Ajker Patrika

পীরগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ২০: ২৫
পীরগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চলন্ত ট্রেনের ছাদ থেকে লাফ দিয়ে কাওসার (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

আজ বুধবার দুপুরে উপজেলার ভোমরাদহ রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত যুবক উপজেলার খামার সেনুয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ভোমরাদহ রেলস্টেশনের কাছে পৌঁছায়। এ সময় ট্রেনের ছাদে ভ্রমণ করা এক যুবক লাফ দিলে রেললাইনের ২ নম্বর লাইনের সঙ্গে মাথায় আঘাত পান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

এ বিষয়ে পীরগঞ্জ রেল স্টেশনের সহকারী মাস্টার সোহরাব আলী সুজন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত