গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। অপারেশনে জন্ম নেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে ভুল চিকিৎসা ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ওই শিশুর মৃত্যু হয় বলে দাবি করেন নবজাতকের স্বজনেরা। মঙ্গলবার বিকেলে শহরের গাইবান্ধা মা ও শিশু জেনারেল অ্যান্ড আমেনা ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।
নবজাতকের বাবা মো. মুনুজ ইসলাম জানান, তাঁর স্ত্রী তানজিলা আকতার স্মৃতিকে গত শনিবার গাইবান্ধা মা ও শিশু জেনারেল অ্যান্ড আমেনা ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করান। সেখানে দুপুরের দিকে কর্তব্যরত চিকিৎসক অস্ত্রোপচার করেন। এতে তানজিলা আকতার স্মৃতি ছেলেসন্তানের জন্ম দেন। অস্ত্রোপচার শেষে ডা. আফসারী খানম ব্যবস্থাপত্র লিখে চলে যান। এরপর তিনি আর শিশুটির কাছে আসেননি। নবজাতকেরও কোনো খবর নেননি। গতকাল মঙ্গলবার বিকেলে শিশুটি প্রচণ্ড কান্না শুরু করলে কর্তব্যরত ডাক্তার ও স্টাফদের জানানো হয়, কিন্তু তারা কোনো ব্যবস্থা নেননি। এর কিছুক্ষণ পরই শিশুটি মারা যায়।
এ ব্যাপারে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আফসারী খানম বলেন, ভুল চিকিৎসায় শিশুটি মারা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, শিশুটির স্বজনেরা বাইরে থেকে দুগ্ধজাতীয় কোনো খাবার খাওয়ানোর কারণে মারা যেতে পারে।
শিশুটির মামা মো. শান্ত মণ্ডল বলেন, ‘ডাক্তারের ভুল চিকিৎসায় আর অতিরিক্ত ইনজেকশন দিয়ে আমার নবজাতক ভাগনেকে মারা হয়েছে।’
শিশুটির বাবা মুনুজ ইসলাম বলেন. ‘অভিযোগ করার জন্য থানায় গেলে পুলিশ আমাকে বলে চিকিৎসকের ব্যবস্থাপত্র আনেন। তারপর শিশুটিকে পোস্টমর্টেম করতে হবে। সিভিল সার্জনকে অভিযোগ দেন। কিন্তু হাসপাতালের চিকিৎসকেরা তো ঘটনার পর থেকেই প্রেসক্রিপশন পরিবর্তন করছেন। আমি আমার শিশু হত্যার বিচার চাই।’
এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা দৈনিক আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমি জানি। শিশুটির স্বজনেরা জাতীয় জরুরি সেবায় ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। নবজাতক মৃত্যুর ঘটনার অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
গাইবান্ধায় ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। অপারেশনে জন্ম নেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে ভুল চিকিৎসা ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ওই শিশুর মৃত্যু হয় বলে দাবি করেন নবজাতকের স্বজনেরা। মঙ্গলবার বিকেলে শহরের গাইবান্ধা মা ও শিশু জেনারেল অ্যান্ড আমেনা ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।
নবজাতকের বাবা মো. মুনুজ ইসলাম জানান, তাঁর স্ত্রী তানজিলা আকতার স্মৃতিকে গত শনিবার গাইবান্ধা মা ও শিশু জেনারেল অ্যান্ড আমেনা ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করান। সেখানে দুপুরের দিকে কর্তব্যরত চিকিৎসক অস্ত্রোপচার করেন। এতে তানজিলা আকতার স্মৃতি ছেলেসন্তানের জন্ম দেন। অস্ত্রোপচার শেষে ডা. আফসারী খানম ব্যবস্থাপত্র লিখে চলে যান। এরপর তিনি আর শিশুটির কাছে আসেননি। নবজাতকেরও কোনো খবর নেননি। গতকাল মঙ্গলবার বিকেলে শিশুটি প্রচণ্ড কান্না শুরু করলে কর্তব্যরত ডাক্তার ও স্টাফদের জানানো হয়, কিন্তু তারা কোনো ব্যবস্থা নেননি। এর কিছুক্ষণ পরই শিশুটি মারা যায়।
এ ব্যাপারে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আফসারী খানম বলেন, ভুল চিকিৎসায় শিশুটি মারা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, শিশুটির স্বজনেরা বাইরে থেকে দুগ্ধজাতীয় কোনো খাবার খাওয়ানোর কারণে মারা যেতে পারে।
শিশুটির মামা মো. শান্ত মণ্ডল বলেন, ‘ডাক্তারের ভুল চিকিৎসায় আর অতিরিক্ত ইনজেকশন দিয়ে আমার নবজাতক ভাগনেকে মারা হয়েছে।’
শিশুটির বাবা মুনুজ ইসলাম বলেন. ‘অভিযোগ করার জন্য থানায় গেলে পুলিশ আমাকে বলে চিকিৎসকের ব্যবস্থাপত্র আনেন। তারপর শিশুটিকে পোস্টমর্টেম করতে হবে। সিভিল সার্জনকে অভিযোগ দেন। কিন্তু হাসপাতালের চিকিৎসকেরা তো ঘটনার পর থেকেই প্রেসক্রিপশন পরিবর্তন করছেন। আমি আমার শিশু হত্যার বিচার চাই।’
এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা দৈনিক আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমি জানি। শিশুটির স্বজনেরা জাতীয় জরুরি সেবায় ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। নবজাতক মৃত্যুর ঘটনার অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
পুরোপুরি পাকেনি সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওরের ধান। তবে অকালবন্যার শঙ্কায় ১ বৈশাখ থেকে আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ইতিমধ্যে ৩০ ভাগের বেশি জমির বোরো ফসল ঘরে তুলেছেন কৃষক।
৪ ঘণ্টা আগেবরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয় ভবনের নিচতলায় বসছে পানের বাজার। খেকুয়ানী বাজারের ইজারাদার শাহ আলম শিকদার এ বাজার বসাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৫ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার রেসিডেনসিয়াল ল্যাবরেটরি কলেজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। কলেজের চেয়ারম্যানের যাচ্ছেতাই নিয়মে চলছে প্রতিষ্ঠানটি। দুটি বিষয়ের মাত্র তিনজন শিক্ষক দিয়ে চলছে কলেজটির শিক্ষা কার্যক্রম।
৬ ঘণ্টা আগেভারতীয় চেইন হসপিটাল ফর্টিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটের নাম ভাঙিয়ে শতকোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে এএফসি হেলথ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও কুমিল্লায় ‘ফর্টিস’ নামে চারটি শাখা
৬ ঘণ্টা আগে