Ajker Patrika

মৃদু শৈত্যপ্রবাহের কবলে চিলমারী

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১২: ২৯
মৃদু শৈত্যপ্রবাহের কবলে চিলমারী

কুড়িগ্রামের চিলমারীতে মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। আজ বুধবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। মৃদু শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে উপজেলাবাসী। বিশেষ করে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ বেশি দুর্ভোগে পড়েছেন।

জানা গেছে, তীব্র শীতের কারণে সকাল সকাল কাজে যোগ দিতে পারছেন না খেটে খাওয়া নিম্ন আয়ের লোকজন। গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন তাঁরা। অন্যদিকে, তীব্র শীতের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। 

তীব্র শীতের কারণে কাজে যোগ দিতে পারছেন না নিম্নআয়ের মানুষএ বিষয়ে থানাহাট ইউনিয়নের সবুজপাড়া এলাকার রিকশাচালক লোকমান আলী (৪০) বলেন, ‘ঠান্ডার কারণে দুই দিন থাকি রিকশায় মানুষ কম উঠছে। আগে কামাই (রোজগার) করতাম ৪০০ থেকে ৫০০ টাকা, এখন হচ্ছে ২০০ টাকা। এই কামাই দিয়ে ছাওয়াপাওয়া (ছেলেমেয়ে) নিয়ে কেমন করি বাইচমো (বাঁচব)! এদিকে গরম কাপড়ের যে দাম, ছাওয়াপাওয়াক কেমন করি কাপড় কিনি দেব এই চিন্তায় বাচিনে।’ 

রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ এলাকার বৃদ্ধ জহুরুল মিয়া (৭০) বলেন, ‘জারে (ঠান্ডায়) খুব কাবু হইছি। হামাক (আমাকে) এলাও (এখনো) কোনো চেয়ারম্যান-মেম্বাররা কম্বল দেয় নাই। তাই সরকারের কাছত (কাছে) দাবি, হামাক যেন কম্বল দেয়।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত