চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের চিলমারীতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে ব্রহ্মপুত্র নদের একাংশের বাঁধ নির্মাণকাজ শুরু হতে যাচ্ছে। এলাকাবাসীর দেওয়া বাঁশ, গাছ, টাকার সহযোগিতায় এ কাজের উদ্বোধন করা হয়েছে। বাম্বু বান্ডেলিং প্রযুক্তি ব্যবহার করে এ কাজ করা হচ্ছে।
আজ শনিবার ব্রহ্মপুত্র নদের চিলমারী ইউনিয়নের শাখাহাতি এলাকার পশ্চিম তীরে বাঁধ নির্মাণকাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. রুকুনুজ্জামান শাহীন।
এলাকাবাসী বলছেন, অবহেলিত চিলমারী ইউনিয়নের পশ্চিম তীরে বাঁধ নির্মাণকাজ সম্পন্ন হলে নদীভাঙনের হাত থেকে রক্ষা পাবে দুটি কমিউনিটি ক্লিনিক, ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি জুনিয়র হাই স্কুল ও মসজিদ-মাদ্রাসাসহ কয়েক হাজার বসতবাড়ি এবং হাজার হাজার একর ফসলি জমি। দীর্ঘ ২৫ বছর এই ইউনিয়ন ও পার্শ্ববর্তী অষ্টমীরচর ইউনিয়নের প্রায় ৮ হাজার পরিবার একই সঙ্গে বসবাস করে আসছে। গত বছরের বন্যায় চিলমারী ইউনিয়নের পশ্চিম তীরের প্রায় ১ হাজার একর আবাদি জমি ১২৫টি পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যায়। ফলে বসতভিটা এবং আবাদি জমি হারিয়ে অসহায় হয়ে পড়ে পরিবারগুলো। দীর্ঘদিন ধরে চলমান এ নদীভাঙন রোধে কোনো কাজ না হওয়ায় এই ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান এলাকাবাসীর কাছে সহযোগিতা চান।
শাখাহাতি এলাকার বাসিন্দা সুফিয়া বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘হামার এতি যে ভাবে নদী ভাঙে, আর কিছুদিন গেইলে হামার ইউনিয়ন বিলীন হয়া যাইবে। সেই জন্যে হামরা এলাকার মানুষেরা বাঁশ, গাছ টাকা দিছি। সরকার যেন হামার এতি নজর দেয়।’
একই ইউনিয়নের বাসিন্দা মাইদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা নদী ভাঙনে কারণে আমরা একেবারে নিঃস্ব। সরকারিভাবে নদী ভাঙন রোধে কোনো কাজ না হওয়ায় আমরা এলাকাবাসী এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিজ উদ্যোগে নদীভাঙন রোধে কাজ করায় আমরা খুশি। এখন আমরা নদীভাঙনের হাত থেকে রক্ষা পাব।’
রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক শিক্ষার্থী রোকেয়া ইসলাম বলেন, ‘বাম্বু বান্ডেলিং প্রযুক্তি ব্যবহার করে এই নদীভাঙন প্রতিরোধ বাঁধ তৈরি করা হচ্ছে। আমার বিশ্বাস বাম্বু বান্ডেলিং প্রযুক্তি ব্যাপকভাবে সফল হবে। এই প্রযুক্তি ব্যবহার করে স্বল্পব্যয়ে নদী ভাঙন রোধ করা যাবে।’
এ বিষয়ে চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নদীভাঙনের কারণে আমার ইউনিয়নের হাজার হাজার পরিবার জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এখনো ৪টি ওয়ার্ড নদীভাঙনের ঝুঁকির মধ্যে রয়েছে। বাঁধ নির্মাণ সম্পূর্ণ হলে আমার ইউনিয়নসহ পার্শ্ববর্তী অষ্টমীরচর ইউনিয়নের প্রায় ৭ থেকে ৮ হাজার পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক, ভূমি অফিসসহ বিভিন্ন স্থাপনা নদী ভাঙন থেকে রক্ষা পাবে।’
তিনি আরও বলেন, ‘এটা আমার জন্মস্থান। আমি চেষ্টা করব চরাঞ্চলের মানুষের সব ধরনের সমস্যা সমাধানে তাদের পাশে থাকবে।’
এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রুকুনুজ্জামান শাহীন আজকের পত্রিকাকে জানান, চিলমারী ইউনিয়নের মানুষের এই উদ্যোগে আমি সাধুবাদ জানাই। আমি চেষ্টা করবে ভাঙন রোধে সরকারিভাবে সহায়তা করার।’
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ (জামান), মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম চৌধুরী, চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, থানা হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মিলন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবু হোসাইন সিদ্দিক রানা প্রমুখ।
কুড়িগ্রামের চিলমারীতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে ব্রহ্মপুত্র নদের একাংশের বাঁধ নির্মাণকাজ শুরু হতে যাচ্ছে। এলাকাবাসীর দেওয়া বাঁশ, গাছ, টাকার সহযোগিতায় এ কাজের উদ্বোধন করা হয়েছে। বাম্বু বান্ডেলিং প্রযুক্তি ব্যবহার করে এ কাজ করা হচ্ছে।
আজ শনিবার ব্রহ্মপুত্র নদের চিলমারী ইউনিয়নের শাখাহাতি এলাকার পশ্চিম তীরে বাঁধ নির্মাণকাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. রুকুনুজ্জামান শাহীন।
এলাকাবাসী বলছেন, অবহেলিত চিলমারী ইউনিয়নের পশ্চিম তীরে বাঁধ নির্মাণকাজ সম্পন্ন হলে নদীভাঙনের হাত থেকে রক্ষা পাবে দুটি কমিউনিটি ক্লিনিক, ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি জুনিয়র হাই স্কুল ও মসজিদ-মাদ্রাসাসহ কয়েক হাজার বসতবাড়ি এবং হাজার হাজার একর ফসলি জমি। দীর্ঘ ২৫ বছর এই ইউনিয়ন ও পার্শ্ববর্তী অষ্টমীরচর ইউনিয়নের প্রায় ৮ হাজার পরিবার একই সঙ্গে বসবাস করে আসছে। গত বছরের বন্যায় চিলমারী ইউনিয়নের পশ্চিম তীরের প্রায় ১ হাজার একর আবাদি জমি ১২৫টি পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যায়। ফলে বসতভিটা এবং আবাদি জমি হারিয়ে অসহায় হয়ে পড়ে পরিবারগুলো। দীর্ঘদিন ধরে চলমান এ নদীভাঙন রোধে কোনো কাজ না হওয়ায় এই ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান এলাকাবাসীর কাছে সহযোগিতা চান।
শাখাহাতি এলাকার বাসিন্দা সুফিয়া বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘হামার এতি যে ভাবে নদী ভাঙে, আর কিছুদিন গেইলে হামার ইউনিয়ন বিলীন হয়া যাইবে। সেই জন্যে হামরা এলাকার মানুষেরা বাঁশ, গাছ টাকা দিছি। সরকার যেন হামার এতি নজর দেয়।’
একই ইউনিয়নের বাসিন্দা মাইদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা নদী ভাঙনে কারণে আমরা একেবারে নিঃস্ব। সরকারিভাবে নদী ভাঙন রোধে কোনো কাজ না হওয়ায় আমরা এলাকাবাসী এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিজ উদ্যোগে নদীভাঙন রোধে কাজ করায় আমরা খুশি। এখন আমরা নদীভাঙনের হাত থেকে রক্ষা পাব।’
রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক শিক্ষার্থী রোকেয়া ইসলাম বলেন, ‘বাম্বু বান্ডেলিং প্রযুক্তি ব্যবহার করে এই নদীভাঙন প্রতিরোধ বাঁধ তৈরি করা হচ্ছে। আমার বিশ্বাস বাম্বু বান্ডেলিং প্রযুক্তি ব্যাপকভাবে সফল হবে। এই প্রযুক্তি ব্যবহার করে স্বল্পব্যয়ে নদী ভাঙন রোধ করা যাবে।’
এ বিষয়ে চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নদীভাঙনের কারণে আমার ইউনিয়নের হাজার হাজার পরিবার জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এখনো ৪টি ওয়ার্ড নদীভাঙনের ঝুঁকির মধ্যে রয়েছে। বাঁধ নির্মাণ সম্পূর্ণ হলে আমার ইউনিয়নসহ পার্শ্ববর্তী অষ্টমীরচর ইউনিয়নের প্রায় ৭ থেকে ৮ হাজার পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক, ভূমি অফিসসহ বিভিন্ন স্থাপনা নদী ভাঙন থেকে রক্ষা পাবে।’
তিনি আরও বলেন, ‘এটা আমার জন্মস্থান। আমি চেষ্টা করব চরাঞ্চলের মানুষের সব ধরনের সমস্যা সমাধানে তাদের পাশে থাকবে।’
এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রুকুনুজ্জামান শাহীন আজকের পত্রিকাকে জানান, চিলমারী ইউনিয়নের মানুষের এই উদ্যোগে আমি সাধুবাদ জানাই। আমি চেষ্টা করবে ভাঙন রোধে সরকারিভাবে সহায়তা করার।’
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ (জামান), মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম চৌধুরী, চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, থানা হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মিলন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবু হোসাইন সিদ্দিক রানা প্রমুখ।
নগরবাসীর নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার উদ্দেশ্যে ২০২১ সালের ডিসেম্বরে কুমিল্লা সিটি করপোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৯০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। দুই কোটি টাকার বেশি ব্যয়ে স্থাপিত এসব ক্যামেরায় ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্বয়ংক্রিয় গাড়ির নম্বর শনাক্তকরণ, মানুষের মুখাবয়ব চেনার স
১ ঘণ্টা আগেরাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনটির কাঠামোই দৃশ্যত সোমবারের বিপর্যয়কে এতটা প্রাণঘাতী করে তুলেছে। সরেজমিন ঘুরে এবং ভুক্তভোগী অভিভাবকদের সঙ্গে কথা বলে এমন ধারণাই পাওয়া গেছে।
৩ ঘণ্টা আগেঝালকাঠি শহরের কিফাইতনগর এলাকায় দেড় কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত আরসিসি সড়ক উদ্বোধনের মাত্র দুই মাসের মাথায় ধসে পড়েছে। খালের পাড়ঘেঁষা গাইড ওয়াল ভেঙে পড়ায় সড়কের একটি বড় অংশ এখন কার্যত শূন্যে ঝুলছে। ভারী যানবাহন চলাচলের ফলে পুরো রাস্তা ধসে পড়তে পারে, এমন আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
৪ ঘণ্টা আগেস্বপ্নের দেশ ইতালি। সেখানে গিয়ে নিজেরসহ পরিবারের সব স্বপ্ন পূরণ করবেন। এই আশায় লিবিয়া হয়ে অবৈধভাবে ইউরোপের দেশটিতে যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ আছেন মাদারীপুরের রাজৈরের ১৪ যুবক। পাঁচ মাস ধরে তাঁদের কোনো খোঁজ পাচ্ছেন না স্বজনেরা।
৪ ঘণ্টা আগে