কুড়িগ্রাম প্রতিনিধি
ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতের দাবিতে কুড়িগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদের কুড়িগ্রাম জেলা শাখা এই কর্মসূচি পালন করে।
আজ রোববার সকাল ৯টা থেকে কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরে জিরো পয়েন্ট কুড়িগ্রাম-চিলমারী-ভূরুঙ্গামারী সড়ক অবরোধ করে প্রায় ৫ ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন সংগঠনের সদস্যরা।
ন্যাশনাল সার্ভিস প্রকল্পের এই প্রতিবাদ কর্মসূচিতে কুড়িগ্রামের ৯ উপজেলার কয়েক হাজার সদস্য অংশগ্রহণ করেন। শহরের কেন্দ্রস্থলে সড়কের ওপর কর্মসূচি পালনের যান চলাচল বিঘ্নিত হয়ে জনদুর্ভোগ তৈরি হয়। চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।
প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার ছিল—ঘরে ঘরে চাকরি দেবেন। কিন্তু ন্যাশনাল সার্ভিস প্রকল্পের মাধ্যমে দুই বছর মেয়াদি চাকরির পর তা বন্ধ হয়ে যায়। ফলে এ প্রকল্পের কুড়িগ্রামের প্রায় ৩৮ হাজার শিক্ষিত মানুষ বেকার হয়ে পড়েছেন। এ প্রকল্পের স্থায়ীকরণের দাবি জানান তাঁরা।
সংগঠনটির কুড়িগ্রাম শাখার সাধারণ সম্পাদক মো. মাইদুল ইসলাম বলেন, ‘ন্যাশনাল সার্ভিস প্রকল্পে দেশের প্রায় দুই লক্ষাধিক যুবক ও যুব মহিলা প্রশিক্ষণ ও কর্ম সংযুক্তি পেয়েছিল। দুই বছর পর প্রকল্পটি বন্ধ হয়ে যাওয়ায় আমরা লাখ লাখ শিক্ষিতরা বেকার হয়ে পড়ি। বর্তমানে আমরা পরিবার ও সন্তান নিয়ে খুব কষ্টে আছি। আমরা ন্যাশনাল সার্ভিস পুনরায় চালুর পাশাপাশি এটি স্থায়ী করার দাবিতে আজ সমবেত হয়েছি।’
জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, ‘শহীদ মিনার চত্বরে অবস্থানের অনুমতি নিয়ে ন্যাশনাল সার্ভিসের কর্মীরা সড়কে অবস্থান নেন। এ সময় যান চলাচল বিঘ্নিত হয়ে কিছুটা জনদুর্ভোগ হয়েছে। আমরা বিকল্প সড়কে জনগণের চলাচলের ব্যবস্থা করেছিলাম।’
ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতের দাবিতে কুড়িগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদের কুড়িগ্রাম জেলা শাখা এই কর্মসূচি পালন করে।
আজ রোববার সকাল ৯টা থেকে কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরে জিরো পয়েন্ট কুড়িগ্রাম-চিলমারী-ভূরুঙ্গামারী সড়ক অবরোধ করে প্রায় ৫ ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন সংগঠনের সদস্যরা।
ন্যাশনাল সার্ভিস প্রকল্পের এই প্রতিবাদ কর্মসূচিতে কুড়িগ্রামের ৯ উপজেলার কয়েক হাজার সদস্য অংশগ্রহণ করেন। শহরের কেন্দ্রস্থলে সড়কের ওপর কর্মসূচি পালনের যান চলাচল বিঘ্নিত হয়ে জনদুর্ভোগ তৈরি হয়। চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।
প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার ছিল—ঘরে ঘরে চাকরি দেবেন। কিন্তু ন্যাশনাল সার্ভিস প্রকল্পের মাধ্যমে দুই বছর মেয়াদি চাকরির পর তা বন্ধ হয়ে যায়। ফলে এ প্রকল্পের কুড়িগ্রামের প্রায় ৩৮ হাজার শিক্ষিত মানুষ বেকার হয়ে পড়েছেন। এ প্রকল্পের স্থায়ীকরণের দাবি জানান তাঁরা।
সংগঠনটির কুড়িগ্রাম শাখার সাধারণ সম্পাদক মো. মাইদুল ইসলাম বলেন, ‘ন্যাশনাল সার্ভিস প্রকল্পে দেশের প্রায় দুই লক্ষাধিক যুবক ও যুব মহিলা প্রশিক্ষণ ও কর্ম সংযুক্তি পেয়েছিল। দুই বছর পর প্রকল্পটি বন্ধ হয়ে যাওয়ায় আমরা লাখ লাখ শিক্ষিতরা বেকার হয়ে পড়ি। বর্তমানে আমরা পরিবার ও সন্তান নিয়ে খুব কষ্টে আছি। আমরা ন্যাশনাল সার্ভিস পুনরায় চালুর পাশাপাশি এটি স্থায়ী করার দাবিতে আজ সমবেত হয়েছি।’
জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, ‘শহীদ মিনার চত্বরে অবস্থানের অনুমতি নিয়ে ন্যাশনাল সার্ভিসের কর্মীরা সড়কে অবস্থান নেন। এ সময় যান চলাচল বিঘ্নিত হয়ে কিছুটা জনদুর্ভোগ হয়েছে। আমরা বিকল্প সড়কে জনগণের চলাচলের ব্যবস্থা করেছিলাম।’
রাজশাহীর তানোর উপজেলায় মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে চুরি হয়ে যাওয়া প্রায় ১১ লাখ টাকা। এই টাকা চুরির ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক যুবককেও। গ্রেপ্তার যুবকের নাম আরজেদ আলী ওরফে কুরহান (৩৫)। তিনি উপজেলার গোয়ালপাড়া জোড়পাড়া গ্রামের বাসিন্দা। গতকাল বুধবার দুপুরে কুরহানের বাড়ির পেছনের মাটি খুঁড়ে টাকার ব্যাগ
২ মিনিট আগেদুপুরের কড়া রোদ পড়ছে সদ্য লাগানো টিনের নতুন বেড়ায়। ঝিলমিল করে উঠছে আলো, যেন ভাঙাচোরা দিনগুলোকে ঢেকে রাখছে এক টুকরো আশ্বাসে। রংপুরের গঙ্গাচড়ার আলদাদপুর ছয়আনি বালাপাড়ায় সেই টিনের ঘরের পাশে দাঁড়িয়ে ষাটোর্ধ্ব কমলা কান্ত বাঁশে বাতা বাঁধছিলেন নিঃশব্দে। ঘর ভাঙার হাহাকার, আর এখন ঘর সাজানোর ঠকঠক শব্দ—এই
৩ মিনিট আগেস্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জাহিদুল হক এ রায় ঘোষণা করেন।
১৮ মিনিট আগেপ্রায় ১৮৫ বছর আগে সিলেটের এক গভীর অরণ্যে শিকার করা হয়েছিল একটি দুর্লভ বুনো মহিষ। সেই মহিষের শিংসহ মাথার করোটি (শিংসহ মাথার খুলি) স্থান পেয়েছে নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর (সোমপুর) বৌদ্ধবিহার জাদুঘরে। আজ বৃহস্পতিবার দুপুরে নওগাঁ শহরের কালিতলা মহল্লার অধ্যাপক (অব.) মো. ফজলুল হক তাঁর পরিবারের প্রজন্ম ধরে
২০ মিনিট আগে