Ajker Patrika

বিয়ে করতে এসে কারাগারে যুবক

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৭: ০৩
বিয়ে করতে এসে কারাগারে যুবক

লালমনিরহাটের হাতীবান্ধায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে বিয়ে করতে আসায় বর রতন মিয়াকে (২০) তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার দুপুরে ওই বরকে লালমনিরহাট জেলহাজতে পাঠানো হয়েছে। 

এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবী এলাকায় কনের বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। 

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। দণ্ডপ্রাপ্ত রতন মিয়া জেলার পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রাম এলাকার রহিদুল ইসলামের ছেলে। 

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন বলেন, উপজেলার পশ্চিম সারডুবী এলাকায় নবী উদ্দিনের সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়ের বিয়ের আয়োজন চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে প্রশাসনসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও বর রতনকে আটক করা হয়। পরে বর রতন মিয়াকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

এ বিষয়ে হাতীবান্ধা থানার এসআই কমল জানান, শুক্রবার দুপুরে বর রতন মিয়াকে জেলহাজতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত