শিপুল ইসলাম, পঞ্চগড় থেকে
পঞ্চগড়ে আহমদিয়া জামাতের ‘সালানা জলসা’ বন্ধের দাবিতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ ঘটনার পর থেকে শহরজুড়ে আতঙ্ক বিরাজ করছে। আজ শনিবার পরিস্থিতি স্বাভাবিক হলেও যান চলাচলসহ লোকজনের উপস্থিতি কম দেখা গেছে। জরুরি প্রয়োজন ছাড়া শহরে বেরোচ্ছেন না কেউ।
এদিকে কঠোর টহলে রয়েছে পুলিশ, বিজিবি, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে সাধারণ জনগণের উপস্থিতি কখন স্বাভাবিক হবে, সেই শঙ্কায় রয়েছেন ব্যবসায়ী ও রিকশাচালকেরা।
আজ বেলা একটা পর্যন্ত চৌরঙ্গীর মোড়, ধাক্কামারার মোড়, গোল চত্বরসহ শহরের বিভিন্ন এলাকা সরেজমিন দেখা গেছে, শহরে মানুষের আনাগোনা কমে যাওয়ায় ক্রেতা ও যাত্রীসংকটে অলস সময় পার করছেন স্থানীয় ব্যবসায়ীসহ রিকশা ও ইজিবাইকের চালকেরা।
রাজনগরের সাইদুল ইসলামের পাঁচ সদস্যদের সংসার চলে তাঁর রিকশার প্যাডেলের আয়ে। কিন্তু সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত আজ তাঁর আয় হয়েছে মাত্র ২০ টাকা। অন্যদিন এ সময়ে ১০০ টাকা পর্যন্ত আয় হতো।
ধাক্কামারার মোড়ে কথায় সাইদুল ইসলামের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সংঘর্ষের ঘটনার পর থেকেই পুরো এলাকা মানুষ শূন্য। যে অবস্থা, সারা দিনে ৫০ টাকা কামাই হবে না। চাল-ডাল কীভাবে কিনব, বুঝতে পারছি না। ক্যান যে এই মারামারি হয়, তাক আল্লাহয় জানে। এতে হামার কষ্ট বাড়ে।’
দৈনিক ৪০০-৫০০ টাকা আয় করেও ছয় সদস্যদের সংসার চালাতে হিমশিম খেতে হয় অটোরিকশাচালক আব্দুস সোবাহানকে (৩০)। পঞ্চগড় বাজার এলাকায় তাঁর বাড়ি।
পঞ্চগড় চৌরঙ্গীর মোড়ে কথা হলে আব্দুস সোবাহান আজকের পত্রিকাকে বলেন, ‘একদিনের কামাই দিয়া দুবেলার ভাত জোটে না। তার ওপর শহরোত মারামারি। যাত্রী নাই, সারা দিনে দেড় শ টাকা কামাই হবার নেয়। জানি না আরও কদ্দিন এইংকা চলবে। হামরা চাই এইংকা গণ্ডগোল যেন শহর আর না হয়। হামার পেট যেন দুঃখ না পায়।’
ওই মোড়েই কথা হয় হাড়িভাষা এলাকার রাজু মিয়া (৪০) বলেন, ‘ভাই কাইল যে অবস্থা দেখছি, তাতে বাড়ি থাকি বের হবার মন চায় না। কতক্ষণ জানি ফির গণ্ডগোল নাগে। কাইলকার গণ্ডগোলোত রাস্তা দিয়া হাঁটা মানুষ মারা গেইছে। ওষুধ নাগে জন্যে বাজারত আসনু।’
চৌরঙ্গী মোড়ের বেকারি ব্যবসায়ী হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল ৯টায় দোকান খুলছি। কিন্তু শহরে পুলিশ আর বিজিবি ছাড়া কাউকে দেখা যায় না। এখন একটু দুই-একজন আসছে। আজ ব্যবসা পুরো মাটি।’
উল্লেখ্য, পঞ্চগড়ের আহমদিয়া জামাতের ‘সালানা জলসা’ বন্ধের দাবিতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে প্রায় ছয় ঘণ্টা ধরে চলা সংঘর্ষে আরিফুর রহমান (২৮) ও জাহিদ হাসান (২৩) নামের দুই তরুণ নিহত হয়। সংঘর্ষে পুলিশের ৯ সদস্য ও ২ সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।
নিহত আরিফুর রহমান পঞ্চগড় পৌরসভার মসজিদপাড়া এলাকার বাসিন্দা। তিনি শহরের একটি ছাপাখানার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। জুমার নামাজ পড়ে বাড়ি ফেরার সময় তিনি সংঘর্ষের মধ্যে পড়লে তাঁর মাথায় গুলি লাগে। স্থানীয় লোকজন আরিফুরকে উদ্ধার করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
অপর দিকে নিহত জাহিদ হাসান নাটোরের বনপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তাঁকে করতোয়া নদীর ধারে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন আহমদিয়া জামাতের সালানা।
আরও পড়ুন:
পঞ্চগড়ে আহমদিয়া জামাতের ‘সালানা জলসা’ বন্ধের দাবিতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ ঘটনার পর থেকে শহরজুড়ে আতঙ্ক বিরাজ করছে। আজ শনিবার পরিস্থিতি স্বাভাবিক হলেও যান চলাচলসহ লোকজনের উপস্থিতি কম দেখা গেছে। জরুরি প্রয়োজন ছাড়া শহরে বেরোচ্ছেন না কেউ।
এদিকে কঠোর টহলে রয়েছে পুলিশ, বিজিবি, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে সাধারণ জনগণের উপস্থিতি কখন স্বাভাবিক হবে, সেই শঙ্কায় রয়েছেন ব্যবসায়ী ও রিকশাচালকেরা।
আজ বেলা একটা পর্যন্ত চৌরঙ্গীর মোড়, ধাক্কামারার মোড়, গোল চত্বরসহ শহরের বিভিন্ন এলাকা সরেজমিন দেখা গেছে, শহরে মানুষের আনাগোনা কমে যাওয়ায় ক্রেতা ও যাত্রীসংকটে অলস সময় পার করছেন স্থানীয় ব্যবসায়ীসহ রিকশা ও ইজিবাইকের চালকেরা।
রাজনগরের সাইদুল ইসলামের পাঁচ সদস্যদের সংসার চলে তাঁর রিকশার প্যাডেলের আয়ে। কিন্তু সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত আজ তাঁর আয় হয়েছে মাত্র ২০ টাকা। অন্যদিন এ সময়ে ১০০ টাকা পর্যন্ত আয় হতো।
ধাক্কামারার মোড়ে কথায় সাইদুল ইসলামের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সংঘর্ষের ঘটনার পর থেকেই পুরো এলাকা মানুষ শূন্য। যে অবস্থা, সারা দিনে ৫০ টাকা কামাই হবে না। চাল-ডাল কীভাবে কিনব, বুঝতে পারছি না। ক্যান যে এই মারামারি হয়, তাক আল্লাহয় জানে। এতে হামার কষ্ট বাড়ে।’
দৈনিক ৪০০-৫০০ টাকা আয় করেও ছয় সদস্যদের সংসার চালাতে হিমশিম খেতে হয় অটোরিকশাচালক আব্দুস সোবাহানকে (৩০)। পঞ্চগড় বাজার এলাকায় তাঁর বাড়ি।
পঞ্চগড় চৌরঙ্গীর মোড়ে কথা হলে আব্দুস সোবাহান আজকের পত্রিকাকে বলেন, ‘একদিনের কামাই দিয়া দুবেলার ভাত জোটে না। তার ওপর শহরোত মারামারি। যাত্রী নাই, সারা দিনে দেড় শ টাকা কামাই হবার নেয়। জানি না আরও কদ্দিন এইংকা চলবে। হামরা চাই এইংকা গণ্ডগোল যেন শহর আর না হয়। হামার পেট যেন দুঃখ না পায়।’
ওই মোড়েই কথা হয় হাড়িভাষা এলাকার রাজু মিয়া (৪০) বলেন, ‘ভাই কাইল যে অবস্থা দেখছি, তাতে বাড়ি থাকি বের হবার মন চায় না। কতক্ষণ জানি ফির গণ্ডগোল নাগে। কাইলকার গণ্ডগোলোত রাস্তা দিয়া হাঁটা মানুষ মারা গেইছে। ওষুধ নাগে জন্যে বাজারত আসনু।’
চৌরঙ্গী মোড়ের বেকারি ব্যবসায়ী হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল ৯টায় দোকান খুলছি। কিন্তু শহরে পুলিশ আর বিজিবি ছাড়া কাউকে দেখা যায় না। এখন একটু দুই-একজন আসছে। আজ ব্যবসা পুরো মাটি।’
উল্লেখ্য, পঞ্চগড়ের আহমদিয়া জামাতের ‘সালানা জলসা’ বন্ধের দাবিতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে প্রায় ছয় ঘণ্টা ধরে চলা সংঘর্ষে আরিফুর রহমান (২৮) ও জাহিদ হাসান (২৩) নামের দুই তরুণ নিহত হয়। সংঘর্ষে পুলিশের ৯ সদস্য ও ২ সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।
নিহত আরিফুর রহমান পঞ্চগড় পৌরসভার মসজিদপাড়া এলাকার বাসিন্দা। তিনি শহরের একটি ছাপাখানার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। জুমার নামাজ পড়ে বাড়ি ফেরার সময় তিনি সংঘর্ষের মধ্যে পড়লে তাঁর মাথায় গুলি লাগে। স্থানীয় লোকজন আরিফুরকে উদ্ধার করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
অপর দিকে নিহত জাহিদ হাসান নাটোরের বনপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তাঁকে করতোয়া নদীর ধারে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন আহমদিয়া জামাতের সালানা।
আরও পড়ুন:
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৭ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৭ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৭ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৮ ঘণ্টা আগে