কুড়িগ্রাম ও উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাস ইউনিয়নের মাদারগঞ্জ ভূমি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে। আজ রোববার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে কচাকাটা থানা-পুলিশ।
নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ অগ্নিকাণ্ড ও এতে ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার দুজন হলেন—বল্লভেরখাস ইউনিয়নের মাদারগঞ্জ বাজার এলাকার মকবুল হোসেনের ছেলে আরিফ হোসেন ও একই ইউনিয়নের গাবতলা ডাক্তার পাড়ার নুর ইসলামের ছেলে বাবু মিয়া। তাঁরা আজ ভোরে ভূমি কার্যালয়ে দরজার তালা ভেঙে ভেতরে থাকা একটি পাম্প মোটর চুরি করে নিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, রোববার ভোরে নামাজ পড়তে গেলে স্থানীয়রা ভূমি কার্যালয়ে আগুন দেখতে পান। পরে স্থানীয়দের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খবর পেয়ে ভূমি কার্যালয়ের কর্মচারী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
গ্রেপ্তার আরিফ ও বাবুর দেওয়া প্রাথমিক ‘স্বীকারোক্তির’ বরাতে পুলিশ জানায়, রোববার ভোরে ভূমি কার্যালয়ে ঢুকে একটি পানির পাম্প চুরি করে নিয়ে যান আরিফ ও বাবু। এ সময় তাঁরা কার্যালয়ের ভেতর ধূমপান করেন। তাদের ফেলে যাওয়া সিগারেট থেকে অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে কার্যালয়ের বেশ কিছু নথিপত্র পুড়ে গেছে।
তবে পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডটি অভিযুক্তদের দ্বারা ইচ্ছাকৃত সংঘটিত কি না এবং এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
ইউএনও সিব্বির আহমেদ বলেন, ‘চুরির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্য মতে পাম্প মোটরটি উদ্ধার করা হয়েছে। আগুনে অফিসের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে।’ আগুনে ১২টি রেজিস্ট্রার-২ বই, ও একটি রেজিস্ট্রার-১২ বই পুড়ে গেছে। এ ছাড়াও বেশ কিছু নামজারি নথি পুড়ে গেছে বলেও জানান, ইউএনও।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার দুপুরে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী আরিফের ঘর থেকে পাম্প মোটরটি উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও অভিযানে বাবু মিয়ার ঘর থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে।
ওসি বলেন, ‘ভূমি কার্যালয়ের এক কর্মচারী বাদী হয়ে গ্রেপ্তার দুই যুবকের বিরুদ্ধে চুরি ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা করেছেন। এ ছাড়াও থানার উপপরিদর্শক আজহার আলী বাদী হয়ে অভিযুক্ত বাবু মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। আসামিদের আদালতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাস ইউনিয়নের মাদারগঞ্জ ভূমি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে। আজ রোববার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে কচাকাটা থানা-পুলিশ।
নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ অগ্নিকাণ্ড ও এতে ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার দুজন হলেন—বল্লভেরখাস ইউনিয়নের মাদারগঞ্জ বাজার এলাকার মকবুল হোসেনের ছেলে আরিফ হোসেন ও একই ইউনিয়নের গাবতলা ডাক্তার পাড়ার নুর ইসলামের ছেলে বাবু মিয়া। তাঁরা আজ ভোরে ভূমি কার্যালয়ে দরজার তালা ভেঙে ভেতরে থাকা একটি পাম্প মোটর চুরি করে নিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, রোববার ভোরে নামাজ পড়তে গেলে স্থানীয়রা ভূমি কার্যালয়ে আগুন দেখতে পান। পরে স্থানীয়দের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খবর পেয়ে ভূমি কার্যালয়ের কর্মচারী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
গ্রেপ্তার আরিফ ও বাবুর দেওয়া প্রাথমিক ‘স্বীকারোক্তির’ বরাতে পুলিশ জানায়, রোববার ভোরে ভূমি কার্যালয়ে ঢুকে একটি পানির পাম্প চুরি করে নিয়ে যান আরিফ ও বাবু। এ সময় তাঁরা কার্যালয়ের ভেতর ধূমপান করেন। তাদের ফেলে যাওয়া সিগারেট থেকে অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে কার্যালয়ের বেশ কিছু নথিপত্র পুড়ে গেছে।
তবে পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডটি অভিযুক্তদের দ্বারা ইচ্ছাকৃত সংঘটিত কি না এবং এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
ইউএনও সিব্বির আহমেদ বলেন, ‘চুরির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্য মতে পাম্প মোটরটি উদ্ধার করা হয়েছে। আগুনে অফিসের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে।’ আগুনে ১২টি রেজিস্ট্রার-২ বই, ও একটি রেজিস্ট্রার-১২ বই পুড়ে গেছে। এ ছাড়াও বেশ কিছু নামজারি নথি পুড়ে গেছে বলেও জানান, ইউএনও।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার দুপুরে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী আরিফের ঘর থেকে পাম্প মোটরটি উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও অভিযানে বাবু মিয়ার ঘর থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে।
ওসি বলেন, ‘ভূমি কার্যালয়ের এক কর্মচারী বাদী হয়ে গ্রেপ্তার দুই যুবকের বিরুদ্ধে চুরি ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা করেছেন। এ ছাড়াও থানার উপপরিদর্শক আজহার আলী বাদী হয়ে অভিযুক্ত বাবু মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। আসামিদের আদালতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
আজ ২৩ জুলাই, ২০২৫। ২০০২ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন্নাহার হলে ছাত্রীদের ওপর তৎকালীন পুলিশ বাহিনী বর্বরোচিত হামলা চালায়। পূর্ববর্তী সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত হল প্রাধ্যক্ষকে সরানোর ঘটনাকে কেন্দ্র করে সেদিন গভীর রাতে শামসুন্নাহার হলের গেট ভেঙে সাধারণ ছাত্রীদের ওপর এই হামলা চালান
৫ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘অনেকে ভাবছেন, আমাদের লড়াই শেষ হয়ে গেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমাদের লড়াই এখনো শেষ হয়নি। আমাদের সামনে দীর্ঘ পথ, দীর্ঘ লড়াই। সেই পথে আমাদের ঐক্যবদ্ধভাবে এগোতে হবে।’
১২ মিনিট আগেচট্টগ্রাম বন্দরে তিন বছর আগে মিথ্যা ঘোষণায় বিপুল পরিমাণ বিদেশি মদ ও সিগারেট আমদানির ঘটনায় একটি ব্যাগ ও লাগেজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের ভারতীয় চার কর্মকর্তাকে আসামি করে মামলা করেছিল কাস্টমস কর্তৃপক্ষ। তদন্তে ওই আমদানির সঙ্গে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের কোনো সম্পৃক্ততা না পাওয়ায় তাঁদের মামলা থেকে অব্যাহত
৩৯ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাড়ির মালিক জজ মিয়াকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে রূপগঞ্জ থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগে