তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জেঁকে বসেছে শীত। উত্তর থেকে বয়ে আসা হিমালয়ের হিম-শীতল বাতাসে কাঁপছে মানুষ। আজ বুধবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়া, যা চলতি মৌসুমে সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।
এর আগে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ সর্বনিম্ন তাপমাত্রার বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে সরেজমিনে দেখা যায়, সন্ধ্যার পর থেকে এ উপজেলার ওপর দিয়ে বয়ে যায় হিমালয়ের হিম বাতাস। সঙ্গে ঘন কুয়াশা ও শিশিরবিন্দু পড়ে পরদিন সকাল পর্যন্ত। ফলে কনকনে শীত অনুভূত হয়। দিনের বেলা কিছুটা সূর্যের আলো পাওয়া গেলেও নেই তেমন উত্তাপ। গতকাল সন্ধ্যার পর থেকে কনকনে শীত ও কুয়াশা পড়লেও এই অঞ্চলে আজ সকালে সূর্যের আলোর দেখা মিলেছে। এতে কাজে বের হওয়া খেটে খাওয়া মানুষ কিছুটা স্বস্তি পেয়েছেন।
তেঁতুলিয়া উপজেলার আজিজনগর এলাকার চা-চাষি মহসিন আলীর বলেন, ‘কনকনে ঠান্ডার কারণে আমরা ঠিকমতো কাজ করতে পারছি না। আগের চেয়ে আয়ও কমে গেছে।’
মহানন্দা নদীতে পাথর উত্তোলন করতে আসা শ্রমিক আব্দুস সালাম বলেন, ‘আমরা নদী থেকে পাথর তুলে জীবিকা নির্বাহ করি। কিন্তু শীতকাল এলে আমাদের কষ্ট হয়। এমনিতে শীত, সেই সঙ্গে নদীর পানি অনেক ঠান্ডা। তাই রোদের ওপর নির্ভর করে আমাদের কাজ করতে হচ্ছে। আয়ও কমেছে অনেক। কিন্তু করার কিছু নেই, আমাদের খোঁজ-খবর কেউ নেয় না।’
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, এই উপজেলা থেকে হিমালয় অনেক কাছাকাছি হওয়ায় উপজেলা নির্দিষ্ট সময়ের আগে শীতের আমেজ শুরু হয়। এখানে দীর্ঘস্থায়ী শীত অনুভূত হয়। অন্যান্য অঞ্চলের তুলনায় দেরিতে শীত বিদায় নেয়। গত কয়েক দিন ধরে তাপমাত্রা ওঠানামা করছে। তাপমাত্রা আরও কমতে পারে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, তেঁতুলিয়ায় সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস , যা এ মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ৷ তবে তাপমাত্রা আরও হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে। মূলত উত্তরের হিমেল হওয়ার কারণে এ উপজেলায় তাপমাত্রা ওঠানামা করে এবং শীত বাড়ে।
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জেঁকে বসেছে শীত। উত্তর থেকে বয়ে আসা হিমালয়ের হিম-শীতল বাতাসে কাঁপছে মানুষ। আজ বুধবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়া, যা চলতি মৌসুমে সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।
এর আগে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ সর্বনিম্ন তাপমাত্রার বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে সরেজমিনে দেখা যায়, সন্ধ্যার পর থেকে এ উপজেলার ওপর দিয়ে বয়ে যায় হিমালয়ের হিম বাতাস। সঙ্গে ঘন কুয়াশা ও শিশিরবিন্দু পড়ে পরদিন সকাল পর্যন্ত। ফলে কনকনে শীত অনুভূত হয়। দিনের বেলা কিছুটা সূর্যের আলো পাওয়া গেলেও নেই তেমন উত্তাপ। গতকাল সন্ধ্যার পর থেকে কনকনে শীত ও কুয়াশা পড়লেও এই অঞ্চলে আজ সকালে সূর্যের আলোর দেখা মিলেছে। এতে কাজে বের হওয়া খেটে খাওয়া মানুষ কিছুটা স্বস্তি পেয়েছেন।
তেঁতুলিয়া উপজেলার আজিজনগর এলাকার চা-চাষি মহসিন আলীর বলেন, ‘কনকনে ঠান্ডার কারণে আমরা ঠিকমতো কাজ করতে পারছি না। আগের চেয়ে আয়ও কমে গেছে।’
মহানন্দা নদীতে পাথর উত্তোলন করতে আসা শ্রমিক আব্দুস সালাম বলেন, ‘আমরা নদী থেকে পাথর তুলে জীবিকা নির্বাহ করি। কিন্তু শীতকাল এলে আমাদের কষ্ট হয়। এমনিতে শীত, সেই সঙ্গে নদীর পানি অনেক ঠান্ডা। তাই রোদের ওপর নির্ভর করে আমাদের কাজ করতে হচ্ছে। আয়ও কমেছে অনেক। কিন্তু করার কিছু নেই, আমাদের খোঁজ-খবর কেউ নেয় না।’
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, এই উপজেলা থেকে হিমালয় অনেক কাছাকাছি হওয়ায় উপজেলা নির্দিষ্ট সময়ের আগে শীতের আমেজ শুরু হয়। এখানে দীর্ঘস্থায়ী শীত অনুভূত হয়। অন্যান্য অঞ্চলের তুলনায় দেরিতে শীত বিদায় নেয়। গত কয়েক দিন ধরে তাপমাত্রা ওঠানামা করছে। তাপমাত্রা আরও কমতে পারে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, তেঁতুলিয়ায় সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস , যা এ মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ৷ তবে তাপমাত্রা আরও হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে। মূলত উত্তরের হিমেল হওয়ার কারণে এ উপজেলায় তাপমাত্রা ওঠানামা করে এবং শীত বাড়ে।
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
১ ঘণ্টা আগেমাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৯ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৯ ঘণ্টা আগে