Ajker Patrika

অসহায় সুখীতনের পলিথিনই ভরসা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
অসহায় সুখীতনের পলিথিনই ভরসা

সামান্য বৃষ্টিতেই ঘরের চাল দিয়ে পানি পড়ে। ভিজে যায় বিছানা। মাথা গোঁজার ঠাঁইটুকু রক্ষায় চালে দেওয়া হয়েছে পলিথিন। স্বামী-সন্তানসহ এই একটি ঘরেই গুটিসুটি মেরে থাকতে হয় সুখীতন বেগমের। অর্থের অভাবে মেরামত করতে না পেরে এভাবে তিন বছর পার করেছেন। 

সুখীতন বেগমের বাড়ি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের পূর্ব কেদার পূর্ব পাড়া গ্রামে। প্রায় তিন বছর আগে শিলা বৃষ্টির আঘাতে তাঁর ঘরের টিনের চালে অসংখ্য ছিদ্র হয়ে যায়। সেই ছিদ্র দিয়ে প্রবেশ করা বৃষ্টির পানিতে ভিজে যায় ঘরের চালের কাঠসহ অন্যান্য জিনিসপত্র। 

সুখীতন বেগমের বাড়িতে গিয়ে দেখা গেছে, বৃষ্টির পানি যাতে ঘরের ভেতর ঢুকতে না পারে সে জন্য অসংখ্য ছিদ্র হওয়া টিনের চাল পলিথিন দিয়ে ঢেকে দেওয়া। সেই পলিথিন কাগজও ছিঁড়ে গেছে। ঘরের ভেতরের বিছানাসহ অন্যান্য জিনিস যাতে বৃষ্টির পানিতে ভিজে নষ্ট না হয় সে জন্য পলিথিন দিয়ে সেগুলো ঢেকে রেখেছেন। ঘরের ভেতর থেকে ওপর দিকে তাকালে টিনের চালের ছিদ্র দিয়ে আকাশ দেখা যায়।

ছিদ্র চালের ঘরে মানবেতর জীবন সুখীতন বেগমেরসুখীতন বেগম বলেন, ‘মাটি কাটার কাজ করি। অসুস্থ স্বামী সব সময় কাজ করতে পারে না। বাড়ি ভিটা ছাড়া আর জমি নেই। ছেলে স্কুলে যায়। মাটি কাটার কাজ করে যা পাই তা দিয়ে কোনো মতে দিন চলে। ঘরটি ঠিক করতে ৬০ থেকে ৭০ হাজার টাকা লাগবে। এত টাকা কোথায় পাব? বৃষ্টিতে ভিজে যাওয়া থেকে বাঁচতে পলিথিনই ভরসা।’ 

সুখীতন বেগম আরও বলেন, ‘বছর তিনেক আগে বাম হাত ভেঙে গিয়েছিল। টাকার অভাবে চিকিৎসা হচ্ছিল না। প্রতিবেশীরা চাঁদা তুলে চিকিৎসার ব্যবস্থা করেছিল। ভাঙা হাতে রড ঢোকাতে হয়েছিল। সেই রড এক বছর আগেই বের করতে বলেছিল ডাক্তার। টাকার অভাবে এখনো তা বের করা হয়নি।’ 

সুখীতনের প্রতিবেশী আইয়ুব আলী ও বাহতন বেগম জানান, দুই হাতের কর্মের ওপর সুখীতনের সংসার চলে। দিন আনে, দিন খায়। বৃষ্টির দিনে খুব সমস্যা হয়। 

বলদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, সুখীতনের পরিবারকে বিভিন্নভাবে সহায়তা করা হয়। তবে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ঘর করে দেওয়ার সুযোগ নেই। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপক কুমার দেব শর্মা বলেন, ‘উপজেলায় এ রকম পরিবার আছে জানা ছিল না। পরিবারটি সাহায্যের আবেদন করলে সুযোগ এলে সহযোগিতা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

চট্টগ্রামে হামলায় ‘নিরাপত্তাহীন’ পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত