Ajker Patrika

আস্ত কাঁঠাল খেয়ে পুরস্কার জিতলেন তাঁরা

রংপুর প্রতিনিধি
Thumbnail image

রংপুরে কাঁঠাল খাওয়ার ব্যতিক্রমী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পুষ্টিগুণ সমৃদ্ধ জাতীয় ফল কাঁঠালের গুরুত্ব বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরার প্রয়াস থেকেই এ আয়োজন করা হয় বলে জানান আয়োজকেরা। 

কাঁঠাল খাওয়া প্রতিযোগিতায় নারী ও পুরুষ বিভাগে সেরা ছয়জনকে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়ার পাশাপাশি কাঁঠাল বিষয়ক ছড়া লেখায় বিজয়ী তিনজনকে পুরস্কৃত করা হয়। এ ছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবার মাঝে কাঁঠাল গাছের চারা বিতরণ করা হয়। 

পুরুষ ও নারী ক্যাটাগরিতে কাঁঠাল খাওয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়আজ শুক্রবার সকালে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে ব্যতিক্রম এ প্রতিযোগিতার আয়োজন করে সাহিত্যের কাগজ মৌচাক। 

সকাল ১১টায় ফিতা কেটে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোতাহার হোসেন মণ্ডল মওলা। 

এ সময় কাঁঠালের পুষ্টিগুণ নিয়ে আলোচনা করেন চিকিৎসক ডা. মফিজুল ইসলাম মান্টু, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মতিয়ার রহমান। 

পুরুষ ও নারী ক্যাটাগরিতে কাঁঠাল খাওয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন ‘রঙ্গপুর সাহিত্য পরিষৎ’-এর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, অভিযাত্রিক সভাপতি লেখক রানা মাসুদ, রংপুর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আতিক উল আলম কল্লোল, ভাওয়াইয়া শিল্পী খ ম আলী সম্রাট, কারমাইকেল কলেজছাত্র সংসদের সাবেক ভিপি আলাউদ্দিন মিয়া প্রমুখ। এতে সভাপতিত্ব করেন মৌচাক-এর প্রধান উপদেষ্টা লেখক ও গবেষক রেজাউল করিম মুকুল। 

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়আলোচনা শেষে নারী ও পুরুষ বিভাগে কাঁঠাল খাওয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় নারীদের মধ্যে—এসএম ইতি প্রথম, রুমকি রহমান দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেন শাহিনা বেগম। পুরুষ বিভাগে প্রথম হয়েছেন—সোহানুর রহমান শাহিন, দ্বিতীয় স্বপন চৌধুরী এবং তৃতীয় এস এ অপু। 

এ ছাড়া দেশব্যাপী কাঁঠাল বিষয়ক ছড়া লেখায় দিনাজপুরের লুৎফর রহমান প্রথম, গাইবান্ধার আতাউর রহমান লিটন দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন ঢাকার উম্মে হাবিবা সূচনা। 

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে সব প্রতিযোগীর হাতে একটি করে কাঁঠালের চারা বিতরণ করা হয়। এই প্রতিযোগিতার অর্থ কুড়িগ্রাম ও রংপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হবে বলে জানিয়েছেন মৌচাক সম্পাদক রেজাউল করিম জীবন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত