Ajker Patrika

দিনাজপুরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ 

চিরিরবন্দর ও দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ২০ মার্চ ২০২৩, ২১: ৩২
দিনাজপুরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ 

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সদর সীমান্তে দিনাজপুর-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বিআরটিসি বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের টেক্সটাইল বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় নিহতরা হলেন—নশরতপুর ইউনিয়নের দীঘলনালী গ্রামের শামসুল রহমানের ছেলে সোহানুর ইসলাম (২৫), একই এলাকার লিয়াকত আলীর ছেলে মোস্তাকিম ইসলাম (২৭) ও সাতনালা ইউনিয়নের জসিমেম্বার পাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. ফয়জার রহমান (৩০)। ফয়জার পিকআপ চালক ছিলেন। 

স্থানীয়রা জানায়, নিহত সোহানুর ইসলাম, মোস্তাকিম ইসলাম ও পিকআপ চালক মো. ফয়জার রহমানসহ তাঁদের দোকানের মালামাল ব্যাটারি নিয়ে পিকআপযোগে রাণীরবন্দর থেকে দিনাজপুরের উদ্দেশে রওনা দেন। পরে দিনাজপুর-রংপুর মহাসড়কের টেক্সটাইল বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পঞ্চগড়গামী একটি যাত্রীবাহী বিআরটিসির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।নজরুল ইসলাম নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে দেখি পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। পরে খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা পিকআপ থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করেন দশমাইল হাইওয়ে থানার কর্তব্যরত ইনচার্জ এসআই মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনার পর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত