Ajker Patrika

হিলি বন্দর দিয়ে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ 

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
হিলি বন্দর দিয়ে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ 

পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে টানা ৬ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি। সেই সঙ্গে বন্দর অভ্যন্তরে পণ্য লোড-আনলোডসহ সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকবে। তবে স্বাভাবিক থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার। 

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, আগামী মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল থেকে রোববার (১৪ এপ্রিল) পর্যন্ত ভারত থেকে এই বন্দরে কোনো প্রকার পণ্য আমদানি করবে না আমদানি রপ্তানিকারকেরা। সোমবার (১৫ এপ্রিল) সকাল থেকে পণ্য আমদানি যথারীতি শুরু হবে। 

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি শেখ আশরাফুল ইসলাম বলেন, ঈদুল ফিতর উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত