Ajker Patrika

শিক্ষকেরা সর্বোচ্চ সম্মান পাবেন: নৌ প্রতিমন্ত্রী 

বিরল (দিনাজপুর) প্রতিনিধি
শিক্ষকেরা সর্বোচ্চ সম্মান পাবেন: নৌ প্রতিমন্ত্রী 

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষকেরা সর্বোচ্চ সম্মান পাবেন। তাঁদের জন্য আলাদা বেতন স্কেল তৈরি করা হবে।’ 

আজ বুধবার দুপুরে দিনাজপুরের বিরলে মঙ্গলপুর সিনিয়র আলিম মাদ্রাসার নবনির্মিত একাডেমি ভবন উদ্বোধনের সময় এসব কথা বলেন এমপি। 

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে রেল, সড়ক ও আকাশ যোগাযোগ ব্যবস্থার আমল পরিবর্তন হয়েছে। দেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া ও রূপসা থেকে পাটুরিয়া সব ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লেগেছে।’ 

নৌ পরিবহন প্রতিমন্ত্রী আরও বলেন, ‘দেশের মানুষ অনেক ভালো আছে। করোনা মোকাবিলার ক্ষেত্রে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, বাংলাদেশে দুই থেকে তিন কোটি মানুষ বিনা চিকিৎসায় ও না খেয়ে মারা যাবে। কিন্তু বাংলাদেশে কোনো মানুষ বিনা চিকিৎসায় বা না খেয়ে মারা যায়নি। বরং করোনা মোকাবিলায় বিশ্বে পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশের নাম রয়েছে।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফছানা কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এসএম শাহীনুর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায় প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত