Ajker Patrika

কালীগঞ্জে পৃথক এলাকা থেকে ২ নারীর মরদেহ উদ্ধার

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
কালীগঞ্জে পৃথক এলাকা থেকে ২ নারীর মরদেহ উদ্ধার

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পৃথক এলাকা থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলায় দলগ্রাম ইউনিয়নের উত্তর দলগ্রাম ও মদাতী ইউনিয়নের উত্তর মুশরত মদাতী এলাকা থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সকালে উপজেলার দলগ্রাম ইউনিয়নের উত্তর দলগ্রামে স্বামীর বাড়ি থেকে ফারিয়া বেগম (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফারিয়া ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে তাঁর স্বামীর পরিবার দাবি করলেও পুলিশ তাঁর মরদেহ বাড়ির উঠান থেকে উদ্ধার করে। 

নিহত ফারিয়া উপজেলার দক্ষিণ দলগ্রাম এলাকার জাহেদ আলীর মেয়ে। 

এ ঘটনার পর থেকে ফারিয়ার স্বামী সুজন মিয়া (৩০) তাঁর বাবা শাহাজাহান আলী ও মা শরিফা বেগম পলাতক রয়েছেন। 

ফারিয়ার মা আরেফা বেগমের দাবি, তাঁর মেয়েকে যৌতুকের টাকার জন্য স্বামী, শ্বশুর, শাশুড়ি নির্যাতন করে হত্যা করা হয়েছে। 

অপরদিকে উপজেলার মদাতী ইউনিয়নের উত্তর মুশরত মদাতী এলাকা থেকে রুপালি খাতুন (২৫) নামে এক নারীর মরদেহ অগ্নিদগ্ধ অবস্থায় সুপারি বাগান থেকে উদ্ধার করেছে পুলিশ। 

নিহত ওই নারী উত্তর মুশরত মদাতী গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। তিনি তালাকের পর তাঁর বাবার বাড়িতে বসবাস করতেন। 

রুপালীর মা আঞ্জুআরা বেগম জানান, ‘রাতে আমি আর আমার মেয়েসহ নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছি। সে কখন উঠে সুপারি বাগানে গেছে এটা আমি বলতে পারি না। সকাল বেলা তাঁকে খুঁজতে গিয়ে দেখি সে বাগানে মৃত অবস্থায় পড়ে আছে।’ 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসূল দুজন নারীর মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় কোন পক্ষই মামলা করেনি। ময়নাতদন্তের জন্য মরদেহ লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত