Ajker Patrika

সিনোফার্মের টিকা নেওয়া ব্যক্তিকে দ্বিতীয় ডোজে অ্যাস্ট্রাজেনেকার দিলেন স্বাস্থ্যকর্মী

প্রতিনিধি, রংপুর 
আপডেট : ১৬ আগস্ট ২০২১, ২১: ২১
সিনোফার্মের টিকা নেওয়া ব্যক্তিকে দ্বিতীয় ডোজে অ্যাস্ট্রাজেনেকার দিলেন স্বাস্থ্যকর্মী

রংপুরের গঙ্গাচড়ায় রাকিবুল হাসান নামে এক ব্যক্তিকে এক মাসের ব্যবধানে আলাদা কোম্পানির কোভিড টিকা দেওয়ার অভিযোগ উঠেছে। আজ সোমবার সকালে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

রাকিবুল হাসান গ্রামীণ ব্যাংকের গঙ্গাচড়া শাখায় ব্যবস্থাপক হিসেবে কর্মরত।

রাকিবুল হাসান জানান, গত ১২ জুলাই গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকা কেন্দ্রে তিনি প্রথম ডোজে সিনোফার্মের টিকা নেন। প্রথম ডোজ নেওয়ার এক মাস তিন দিন পর আজ সোমবার সকালে দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য ওই কেন্দ্রে যান। সেখানে তাঁকে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেন স্বাস্থ্যকর্মী।
 
রাকিবুল আরও জানান, টিকা নেওয়ার পর স্বাস্থ্যকর্মীদের কাছে জানতে চাইলে তাঁরা অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়ার কথা জানান। তাঁরা তাঁকে বলেন, কোনো সমস্যা হবে না। 

এ বিষয়ে রংপুর জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় বলেন, ওই ব্যক্তির নিজের ভুলেই এ ঘটনা ঘটেছে। 

সিভিল সার্জন বলেন, টিকা নিতে আসা ওই ব্যক্তির সঙ্গে কোনো কাগজপত্র ছিল না। এর আগে কোন কোম্পানির টিকা নিয়েছিলেন, তাও বলতে পারেননি। তাঁর নিজের ভুলের কারণে এ ঘটনাটি ঘটেছে। তবে এতে তাঁর কোনো সমস্যা হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত