশা দেখা যাচ্ছে। নদীর তীরবর্তী বাসিন্দারা বলছেন, অপরিকল্পিত খনন আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি না থাকায় নদীগুলো ধানের জমি আর বালুমহালে পরিণত হয়েছে। দখলদারদের উচ্ছেদে পাউবোর কোনো পদক্ষেপ নেই।
উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না বলেন, উপজেলার নদ-নদীগুলো পানিশূন্য হয়ে পড়ায় বিকল্প সেচের ব্যবস্থা করতে হয়েছে। এতে শুধু সেচের খরচই বেড়েছে ১৫ থেকে ২০ শতাংশ। এ ছাড়া নদ-নদীতে পানি না থাকায় ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নিচে নেমে পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়ছে। সে জন্য ছোট নদ-নদীগুলো বাঁচিয়ে রাখার বিকল্প নেই।
নদী রক্ষায় কাজ করা সংগঠন ‘রিভারাইন পিপল’-এর পরিচালক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তুহিন ওয়াদুদ বলেন, ‘পাউবোর নদী খননের কার্যক্রম অপরিকল্পিত। সেটা বিজ্ঞানসম্মত হয় না। খননের সময়ে নদীর প্রকৃত প্রস্থ মেপে দেখার প্রয়োজন তাঁরা মনে করে না। নদীর পানিপ্রবাহ বৃদ্ধি করতে ব্যর্থ হলে নদী রক্ষা করা কঠিন হবে।’
অপরিকল্পিত খননের বিষয়ে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, ‘মাটির ধরনের কারণে এই অঞ্চলের নদ-নদী খননের পর সমস্যা হচ্ছে। এগুলোতে বালুর পরিমাণ বেশি। তাই খননের পরপরই আবার ভরাট হয়ে যাচ্ছে। এমন নদ-নদীতে পানিপ্রবাহ রাখা কঠিন। তবে নদী দখল ও বাঁধ দিয়ে ফসল চাষের সুযোগ নেই। খোঁজ নিয়ে পদক্ষেপ নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মিয়া বলেন, ‘ডিমলায় নদ-নদী দখলে জড়িত ব্যক্তিদের তালিকা তৈরি করে জেলা ও উপজেলা প্রশাসন, পাউবো এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সমন্বয়ে গঠিত একটি দল। ওই দল এরই মধ্যে কুমলাই নদের সীমানা নির্ধারণের মধ্য দিয়ে দখলদারদের তালিকা প্রস্তুত করেছে। তালিকায় ২৬০ জন দখলদারের নাম উঠে এসেছে।’
নীলফামারীর ডিমলা উপজেলা ঘিরে রেখেছে নাউতারা, কুমলাই, ধুম ও বুড়িতিস্তা নদ-নদী। তবে দখল-দূষণে অস্তিত্বের সংকটে পড়েছে এগুলো। তিন বছর আগে প্রাণ ফেরাতে নাউতারা ও ধুম খনন করা হলেও কাজে আসেনি। খননের পরও নিশ্চিত করা যায়নি পানির প্রবাহ। নাব্যতা হারিয়ে এগুলো শুকিয়ে জেগে উঠেছে চর। সেখানে ধানসহ সবজির চাষ হচ্ছে। এতে নদ-নদীগুলোর গতিপথ বদলে যাওয়ার পাশাপাশি প্রভাব পড়ছে পরিবেশের ভারসাম্যে। ব্যাহত হচ্ছে নদীকেন্দ্রিক জীবনযাত্রা।
স্থানীয় লোকজন বলছেন, অপরিকল্পিত খননের কারণে আগের অবস্থায় ফিরে গেছে নদ-নদীগুলো। খননকাজের মান নিয়ে প্রশ্নও তুলছেন বাসিন্দারা।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ডালিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, সারা দেশে ছোট নদ-নদী, খাল ও জলাশয় খনন করে পানি সংরক্ষণের ক্ষমতা বাড়াতে ২০১৮-১৯ অর্থবছরে একটি প্রকল্প নেয় সরকার। প্রকল্পের অধীনে ১২ কোটি টাকা ব্যয়ে ধুম ও নাউতারার ৪০ কিলোমিটার খনন করা হয়। খননকাজ শেষ হয় ২০২২ সালের জানুয়ারিতে।
স্থানীয় বাসিন্দারা জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান নাউতারা ও ধুম থেকে খনন করা বালুর স্তূপ করে এগুলোর পাড়েই রেখে দিত। বৃষ্টিতে সেসব বালু আবার ফিরে যায় নদীগর্ভে। ফলে খননের কাজ শেষ না হতেই তলদেশ ভরাট হয়ে যায়। এতে নদ-নদীগুলো নাব্যতা ফিরে পায়নি। এই সুযোগে সেখানে ধান চাষ শুরু করে স্থানীয়রা।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ধুম ও নাউতারা মাইলের পর মাইল পলিমাটি জমে ভরাট হয়ে গেছে। দুই তীরের বাসিন্দারা এগুলো দখল করে চাষাবাদ করছে। অনেকে আবার এগুলো থেকে বালু তুলে অবাধে বিক্রি করছে। দুই তীরে যাদের জমি রয়েছে, তাদের অনেকে দখলে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার পূর্ব ছাতনাই এলাকায় নাউতারা নদীতে দীর্ঘদিন ধরে মাছ শিকার করেন জমির আলী। তিনি বলেন, ‘তিন বছর আগেও সারা বছর মাছ পাওয়া যেত। এখন আর পাওয়া যায় না। খননের পর পানিই নেই।’
ধুম নদে বাঁধ দিয়ে কৃত্রিম চর সৃষ্টি করে ধান চাষ করা হয়েছে। সেখানে নদের পাড় কেটে ট্রাক্টরে ভরে বিক্রি করছে বালু ব্যবসায়ীরা।
স্থানীয় বাসিন্দা সোহাগ জানান, নদে যাদের জমি ভেঙে গেছে, তারাই বাঁধ দিয়ে চাষাবাদ করছে। আর নদের এক পাশে বাঁধ দিলে অন্য পাশে বালুর স্তর জমে চর জেগে ওঠে।
একই চিত্র দেখা গেছে উপজেলার বুড়িতিস্তা ও কুমলাইয়ের ক্ষেত্রেও। এই দুটিও এখন মৃতপ্রায়। স্থানীয়রা বলছেন, উৎসমুখে অপরিকল্পিত বাঁধ দিয়ে কুমলাইকে মেরে ফেলেছে পানি উন্নয়ন বোর্ড। একইভাবে তিস্তা নদীরও মরণ দশা দেখা যাচ্ছে। নদীর তীরবর্তী বাসিন্দারা বলছেন, অপরিকল্পিত খনন আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি না থাকায় নদীগুলো ধানের জমি আর বালুমহালে পরিণত হয়েছে। দখলদারদের উচ্ছেদে পাউবোর কোনো পদক্ষেপ নেই।
উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না বলেন, উপজেলার নদ-নদীগুলো পানিশূন্য হয়ে পড়ায় বিকল্প সেচের ব্যবস্থা করতে হয়েছে। এতে শুধু সেচের খরচই বেড়েছে ১৫ থেকে ২০ শতাংশ। এ ছাড়া নদ-নদীতে পানি না থাকায় ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নিচে নেমে পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়ছে। সে জন্য ছোট নদ-নদীগুলো বাঁচিয়ে রাখার বিকল্প নেই।
নদী রক্ষায় কাজ করা সংগঠন ‘রিভারাইন পিপল’-এর পরিচালক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তুহিন ওয়াদুদ বলেন, ‘পাউবোর নদী খননের কার্যক্রম অপরিকল্পিত। সেটা বিজ্ঞানসম্মত হয় না। খননের সময়ে নদীর প্রকৃত প্রস্থ মেপে দেখার প্রয়োজন তাঁরা মনে করে না। নদীর পানিপ্রবাহ বৃদ্ধি করতে ব্যর্থ হলে নদী রক্ষা করা কঠিন হবে।’
অপরিকল্পিত খননের বিষয়ে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, ‘মাটির ধরনের কারণে এই অঞ্চলের নদ-নদী খননের পর সমস্যা হচ্ছে। এগুলোতে বালুর পরিমাণ বেশি। তাই খননের পরপরই আবার ভরাট হয়ে যাচ্ছে। এমন নদ-নদীতে পানিপ্রবাহ রাখা কঠিন। তবে নদী দখল ও বাঁধ দিয়ে ফসল চাষের সুযোগ নেই। খোঁজ নিয়ে পদক্ষেপ নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মিয়া বলেন, ‘ডিমলায় নদ-নদী দখলে জড়িত ব্যক্তিদের তালিকা তৈরি করে জেলা ও উপজেলা প্রশাসন, পাউবো এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সমন্বয়ে গঠিত একটি দল। ওই দল এরই মধ্যে কুমলাই নদের সীমানা নির্ধারণের মধ্য দিয়ে দখলদারদের তালিকা প্রস্তুত করেছে। তালিকায় ২৬০ জন দখলদারের নাম উঠে এসেছে।’
বগুড়ায় আদালতে সঠিক সাক্ষ্য না দেওয়া, সাক্ষ্য দিতে হাজির না হওয়া এবং সরকারি আইন কর্মকর্তাদের দুর্বলতার কারণে গত এক বছরে ৬ শতাধিক মাদক মামলায় প্রায় ১ হাজার আসামি খালাস পেয়েছেন। এর মধ্যে ২২টি মামলায় ৪৪ জন পুলিশ ও র্যাব কর্মকর্তা আদালতে সাক্ষ্য দিতে হাজির হননি। এ কারণে ৪৪ পুলিশ কর্মকর্তার ...
৩৮ মিনিট আগেদিনাজপুরের দুলাল হোসেন পেশায় রংমিস্ত্রি। কাজের সন্ধানে তিনি ঢাকায় গিয়েছিলেন। জুটেছিল কাজও। তবে গত বছরের জুলাই আন্দোলনে জড়িয়ে পড়েন তিনি। গত ৫ আগস্ট সরকার পতনের দিন রাজধানীর উত্তরায় মিছিলে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন তিনি। এখন ক্রাচে ভর দিয়ে হাঁটেন। তবে যে স্বপ্ন নিয়ে ঢাকা এসেছিলেন, তা এখন ফিকে...
৪২ মিনিট আগে২০২০ সালে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরীর হাত ধরে রাজনীতিতে আসেন আবুল বাশার সুজন। এর আগে ছিলেন পশুর হাটের ইজারাদার। অল্প সময়ের মধ্যেই ফারুকের ডান হাত হন। কিছুদিন পর তানোর পৌরসভার মেয়র হওয়ারও স্বপ্ন দেখতে শুরু করেন সুজন। সেখানে বাড়ি করেন...
১ ঘণ্টা আগেদরিদ্র পরিবারের সন্তান নুর আলী (৪৭)। করতেন রাজমিস্ত্রির কাজ। জমিজমা তেমন ছিল না, বাবাও ছিলেন দিনমজুর। বাড়ি বলতে ছিল আধা পাকা টিনের ঘর। অথচ ১০ বছরের ব্যবধানে সেই ব্যক্তি কোটিপতি বনে গেছেন। শুধু তা-ই নয়। আধা পাকা টিনের ঘরের জায়গায় এখন বিশাল তিনতলা আলিশান বাড়ি। যার মূল্য কোটি টাকা।
১ ঘণ্টা আগে