Ajker Patrika

৯৯৯-এ কল দেওয়ার ১১ ঘণ্টা পর আসে পুলিশ, স্থানীয়দের উদ্বেগ

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১৭: ৪৮
৯৯৯-এ কল দেওয়ার ১১ ঘণ্টা পর আসে পুলিশ, স্থানীয়দের উদ্বেগ

নীলফামারীর সৈয়দপুরে মাদ্রাসা ও মসজিদের কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে এক অটোরিকশায় পেট্রল ঢেলে আগুন দেয় প্রতিপক্ষ। তখন এলাকায় সংঘর্ষের আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত কল দেওয়া হয় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ। কিন্তু ঘটনাস্থলে পৌঁছাতে পুলিশের লেগেছে ১১ ঘণ্টা। এতে জাতীয় সেবার কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিসামত কামারপুকুর সরকারপাড়ায় এ ঘটনা ঘটে। 

সরেজমিন জানা গেছে, এলাকার স্থায়ী বাসিন্দা আতিয়ার রহমান ওরফে আবু সায়েদ। গতকাল রাত পৌনে তিনটার দিকে তাঁর বাড়ির ভেতরে রাখা একটি ব্যাটারিচালিত অটোরিকশায় প্রতিপক্ষ পেট্রল দিয়ে আগুন দেয়। এ সময় বাড়ির গৃহবধূ সূর্যি আক্তার বিষয়টি টের পেয়ে চিৎকার করলে বাড়ির ও পাড়ার লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে। ওই সময় ঘটনাস্থল থেকে দুর্বৃত্তদের ফেলে যাওয়া বোতলে রাখা কিছু পেট্রল ও একটি দেশলাই পাওয়া যায়। এলাকায় সংঘর্ষের আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ  অবস্থায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে সাহাজ্য চান আদর আলী (২৮) ও প্রতিবেশী মজিদুল ইসলাম (৩৫)। পরে জাতীয় জরুরি সেবা থেকে নিকটস্থ থানার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে তাঁদের জানানো হয়। এ সময় তাঁদের জরুরি সেবা থেকে সৈয়দপুর থানার ডিউটি অফিসারের নম্বর দেয়। 

প্রতিবেশী মজিদুল ইসলাম বলেন, ‘জরুরি সেবা থেকে পাওয়া নম্বরে কল দিয়ে সাহাজ্য চাওয়া হয়। তখন অপর প্রান্ত থেকে ঘটনাটি শুনে পুলিশ পুড়ে যাওয়া অটোরিকশা ও বিভিন্ন আলামতের ছবি এবং ভিডিও তুলে রাখতে বলে।’

আজ শনিবার বেলা দুইটার দিকে ঘটনাস্থলে গিয়ে কথা হয় অটোরিকশার মালিকের ছেলে শহিদুল হকের (৩৪) সঙ্গে। তিনি বলেন, ‘আমরা জানি যেকোনো দুর্ঘটনায় জাতীয় জরুরি সেবায় ফোন করলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। কিন্তু আমরা ৯৯৯ -এ কল করার ১১ ঘণ্টারও পর পুলিশ ঘটনাস্থলে আসে।’ 

শহিদুল অভিযোগ করে বলেন, ‘গ্রামের মসজিদ ও মাদ্রাসা কমিটির মধ্যে বিরোধে প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর সৃষ্ট বিরোধের জেরে পক্ষটি গ্রামের বিভিন্ন মানুষজনকে নানা রকম হুমকি-ধমকি দিয়েছে। ফলে গ্রামের মানুষজন এখনো চরম আতঙ্কে দিনাতিপাত করছে।’

এ সময় উপস্থিত ভুক্তভোগীর ছোট ভাই বরকত আলী বলেন, ‘মানুষের বিপদে-আপদে এ সেবা যদি কোনো কাজে না আসে, তাহলে কিসের এটা জরুরি সেবা? এতে মানুষ জরুরি সেবার ওপর তাদের আস্থা হারিয়ে ফেলবে।’

এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘৯৯৯ থেকে থানায় কোনো ফোন আসেনি। ভুক্তভোগীরা রাতে থানার ডিউটি অফিসারকে ফোন করে বিষয়টি জানিয়েছিল। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া ও সাহ্‌রির সময় হওয়ার কারণে রাতে ঘটনাস্থলে পুলিশ যেতে পারেনি। সকালে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’ 

উল্লেখ্য, নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিসামত কামারপুকুর সরকারপাড়ায় একই স্থানে অবস্থিত তছির উদ্দিন দারুস সালাম হাফেজিয়া মাদ্রাসা ও কলি মিয়া জামে মসজিদের কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। গতকাল জুমার নামাজের পর সৈয়দপুর থানার দুজন পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে সেখানে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। 

এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। এঁদের মধ্যে ওয়াজেদুল ইসলাম বাবু (৩৫) নামে এক মুসল্লিকে আহত অবস্থায় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত