Ajker Patrika

অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি
অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা
অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

পরিবেশের জন্য ক্ষতিকর অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন হয়েছে। আজ বুধবার দুপুরে শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে গার্ডিয়ান অব ক্লাইমেট অ্যাকশনের সার্বিক সহযোগিতায় ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের আয়োজনে এই মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তব্য দেন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের বিভাগীয় সমন্বয়ক মারুফ হাসান, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের গাইবান্ধা জেলা শাখার সহসমন্বয়কারী কাফি ইসলাম লিমন, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের কুড়িগ্রাম জেলা শাখার সহসমন্বয়কারী রাইয়ান রিফাত। সংহতি জানিয়ে বক্তব্য দেন, শিক্ষক ও সমাজসেবক এস এম মনিরুরজ্জামান সবুজ, বাসদের গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক গোলাম রব্বানী প্রমুখ।

বক্তারা বলেন, ‘ইটভাটায় কাঠ, কয়লা ব্যবহার করে ইট পোড়ানোর কাজ চলছে; ইট পোড়ানোর পরবর্তীকালে অবশিষ্ট কাঠ-কয়লা কৃষিজমি ও জলাশয়ে ফেলার ফলে কৃষিজমির উর্বরতা শক্তি কমছে ও জলাশয়ের পানি দূষিত হচ্ছে। যার ফলে পানির ইকো-সিস্টেম নষ্ট হচ্ছে, যা আমাদের মানুষ ও পরিবেশের জন্য খুবই ক্ষতিকারক।’

বক্তারা এ সময় বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর সব অবৈধ ইটভাটা বন্ধ না করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত