Ajker Patrika

‘আদিবাসীদের জমি নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না’

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
‘আদিবাসীদের জমি নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না’

আদিবাসীদের জমি নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন। আজ বুধবার বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজনের মাঝে মাদকের ব্যবহার নিয়ন্ত্রণ, বাল্য বিবাহ হ্রাস ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশের রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) দেবদাস ভট্টাচার্য বলেন, ‘মাদক সেবনকারী প্রতিটি ব্যক্তি নিজেরা যেমন ধ্বংস হচ্ছেন, একই সাথে তাঁরা বিপর্যস্ত করে তুলছেন তাঁদের পরিবারের সদস্যদের জীবন।’ এ সময়, মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি। পরে তিনি স্থানীয়দের খোঁজ খবর নেন এবং তাঁদের সন্তানে সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে পড়ালেখার উৎসাহ প্রদান করেন। 

পুলিশ সুপার বলেন, ‘উপজেলার বিভিন্ন স্থানে আদিবাসীদের জমি নিয়ে এক শ্রেণির অসাধু চক্র পাঁয়তারা করছে বলে জেনেছি।’ তাদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। এ ছাড়া, আদিবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে সব সময় তাদের পাশে থাকারও প্রতিশ্রুতি দেন তিনি। 

নবাবগঞ্জ উপজেলার উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ সোম, সহকারী পুলিশ সুপার মো. ওহেদুন্নবী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ফেরদৌস ওয়াহিদ, কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের পিএফ মৌশী বৈদ্য, আগাপে সোশ্যাল কনসার্নের কো-অর্ডিনেটর বিভাস বিশ্বাস, উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি বিপ্লব কুমার সাহাসহ আদিবাসী নেতা শ্যামল মার্ডি। 

এর আগে অতিথিদের বরণ নাচ (দারাম), পা ধোয়া অনুষ্ঠান, ফুল দিয়ে অভ্যর্থনা নাচসহ আদিবাসী শিশু শিল্পীরা নৃত্য পরিবেশন করে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত