Ajker Patrika

পরীক্ষা নির্ভর ও সনদ সর্বস্ব শিক্ষা আর নয়: শিক্ষামন্ত্রী

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
পরীক্ষা নির্ভর ও সনদ সর্বস্ব শিক্ষা আর নয়: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আমাদের শিক্ষাজীবন থেকে আনন্দ উবেই গেছে। সারাক্ষণ পড়া, পড়া, কোচিং আর পরীক্ষা। শুধু পরীক্ষা নির্ভর ও সনদ সর্বস্ব শিক্ষা আর নয়। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা দক্ষ ও যোগ্য মানুষ হবে। আনন্দময় শিক্ষা হবে। যে দক্ষতা অর্জন করবে, তা প্রয়োগ করতে শিখবে এবং মূল্যবোধ সম্পন্ন মানুষ হয়ে তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে।’ 

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা উত্তর বাংলা কলেজে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে আজ রোববার তিনি এসব কথা বলেন। 

দীপু মনি বলেন, ‘যে দেশে যত বেশি শিক্ষার মান উন্নত, সে দেশে ততটাই পরীক্ষার চাপ কম। পরীক্ষা নেই তার মানে এই নয় যে, আমি কী শিখছি তার মূল্যায়ন হচ্ছে না। বরং ধারাবাহিকভাবে মূল্যায়ন হবে, প্রতিদিন হতে থাকবে।’ 

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার মান উন্নয়নে প্রয়োজন দক্ষ শিক্ষক। আমরা শিক্ষক প্রশিক্ষণের ওপর মনোনিবেশ করেছি। আর শিক্ষাটাও আনন্দময় হতে হবে।’ 

দীপু মনি বলেন, ‘যে সোনার বাংলার স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন, যে ২০৪১ এর উন্নত সুখী সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেখিয়েছেন, সেই স্বপ্ন বাস্তবায়নে এবং আমাদের টেকসই উন্নয়নের অঙ্গীকার বাস্তবায়নে নিজেদের দক্ষ করে গড়ে তুলে আমরা এ দেশকে সেই স্বপ্নের জায়গায় নিয়ে যাব। এ জন্য তেমন যোগ্য মানুষ আমরা গড়তে চাই। সে জন্য শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন আনার চেষ্টা করছি। এ জন্য সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।’ 

শিক্ষামন্ত্রী বলেন, ‘এখন ঝরে পড়ার হার অনেক কমে গেছে। আমরা শিক্ষার মান উন্নয়নে কাজ করছি। আমরা চাইছি শুধু শিক্ষা নয়, শিক্ষার্থীদের মাঝে সব বিষয়ে দক্ষতা বাড়িয়ে দক্ষ ও ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে। বঙ্গবন্ধু যেমন সোনার বাংলায় সোনার মানুষ চেয়েছেন, আমরা সেই সোনার মানুষ তৈরি করছি।’ 

দীপু মনি বলেন, ‘নীতিমালা অনুযায়ী কোনো ধরনের সুপারিশ ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে। আর যারা নীতিমালার শর্ত পূরণে ব্যর্থ হবে, তারা কোনোভাবেই এমপিওভুক্ত হবে না।’ 

লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান আরও বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মশিউর রহমান, লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান, উত্তরবাংলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মোজাম্মেল হক, কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ সরকার, বীর মুক্তিযোদ্ধা ড. শফিকুল ইসলাম কানু প্রমুখ। 

এর আগে শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রী ও উপাচার্য কলেজ প্রাঙ্গণে ৩টি বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর মধ্যে রয়েছে একটি ছাত্রী ও একটি ছাত্র হোস্টেল এবং একটি একাডেমিক ভবন। এ সময় উত্তরবাংলা কলেজের গুরু নানক লাইব্রেরি, কম্পিউটার ল্যাবসহ কলেজের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত